হাই, সবাইকে ধন্যবাদ আন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এ। যারা আন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিখতে চান তাদের জন্য এটা অবশই সুখবর এবং আনন্দের। বর্তমানে অনেকেই আন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চায় এবং পেশা হিসেবে এটি একটি সম্মানজনক, উচ্ছ মর্যাদা সম্পন্ন ও লাভজনক পেশা। বর্তমানে অনেকেই এই পেশাতে আসছেন। আবার অনেকেই আসতে চাচ্ছেন কিন্তু সঠিক দিক নির্দেশনা না পাওয়ায় বা সঠিক দক্ষতা না থাকায় ইচ্ছে থাকলেও অনেকেই নিরাশ হয়ে এই পেশায় আসতে পারছেন না। আবার অনেকি মনে করছেন আন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মানে অনেক বিশাল কিছু। আসলে তা নয়। আপনি যদি ইচ্ছে করেন এবং সঠিক ভাবে সঠিক কাজ করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। যদি আপনার কাছে তেমন বড কোন ডিগ্রী নাও থাকে। সাধারনত যাদের যে কোন একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সাধারণ ধারনা রয়েছে যেমন (পি আইছ পি/জাভা/সি/সি++) তারা খুব তাড়াতাড়ি আন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সম্পর্কে বুজতে ও শিখতে পারবেন। আর যাদের নেই তারা ভয় পাওয়ার কোন কারন নেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জানা মানেই তোঁ এই নয় যে কখনো জানতে পারবেন না। তাদের একটু সময় লাগবে কারন প্রথমে তাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারনা নিতে হবে এবং বুজতে হবে কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে এবং প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর স্ট্রাকসার ও সিনট্যাক্স ভালবাবে বুজতে হবে। আর তাই তাদের জন্যই আন্তর্জাতিক উন্মুক্ত প্রশিক্ষণ বিষয়ক সংস্থা Coursera.org নতুন আন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপারদের জন্য University of Maryland এর সহজুগিতায় Adam Porter সহ "Programming Mobile Applications for Android Handheld Device" এই কোর্সে তি চালু করেছে। তাই সময় নষ্ট করে না করে যাদের ইচ্ছে আছে আজ ই জয়েন করুন। তবে একটা কথা বলে রাখা ভালো এই কোর্সের সব কিছুই কিন্তু ইংরেজিতে। যারা বাংলাতে আন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চান তারা www.shikkhok.com এ যান। বাংলায় সবচেয়ে ভালো এবং বিস্তারিত আন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল রয়েছে। সব সময় ধৈর্য আর পরিশ্রম করলে যে কোন কিছু করা সম্ভব। তাই তারা হুরা না করে ধৈর্য ধরে সিখুন। দেখবেন একদিন আপনি একজন ভালো মানের আন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার হয়ে গেছেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হবে অন্য কোন দিন অন্য কোন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, শুভ রাত্রি।
Course link: https://class.coursera.org/android-001
Forum link:https://class.coursera.org/android-001/forum/index
আমি হাসান উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাই! আমি হাসান আমি ফেনীতেথাকি এবং ২০১২ সালে ইন্সিটিউট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে টেলিকমিউনিকেসন এর উপর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করি। বর্তমানে আমি ওয়েব ডেভেলপমেন্ট এবং আন্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডেভেলপার হিসাবে অনলাইন ফ্রীলাঞ্চিং মার্কেটপ্লেস অডেস্ক এ ফ্রীলাঞ্চের হিসেবে কাজ করছি। ভবিষ্যতে দেশ ও দেশের প্রযুক্তিগত উন্নয়নের জন্য কাজ করার...
গতকাল আমি আমার একবন্ধু আলোচনা করছিলাম যে কিভাবে এন্ডয়েড এপ্লিকেশণ তৈরী করবো। আপনার দিক নিদের্শ ভাল লাগলো এবং এগিয়ে যাব। ধন্যবাদ।