আসালামুয়ালাইকুম । আসা করি সবাই ভাল আছেন । আমি আপনাদের জন্য আজ নতুন একটি টিউন নিয়ে হাজির হয়েছি । আসা করি সবার ভাল লাগবে ।
বর্তমানে প্রায় সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন । ফোন চালিয়ে যাদের অভ্যাশ তাদের এক মুহুত ফোন ছাড়া ভাল লাগে না । না লাগার ই কথা । আপনি কি মনে করেন আমার সাথে অবশ্যই একমত হবেন । ধরুন আপনার প্রিয় ফোন টি হারিয়ে গেল কেমন লাগবে আপনার অবশ্যই ভাল লাগার কথা না আর সেই অনুভুতি বলে বুজানো যাবে না
যাই আমরা কাজের কথায় আসি । হারানো অ্যান্ড্রয়েড ফোন খুজে পাওয়ার জন্য গুগল তাদের ওয়েব সাইট এ নতুন এক সেবা চালু করেছে । আমি আজ এই বেপারে আপনাদের সাথে আলোচনা করব ।
আপনার ফোন হারিয়ে বা চুরি হওয়ার পর যদি সেই ফোন হতে ইন্টারনেট ব্যবহার করে তাহলে আপনি গুগল এর ওয়েব সাইট ব্যবহার করে গুগল ম্যাপ এর মাধ্যমে তা বের করতে পারবেন বা আপনি চাইলে আপনার ফোন তথ্য সমূহ মুছে দিতে পারবেন ।
এ জন্য আপনার ফোন গুগল অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ইন্সটল থাকতে হবে । অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এর ডাউনলোড লিঙ্ক পোস্ট এর শেষ এ দেওয়া থাকবে নামিয়ে ইন্সটল করবেন
তারপর ফোন এর সেটিং অপশন এ গিয়ে সেকিউরিটি তে গিয়ে ডিভাইস অ্যাডমিনিস্টেট্রর এ তা সিলেক্ট করে দিবেন । না বুজলে নিচের চিত্র অনুসরণ করুন
তার পর গুগল এর প্লে ষ্টোরে (play.google.com) গিয়ে আপনার ফোন যে জিমেইল অ্যাকাউন্ট লগিন করা তা ওয়েব সাইট এ লগিন করুন সেটিং গিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এ যান দেখুন আপনার ফোনের লোকেশন দেখাবে । না বুজলে নিচের চিত্র অনুসরণ
করুন
আপনি যদি রিং চালু এবং ফোন লক বা তথ্য মুছে দিতে চান তাহলে নিচের চিত্র অনুসরণ করুন
আসা করি পারবেন না বুজলে কমেন্ট করবেন । সবাইকে সালাম জানিয়ে এখানেই বিদায় নিছি । আল্লাহ্ হাফেজ ।
আমি শামীম রাশেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে ধন্যবা।ভালই লাগল দেখি চেষ্টা করে।