স্ক্যানার লাগবে না, ডকুমেন্ট স্ক্যান করুন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে

কি ডকুমেন্ট স্ক্যান করতে যাচ্ছেন?

একটু থামুন, এখন ডকুমেন্ট স্ক্যান করতে আর বাইরে যেতে কিংবা স্ক্যানার লাগবে না। নিয়ে আসলাম আপনাদের জন্য ডকুমেন্ট স্ক্যান করার দারুণ একটি অ্যাপ্লিকেশান।
ডকুমেন্ট স্ক্যান করতে ডিভাইস হিসেবে সাধারণত 'স্ক্যানার' ব্যবহার করা হয়। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন দিয়েও এ কাজ করা যাবে। এ জন্য ফোনে থাকতে হবে অ্যাপ 'ক্যামস্ক্যানার' ও ক্যামেরা। মোবাইল ক্যামেরা দিয়ে তোলা ছবি ক্যামস্ক্যানের সাহায্যে স্ক্যান কপিতে রূপান্তরিত হবে।

তোলা ছবির সঙ্গে এভাবে স্ক্যান হওয়া ডকুমেন্টের প্রধান পার্থক্য হচ্ছে এটি স্মার্ট ক্রপিং এবং অটো ইমেজের মান বাড়াবে। স্ক্যান করা ইমেজের টেক্সট ও গ্রাফিক্সের রেজল্যুশনের মানও অনেক বাড়াতে পারবে।
3
মোবাইলে থাকা হাজারো ডকুমেন্ট থেকে 'ওসিআর'-এর মাধ্যমে পিডিএফ ফাইল থেকে সার্চ করা কিওয়ার্ডের ফলাফলও দেখাতে পারবে এটি। ডকুমেন্টের নাম এডিট, ওয়াটার মার্ক যুক্ত করা ও মোবাইল ফোন থেকেই ডকুমেন্ট সম্পর্কে টিকাও যুক্ত করা যাবে। ফাইল লক করে রাখা যাবে পাসওয়ার্ড দিয়ে।

unnamed

ক্যামস্ক্যানারের সাইটে লগ ইন করা থাকলে ফাইলগুলো ক্লাউডেও সংরক্ষিত থাকবে। পরবর্তীকালে এসব ফাইল স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে। ক্লাউড সার্ভিস যেমন Box.com, Google Drive, Dropbox-এও কাজ করবে এটি।

তো চলুন দেখে নেওয়া যাক CamScanner - Intelligent Document Management এর Features গুলো।

১২ মেগাবাইটের বিনা মূল্যের অ্যানড্রয়েড অ্যাপটি ডাউনলোড করা যাবে এখান থেকে।

Review : CamScanner - Intelligent Document Management

আশা করি অ্যাপসটি আপনাদের কাজে লাগবে। আজ এই পর্যন্ত , আগামীতে আসবো নতুন কিছু নিয়ে।
সেই পর্যন্ত ভালো ,থাকুন সুস্থ থাকুন আর আমার ড্রয়েডের সাথে থাকুন।
ধন্যবাদ।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভালোই হয়েছে। আমার কাজে লাগবে

Level 0

অনেক কাজের পোস্ট কাজে লাগবে । http://www.techsomoy.com ব্লগে লেখার আমন্ত্রন রইল।

অনেক আগে থেকেই ব্যবহার করছি।অফিসের কাজে প্রতিনিয়ত ব্যবহার করছি,সেই রকম জিনিস।

দারুন একখান জিনিস।

ami je site er link diyechen ..otate dhokse na….

ভাইরাস আ্ছে অই সাইটে। এভাস্ট আটকায়া দিচ্ছে। কেউ যাইয়েন না।

    Level 0

    @mumin.rakib: হাহা …

    ৩০০ + ডাউনলোড হইলো এপস টা। ভূতে করছে ডাউনলোড করছে তাইলে :v

    @mumin.rakib: lol 😀

ভাই চরম একটা জিনিস দিসেন Thank you so much 🙂

অনেক ধন্যবাদ ভাই