Android মজা [পর্ব-৩৫] :: আপনি কি আপনার Android মোবাইলে অতিরিক্ত Apps ইন্সটল করে ফেলেছেন! (তাহলে নিয়ে নিন সমাধান)

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আমরা অনেকে Android এর হাতে পেয়ে, নানা রকম জানা-অজানা Apps ইন্সটল করে ফেলি আর অতিরিক্ত Apps ইন্সটল করার কারনে আমাদের ফোন টা হয়ে যায় স্লো, আর আমরা ইন্সটল দিতে পারি কিন্তু রিমুভ এর অপশন খুঁজে পাই না। আজ আমি আপনাদের Apps দিয়ে এবং Apps ছাড়া কিভাবে ইন্সটল দেওয়া Apps রিমুভ করতে হয়, তা শিখব।

১। Apps ছাড়া ইন্সটল দেওয়া Apps রিমুভ করার নিয়মঃ

প্রথমে Menu>Settings> Apps এ ক্লিক করুন, এখানে আপনার ইন্সটল দেওয়া Apps গুলো দেখতে পাবেন নিচের মত করে, এবার আপনি যে Apps টি রিমুভ করতে চান তা সিলেক্ট করে Uninstall বাটনে ক্লিক করুন, তাহলে Apps টি রিমুভ হয়ে যাবে।

২। Apps দিয়ে ইন্সটল দেওয়া Apps রিমুভ করার নিয়মঃ
প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করুন, তারপর অন্যান্য Apps এর ন্যায় চালু করুন। তারপর এখানে আপনি আপনার ইন্সটল দেওয়া সবগুলো Apps দেখতে পাবেন।

এবার যে Apps টি রিমুভ করবেন তা সিলেক্ট করে Uninstall বাটনে ক্লিক করুন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এইডা কিছু হইলো?

    @motaleb52: কিছু হয়নি কিন্তু Apps টি Uninstall করলে বাদ হয়ে যাবে! @ ধন্যবাদ

Level 0

grow up brother grow up!

হোছাইন ভাই আপনার টিউন গুলো বরাবরই ভাল মানের হয়। কিন্তু এই টিউন টা আমি লাইক করতে পারলাম না। আরও ভাল কিছু আশা করছি। ধন্যবাদ……

    @বাধঁন: এটা যদি লাইক না হয় তাহলে সামনে আরোও কিছু কিভাবে দিব,:) ইনশাআল্লাহ চেষ্টা আছি আরো কিছু দেবার জন্য @ ধন্যবাদ

Level 0

apps uninstall করার পরও কি সেটে কোন ছাপ থেকে যায়?

    @ganibd: আমার জানামতে থাকে না কিন্ত কিছু apps uninstall করার পরও কিছু ছাপ থেকে যায় যা আমরা দেখতে পাইনা @ ধন্যবাদ

aisob hoilo android use ar নূন্যতম জ্ঞান ৷ আর আপনে এখনও এইসব নিয়া পইরা আছেন ৷

    @সাফায়েত দীপ্ত: ভাই অনেকে আছে Apps কিভাবে ইন্সটল করতে হবে তাও জানে না, তাক তো apps uninstall এর কথা, আমার কাছে এই রকম অনেক লোক আসে, বিশেষ করে তাদের জন্য এই টিউনটি করা, এখন আমার কাছে কোন লোক আসলে আমি তাদের লিঙ্কটি দিয়ে দিয়, যেন সে বুঝে শুনে কাজ করতে পারে। @ ধন্যবাদ

Level 0

TT তে সাধারণ ব্যবহারকারীই বেশি – তাই তাদের বিবেচনায় তৃণমূল থেকে টিউন হওয়া উচিত।ধন্যবাদ টিউনারকে।

হোছাইন মাহমুদের কাছ থেকে এত ছোট টিউন আশা করা যায় না। আরো ঘঠনমূলক কিছু চাই ভাই।

Level 0

এইটা একটা tune হইল ,যে কেউ আজকাল tune করে।

Level 0

কােক কী বেলন ভাই? উিন একজন TT celebraty.

আমার মোবাইলে প্রয়োজনীয় সফট ছাড়া কোনো সফট নাই। তবুও স্টোরেজ ফুল। এটা কো স্টোরেজ? আমার ইনটারনাল / এক্সটারনাল দুটি স্টোরেজ এই প্রচুর ফ্রি স্পেইস আছে। প্লিজ হেল্প। প্লিজ