আমরা যারা ফোনে গেমস খেলতে পছন্দ করি তারা সবাই মোটামটি বর্তমানে প্লে-স্টোরে ডাউনলোডের ঝর তোলা ফ্ল্যাপি বার্ড গেমসটির কথা কম বেশি জানি। কিন্তু বর্তমানে কপিরাইট আইনের জটিলতার কারনে গেমসটির ডেভলোপার প্লে-স্টোর থেকে গেমসটি তুলে নিয়েছেন। আর এতেই এই গেমসের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে । তরে গেমেসের নির্মাতা বলছেন তিনি এই খেলাটি আতিরিক্ত আকর্ষণীয় বলে প্লে-স্টোর থেকে গেমসটি তুলে নিয়েছেন । কারন যাই হোক না কেন অনেকেই খেলাটি অনেক পছন্দ করেছেন কিন্তু প্লে-স্টোর এই খেলাটি আর পাওয়ার কোন সম্ভবনা নেই । খেলাতি যত দ্রুত জনপ্রিয়তা পেয়েছিল থিক একিভাবে প্লে-স্টোর থেকে হারিয়েও গেল। আর একই সাথে এই গেমসটির অনেকগুলো ক্লোন প্লে-স্টোর চলে এসেছে। তো যারা ফ্ল্যাপি বার্ড এর মত অন্যান্য খেলাগুলো খেলে দেখতে চান তাদের জন্য আমার আজকের এই পোস্ট । এই পোস্টটিতে আমি আপনাদেরকে নতুন ৫ টি খেলার সাথে পরিচয় করিয়ে দেব আশা করি খেলাগুলো আপনাদের সবার অনেক ভাল লাগবে। তাহলে আর দেরি কেন আসুন ডাউনলোড করি নিন চমৎকার ৫ টি নতুন খেলা। 😀
1. Flappy Bee
2. Clumsy Bird
4. The Imposible Game
আজকের মত এই পর্যন্তই । সবাই ভাল থাকবেন, আর নতুন কোন গেমসের জন্য কমেন্ট করুন ।
হ্যাপি গেমিং 😀
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074