DaTuner হলো একটি সর্বকাজের উপযোগী এবং সহজ ইন্টারফেস সম্পন্ন ক্রোমাটিক টিউনার। এটি প্রাপ্ত আওয়াজের ফ্রিকুএন্সি-কে সর্ব নিকটস্থ নোট-এ নিয়ে যায় এবং তফাত প্রদর্শন করে দশমিক সংখায়, যেন আপনার গীটার, উকেলেলে, ভাওলিন, ব্যাস, সেলো, ম্যান্ডোলিন, পিয়ানো, হার্প, স্যাক্সোফোন, ব্যালাফোন, ডুকাটি টাইমিং বেল্ট, হারমনিকা, কাযু, বা অন্য যে কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট টিউন করতে সুবিধা হয়।
ফিচার সমূহঃ
প্রো ফিচার সমূহঃ
প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ১.৬+
স্ক্রীনশটঃ
গুগল প্লে - com.applicaudia.dsp.datuner_donate
ফাইল সাইজঃ ২৬০কিলোবাইট (APK)
আমি বীভৎস আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু বলার নাই।
অনেক ধন্যবাদ ভাই অ্যাপ টা শেয়ার করার জন্য, শুনে শুনে টিউন করাটা আমার কাছে বিরক্তিকর লাগে।