অর্জন করলাম মানিকগঞ্জ জেলার সেরা android apps ডেভলপার পুরুস্কার ২০১৪

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয় ৬৪ জেলা ব্যপী মোবাইল এপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেন তার ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারী মানিকগঞ্জ জেলায় মোবাইল এপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয় |ট্রেনিং টি হওয়ার কথা ছিল জেলা পরিষদ অডিটরিয়ামে কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকায় ট্রেনিং টি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জ শাখার কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয় সেখানে মানিকগঞ্জ জেলার ৩৫ জন অংশগ্রহন করে, ৪ দিনট্রেনিং করানো হয় এবংট্রেনিং শেষে সকলকেই এপ্লিকেশন তৈরী করতে বলা হয় এবং অরুও বলা হয় যার এপ্লিকেশন সবচাইতে ভালো হবে সে প্রথম হবে এবং অর্জন করবে পুরুস্কার আল্লাহ তায়ালার রহমতে এবং আপনাদের দোআয় আমার এপ্লিকেশন টি নির্বাচিত হয় এবং আমি প্রথম হই| পঞ্চম দিন আনুষ্ঠানিক ভাবে আমার হাতে পুরস্কার তুলে দেন এবং সকলকে সার্টিফিকেট প্রদান করেন মানিকগঞ্জ জেলার নির্বাহী মেজিস্ট্রেট | এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জ এর এসিস্টেন্ট প্রিন্সিপাল মোহাম্মদ ফারুক হোসেন , কম্পিউটার বিভাগের হেড অব ডিপার্টমেন্ট মোহাম্মদ তানজির স্যার প্রধান ট্রেইনার এহসানুল আমিন , প্রজেক্ট মানেজার ,বি টি ভি এর সাংবাদিক ,লোকাল সাংবাদিক এবং অরুও অনেকে|

Level New

আমি Safiq24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Congrates bro…..

কি বিষয়ের উপর আপনার Apps টা তৈরী করলেন? জাভা ছাড়া ‌আর কি কি লাগে? প্রথম হওয়ার জন্য অভিনন্দন…..

    Level New

    @omur_mohammad_faruk: আমি তৈরী করেছি ডিজিটাল কোরআন |আমি আগেই বলে নেই আমি বড় কোনো ডেভলপার নই আমাকে ৪ দিনে যা শেখানো হয়েছে ততটুকু জ্ঞান দিয়ে apps টি তৈরী করেছি apps টি android sdk টুলস দিয়ে তৈরী করা হয়েছে এই টুলস জাভা এবং xml এ কোডিং করতে হয় |
    কমেন্টস করার জন্য সকলকেই ধন্যবাদ

Level 0

ভাই আপনার apps টা আপলোড দিয়ে লিংকটা দেন । অভিনন্দন আপনাকে 1st হওয়ার জন্যে….

অভিনন্দন! আশা করি আপনি তৈরীর ধারাবাহিক টিউন করবেন!

শফিক ভাই পুরুস্কার তো পেলেন এবার আমাদের জন্য ধারাবাহিক টিউন করেন android apps ডেভলপার সম্পর্কে @ যেন আমরাও কিছু শিখতে পারি @ ধন্যবাদ

অভিনন্দন আপনাকে। এবার আমদেরকে শিখানোর দায়ীত্ব আপনার।

Level New

আমি মূলত একজন ব্যবসায়ী| আমার ব্যবসা হচ্ছে ইলেকট্রনিক্স আমার ২ টি দোকান আছে এবং পাশা পাশি কম্পউটার এ ডিপ্লোমা করতেছি | আমি সব সময় শিখতে চাই এবং যা জানি তা শিখাতে চাই কিন্তু ব্যবসা এবং পরা শুনা এক সাথে করতে গিয়ে একটু চাপের মধ্যে থাকতে হয় তারপরেও আমি চেষ্টা করব আমি যা জানি তা লিখতে আমার একটি web site আছে আপনারা চাইলে দেখতে পারেন এখান থেকে কিছু উপকার হতে পারে repairhelps

Level 0

ভাই আমার একটা বড় দুঃখ আমি মানিকগঞ্জ বাসি হইয়াও । এ ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারলাম না । কারন আমি জানতাম না যে ন্যাসনালএপ্সবিটিতে সাইন আপ করে পরিক্ষা দিতে হয় । তাই আমি পরিক্ষা না দেওয়ার কারনে । আমাকে ট্রেনিং গ্রহন করতে দেয় নাই ন্যাসনালএপ্স লোক জন । তাই আমি দুঃখ প্রকাশ করছি । তাহলে আমিও চেষ্ঠা করে দেখতাম ।

Level 0

ভাই আমার একটা বড় দুঃখ আমি মানিকগঞ্জ বাসি হইয়াও । এ ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারলাম না । কারন আমি জানতাম না যে ন্যাসনালএপ্সবিটিতে সাইন আপ করে পরিক্ষা দিতে হয় । তাই আমি পরিক্ষা না দেওয়ার কারনে । আমাকে ট্রেনিং গ্রহন করতে দেয় নাই ন্যাসনালএপ্স লোক জন । তাই আমি দুঃখ প্রকাশ করছি । তাহলে আমিও চেষ্ঠা করে দেখতাম ।আমি আগের এক ট্রেনিং নিছিলাম SEO এর ওপর । সেখানে আমাকে পরিক্ষা দিতে হইছিল কিন্তু ট্রেনিং চলাকালিন পরিক্ষা দিছি । আর এখানে দেখি অন্য নিয়ম । আগে জানলে পরিক্ষা আগেই দিতাম।

    Level New

    @jewelkhan: মানিকগঞ্জ এর কোথায় বাসা আপনার ফোনে জানালে ভালো হত আমার ফোন নম্বর ০১৭১৬২৯০২৯২

Level 0

নেটের সম্যসার কারনে । দুই বার পোষ্ট হল । এজন্য আমি দুঃখিত

Level 0

মাএ ৪ দিনের ট্রেনিং দ্বারা এপ্লিকেশন তৈরী করা খুবই কষ্টকর । আপনার Practice ছিল ?

Level 0

ki phone dilo?

    Level New

    @Safiq24: @NHB SOHEL: symphony w85

ভাই আপনার ফেইসবুক আইডিটা পেতে পারি??? কিছু হেল্প দরকার ছিল………।

আমি বরিশালে করতে চাচ্ছি কোনো লিংক পাচ্ছি না । একটা মিস কল আশা করছি 01710562312 . একটু হেল্প করলে আমার বেশ উপকার হইত ।

Level 0

গর্বিত আমরা তোমায় নিয়ে। দোয়া করি আরো উন্নতি করো। সময় করে একদিন দেখা করো কথা হবে।

তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন ভাই। ধন্যবাদ ভাই।

যারা এবছরের পলিটেকনিক এডমিশনের জন্য আবেদন করবেন তারা দেখতে পারেন।
Polytechnic admission 2018 bd