আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা সবাই এক এক জনে এক পদ্ধতিতে Google Play Apps ডাউনলোড করি, কেউ পিসি থেকে কেউ আবার মোবাইল থেকে কিন্তু আজ আমি আপনাদের এমন এক পদ্ধতি দেখাবো যে পদ্ধতি দিয়ে আপনি কম্পিউটার থেকে মোবাইলে Apps ইন্সল্টল করতে পারবেন।
তাহলে আসুন মজার টিপসটি শিখে নিই।। প্রথমে এখান ক্লিক করে আমার সাথে নিচের দেখানো মত কাজ করুন। তার আগে ফোনটিতে ইন্টারনেট চালু করুন, তারপর আপনার Gmail Account দিয়ে Login করুন। খেয়াল রাখতে হবে যেন Gmail Account যেন sign out না হয়।
তাহলে নিচের মত আসবে।
এবার ইন্সটল বাটনে ক্লিক করুন, এবার Sign In বাটনে ক্লিক করে আপনার জিমেইল একাউন্ট দিয়ে লগইন করুন।
তাহলে আপনার মোবাইল মডেল নাম্বার এবং সিমের নাম শো করবে। তারপর আবার Install বাটনে ক্লিক করুন ।
সবশেষ এবার আপনার ফোনের দিকে তাকিয়ে দেখুন নটিফিকেশন বারে Appsটি এসেছে এবার app টি অটো ডাউনলোড হবে এবং ডাউনলোড শেষ নিজে নিজেই ইন্সটল হয়ে যাবে আপনার ফোনে।
বিঃদ্রঃ এই পদ্ধতিতে আপনার ইন্টারনেট প্যাকেজের ডাটা অনেক সেভ হবে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Android Apps-গুলো আমি সাধারণতঃ এভাবেই ইনস্টল করে থাকি।
অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান পোস্টটি করার জন্য।
আরেকটি বিষয়, Android সংক্রান্ত আপনার বিগত পোস্টগুলোতে ড্রপবক্স ডাউনলোডের যতগুলো লিংক দিয়েছেন তার একটাও কাজ করে না। এমনকি আজকের গুলোতেও না। নিম্নোক্ত মেসেজ দেখায়ঃ
“Cannot download this file.
Details:
HTTP/1.1 509 Bandwidth Error”
আশা করি লিংকগুলো ঠিক করে দিবেন।
অগ্রীম ধন্যবাদ রইল এই অনাকাঙ্খিত কষ্টে জড়ানো জন্য।