গান শুনতে কে না ভালবাসেন ? আপনাদের জন্য এবার নিয়ে এলাম Poweramp , আমরা যারা স্মার্টফোন ব্যাবহার করি তারা সবাই ভাল মানের মিউজিক প্লেয়ার ব্যবহার করতে চাই। ভাল মিউজিক প্লেয়ার ব্যবহার করতে হলে আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়। অনেকসময় ইচ্ছা থাকলেও মাস্টার কার্ড না থাকার কারনে আমরা অ্যাপ গুলো কিনতে পারি না। কিন্তু আর চিন্তার কোন কারন নেই !!!!! প্লেস্টোরে এটি একটি পেইড অ্যাপ পাওয়ারAMP -এর মূল্য ৩.৯৯ ডলার। তবে চিন্তার কোন কারন নেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পাওয়ারAMP মিউজিক প্লেয়ার ফুল ভার্সন একদম ফ্রীতে ।
তাহলে চলুন দেখে নেই কিভাবে পাওয়ারAMP মিউজিক প্লেয়ার ফুল ভার্সন ইন্সটল করতে হয়
প্রথমে "Poweramp Trail" ভার্সন টি ইন্সটল করুন (Don't open)
এরপর "পাওয়ারAMP Unlocker" ইন্সটল করুন (Don't open)
এবার "Lucky Patcher" ইন্সটল করুন
এবার অ্যাপ লিস্ট-এ গিয়ে "Poweramp Unlocker" অ্যাপ টি ওপেন করুন ।
"Start পাওয়ারAMP" দিয়ে কেটে দিয়ে বেরিয়ে আসুন ।
এবার অ্যাাপ লিস্ট থেকে "Lucky Patcher" টি অপেন করুন । "পাওয়ারAMP" - এর নিচে দেখবেন লিখা আছে "custom patch found" ওইখানে ক্লিক করে ধরে রাখুন । তারপর নিচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে টিউটোরিয়াল অনুসরণ করুন :
"Custom Patch" - অপশনটিতে ক্লিক করুন
ব্যাস হয়ে গেল পাওয়ারAMP মিউজিক প্লেয়ার ফুল ভার্সন ইন্সটল
একটি কথা মনে রাখবেন কখনও এই অ্যাপটি আপডেট করবেন না ।
ধন্যবাদান্তেঃ আমার ড্রয়েড
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074
আসুন যুক্ত হই বাংলাদেশি সোশ্যাল নেটওয়ার্কে আজই Eshoha.com