"আমাদের দেশে নির্মিত আরেকটা 3D অ্যান্ড্রয়েড গেম" টাইটেল পোস্ট -টি আমি গতকাল দিয়েছিলাম | আজকে আবার লিখছি আমাদের কার্পন্য নিয়ে |
"ক্যাটরিনা রনবীর কাপুরের সাথে ঘুরতে" গেছে এই খবর চাপানোর , পড়ার কিংবা শেয়ার দিতে আমাদের আলসেমি কিংবা কার্পন্য লাগে না | কিন্তু নিজেদের কোনো প্রচেষ্টার সাথে থাকতে কিনবা প্রচারে সাহায্য করতে গেলেই যেন আমাদের সব আলসেমি | অন্য একদিন অভিজ্ঞতার কথা লিখবো , আজকে ফাও পেচালে না যাই |
যাই হোক, স্বপ্ন আছে নিজের দেশে বিশ্বের বড় একটা গেম নির্মাতা প্রতিষ্ঠান হবে | ছোট কিছু গেম দিয়েই শুরু করেছি | শুরু তো ছোট থেকেই হয় , নাকি ? নাকি আমরা সবাই ৫ ফুট + হয়েই জন্মিয়েছি ? গেম বানানো শেষ হলেই শুরু হয় তার প্রচারণার কাজ | করতে গিয়েই খাচ্ছি ধরা | ফ্রেন্ড কিং পরিচিত কারো এ সময় নেই গেম খেলে দেখার কিনবা রিভিউ অর রেটিং দেবার |
আচ্ছা , গুগল প্লে তে গিয়ে সামান্য একটা রিভিউ দিতে , ফেসবুকে/টুইটারে বন্ধুদের সাথে শেয়ার করা কি এতই কষ্টকর | আল্লাহ মালুম | আমরা হতাশ | পুরাই হতাশ | হাজার হাজার ডলার বিজ্ঞাপনে খরচ ও করার সামর্থ্য হবে না কোনদিন , তাই গেম বানানো ছাড়ছি অচিরেই |
এই গেমটি সবাইকে গতকাল দেখে রিভিউ , রেটিং দিতে বলেছিলাম |
https://play.google.com/store/apps/details?id=com.gamecookstudio.splashyfish
আমি GameCook। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার এন্ড্রয়েড সেট নেই তাই আপনার গেমটা খেলে দেখতে পারলাম না। তবে গেমের জন্য আপনাকে ধন্যবাদ !
আর আপনি গেমটি সম্পর্কে আরেকটু বিস্তারিত লিখুন, যাতে সকলের আগ্রহ সৃষ্টি হয় গেমটি খেলে দেখার।