ডেটিং এর আন্ড্রয়েড অ্যাপস Krush

আপনার ডেটিং বন্দবস্ত করবে Krush আন্ড্রয়েড অ্যাপস

বয়স নির্বিশেষে এখনও এ দেশে খুচরো রোম্যান্সের ডেটিংয়ের জন্য কাউকে আহ্বান করা কুণ্ঠার সোয়েটার জড়িয়ে থাকে। তবে ভাবুনতো যদি আপনার হয়ে আপনার মোবাইল ডেটিংয়ের জন্য আপনার সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে দেয় তাহলে কেমন হয়? হ্যাঁ। খুব শিগগিরই এমন ব্যবস্থা আসতে চলেছে আপনার অ্যানড্রয়েড ফোনে। প্রয়োজন শুধু `Krush` নামের মোবাইল অ্যাপলিকেশন ডাইনলোড করা।
unnamed1
তারপর আপনি ও আপনার ডেট-এর মধ্যে দূরত্ব শুধু একটা লাইক-এর। এই অ্যাপলিকেশনের মাধ্যমে আপনি একাধিক পছন্দমত সঙ্গী বা সঙ্গিনীর প্রোফাইল লাইক করতে পারবেন।
unnamedunnamed5unnamed51
অ্যাপটি নিজে থেকেই প্রতিদিন সন্ধ্যে ৭টায় আপনার সম্ভাব্য পছন্দের ৩০ জনের ডেট তালিকা সরবারহ করবে। তার মধ্যে থেকে যাকে পছন্দ লাইক করতে পারবেন তাকে। এমনকি অপছন্দের ডেট বা ডেটিংয়ের আবেদন নাকোচও করতে পারবেন। এবং পুরোটাই করতে পারবেন বেনামে।আপনি যাকে লাইক করছেন তিনিও যদি প্রত্যুত্তরে লাইক ফিরিয়ে দেন, তাহলেই কেল্লাফতে। সরাসরি আবেদন, নিবেদনের ঝক্কি এড়িয়ে অল্প আয়াসেই আপনার মনমত ডেটিং পার্টনার নিশ্চিত। অবশ্যি একদিনের ডেট বহুদিনে গড়াবে কী না সেখানে কিন্তু থাকতে হবে আপনার কেরামতি।
unnamed0unnamed2unnamed3
প্রথম দিনের দায়িত্বটা Krush নিলেও, বাকি দিনগুলোর বন্দোবস্ত কিন্তু আপনার ব্যক্তিগত ক্যারিশমার ওপরই নির্ভর করবে।আপসটি প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে।
আর হ্যাঁ, আপসটি যদি সত্যি আপনার জীবন সঙ্গিনী ঠিক করে দেই , কষ্টও করে না হয় একটা ছোট্ট রিভিউ লিখে দিতে ভুলবেন না।এতে বেচারা ডেভেলপার হইত ভবিষ্যতে আপসটির আর ভালো সংস্করণ আন্তে পারে। আর যদি কোন উল্টাপাল্টা কিছু ঘটে যায় বেচারা ডেভেলপারকে মনে মনে কোন গালি দিয়েন না।উনি কিন্তু আমাদের উপকারের জন্য আপসটি বানিয়েছেন।
আপসটি ডাউনলোড করুন

আজকের মত এটুকুই , আগামীতে আসবো নতুন কোন আপস নিয়ে।
সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন।
আপানার আন্ড্রয়েড সম্পর্কিত যে কোন প্রয়োজনে আমাদেরকে জানান ,আমরা চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে।
ধন্যবাদ।
পোস্তটি প্রথম আমার ড্রয়েডে প্রকাশিত হয়েছে।

Level 2

আমি দীপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

@Tahmid Hasan: এতকষ্ট করে ব্লগ লিখে মাত্র ৫ টাকা! তার চেয়ে ফ্রি লিখাই ভাল।

এইটার রিভিউ দেখলাম। এক মাইয়া লিখছে তারে সাজেশন লিস্ট এ এমন কিছু লোকের নাম দেখাইছে যারা অলরেডি ম্যারিড। আরেক পোলা লিখছে তারে সাজেশন লিস্ট এ দেখাইছে তার এক বন্ধুর মা-কে যার বয়স অলরেডি ৫৫+। এইবার যার যার লাগে ব্যবহার করেন

    Level 2

    @অর্ধশূন্য: আমি তো আগেই বলেছি ভাই ডেভেলপার অনেক ভালো উদ্দেশ্যে বানিয়েছে। কোন কিছু যদি উল্টাপাল্টা কিছু হয় ডেভেলপার বা অন্য কেউ দায়ী নয়।

Level 2

@Tahmid Hasan: ধন্যবাদ তাহমিদ ভাই।আমি চেষ্টা করবো ।

আইডিয়াটা চমৎকার, শুধু অ্যালগরিদমে একটু ত্রুটি আছে এই আরকি