আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা অনেকে Android এর হাতে পেয়ে, নানা রকম জানা-অজানা Apps ইন্সটল করে ফেলি আর অতিরিক্ত Apps ইন্সটল করার কারনে আমাদের ফোন টা হয়ে যায় স্লো, আর আমরা ইন্সটল দিতে পারি কিন্তু রিমুভ এর অপশন খুঁজে পাই না। আজ আমি আপনাদের Apps দিয়ে এবং Apps ছাড়া কিভাবে ইন্সটল দেওয়া Apps রিমুভ করতে হয়, তা শিখব।
১। Apps ছাড়া ইন্সটল দেওয়া Apps রিমুভ করার নিয়মঃ
প্রথমে Menu>Settings> Apps এ ক্লিক করুন, এখানে আপনার ইন্সটল দেওয়া Apps গুলো দেখতে পাবেন নিচের মত করে, এবার আপনি যে Apps টি রিমুভ করতে চান তা সিলেক্ট করে Uninstall বাটনে ক্লিক করুন, তাহলে Apps টি রিমুভ হয়ে যাবে।
২। Apps দিয়ে ইন্সটল দেওয়া Apps রিমুভ করার নিয়মঃ
প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করুন, তারপর অন্যান্য Apps এর ন্যায় চালু করুন। তারপর এখানে আপনি আপনার ইন্সটল দেওয়া সবগুলো Apps দেখতে পাবেন।
এবার যে Apps টি রিমুভ করবেন তা সিলেক্ট করে Uninstall বাটনে ক্লিক করুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
এইডা কিছু হইলো?