আমাদের ২০ কোটি জনগণ থাকার পরেও গেমকে প্রমোট করতে আমাদের কেন জীবন উষ্ঠাগত হবে !!!

"আমাদের দেশে নির্মিত আরেকটা 3D অ্যান্ড্রয়েড গেম" টাইটেল পোস্ট -টি আমি গতকাল দিয়েছিলাম |  আজকে  আবার লিখছি আমাদের কার্পন্য নিয়ে |

"ক্যাটরিনা রনবীর কাপুরের সাথে ঘুরতে" গেছে এই খবর চাপানোর , পড়ার কিংবা শেয়ার দিতে আমাদের আলসেমি কিংবা কার্পন্য লাগে না | কিন্তু নিজেদের কোনো প্রচেষ্টার সাথে থাকতে কিনবা প্রচারে সাহায্য করতে গেলেই যেন আমাদের সব আলসেমি | অন্য একদিন অভিজ্ঞতার কথা লিখবো , আজকে  ফাও পেচালে না যাই  |
যাই হোক, স্বপ্ন আছে নিজের দেশে বিশ্বের বড় একটা গেম নির্মাতা প্রতিষ্ঠান হবে | ছোট কিছু গেম দিয়েই শুরু করেছি |   শুরু তো ছোট থেকেই হয় , নাকি ? নাকি আমরা সবাই ৫ ফুট + হয়েই জন্মিয়েছি ?   গেম বানানো শেষ হলেই শুরু হয় তার প্রচারণার কাজ | করতে গিয়েই খাচ্ছি ধরা |  ফ্রেন্ড কিং পরিচিত কারো এ সময় নেই গেম খেলে দেখার কিনবা রিভিউ অর রেটিং দেবার |

আচ্ছা  , গুগল প্লে তে গিয়ে  সামান্য  একটা রিভিউ দিতে ,  ফেসবুকে/টুইটারে বন্ধুদের সাথে শেয়ার করা কি এতই কষ্টকর | আল্লাহ মালুম  | আমরা  হতাশ | পুরাই হতাশ | হাজার হাজার ডলার  বিজ্ঞাপনে খরচ ও করার সামর্থ্য হবে না কোনদিন  , তাই গেম বানানো ছাড়ছি অচিরেই |

 

এই গেমটি সবাইকে গতকাল দেখে রিভিউ , রেটিং দিতে বলেছিলাম |

https://play.google.com/store/apps/details?id=com.gamecookstudio.splashyfish

Level 0

আমি GameCook। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার এন্ড্রয়েড সেট নেই তাই আপনার গেমটা খেলে দেখতে পারলাম না। তবে গেমের জন্য আপনাকে ধন্যবাদ !

আর আপনি গেমটি সম্পর্কে আরেকটু বিস্তারিত লিখুন, যাতে সকলের আগ্রহ সৃষ্টি হয় গেমটি খেলে দেখার।

অসাধারন গেম, ফ্ল্যাপি বার্ডস থেকে হাজার গুনে চমৎকার। হ্যাটস অফ !
শুভকামনা রইল 🙂

Level 0

আমার ভালো লেগেছে। 😀
আর যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব……

ভাই আপনার জানা উচিত বাঙালির রক্তে একাধিক গ্রুপের হিমোগ্লোবিন বিদ্যমান।

এন্ড্রয়েড সেট নেই, ভাই। তবে আপনাদের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। সামনে আরো চোখ ধাধানো গেমস এবং রিভিউ আশা করছি।

অসাধারণ একটা গেম

কয়েকটা স্ক্রীন শট দিলে আপনার সুন্দর গেমটা সম্পর্কে কিছুটা হলেও জানত

Level 0

অনেক ভালো হয়েছে… আশা করি সামনে আরও ভালো গেম পাবো, শুভকামনা রইল। আপনি Google play store এ বাংলাদেশ থেকে কিভাবে গেম publish করতে হয় জানালে উপকৃত হতাম।