সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।অনেকের কাছে হয়ত শিরোনামটি দেখে একটু কেমন জানি লাগলে,যে এত হাজার টাকার ক্যমেরা কিভাবে মোবাইল দিয়ে বানিয়ে ফেলবে।আসলে প্রযুক্তি মানুষকে অনেকে উপরে নিয়ে গেছে যে মানুষ শুধু আবিস্কারই করে যাচ্ছে।আচ্ছা যাই হোক আমার টিউন সম্পর্কে আসি।সবার শুরুতেই বলে নিচ্ছি মোবাইলটি হতে হবে কিন্তু এন্ড্রয়েড।আমরা সবাই জানি এন্ড্রয়েড এপস মার্কেট এত উন্নত হয়েছে যে আমাদের দরকারি যে কোনো বিষয় নিয়ে এন্ড্রয়েড মার্কেটে সার্চ দিলেই এপস পেয়ে যাই হোক তা ফ্রি অথবা পেইড।সে রকম একটি এপস এর সন্ধান আমি পেলাম যেটা দিয়ে অন্তত ঘিয়ের স্বাধ দুধে মিঠানো যাবে।এপস টির যত গুলো ফিচার এবং বিস্তাতারিত পড়েছে মনে হচ্ছে ঐ এপস দিয়ে আমার মোবাইলটিকে ডি এস এল আর ক্যমেরাই বানিয়ে ফেলেছি।যাই হোক যারা এন্ড্রয়েড ইউজার তারা এই সুজুগটা পাবেন একটু টেস্ট করে দেখার।আর কথা হচ্ছে এপসটি পেইড এপস টাকা দিয়ে কিনতে হয় তবে ভয় পাবেন আমি কিন্তু পেইড এপসটিই ফ্রিতে নিয়ে এলাম আপনাদের জন্য।এপসটির সাইজ ও খুব কম।
এপসটি চালাতে হলে এন্ড্রয়েড ভার্সন 4.0 এবং তার উপরে থাকতে হবে।
এপসটির সাইজ 450 KB
গুগল প্রাইস $2.97 কিন্তু আপনারা ফ্রিতেই নিতে পারবেন।
আপনাদের সুবিধার জন্য আমি গুগল প্লে লিংক দিলাম বিস্তারিত দেখতে পারেন।
আর পুরা এপসটির কার্যক্রম সংক্ষেপে বুঝার জন্য এখানে যেতে পারেন
এই রকম অনেক দারুন Paid Apps Free পেতে যেতে পারেন এখানে
আমি techcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
wow……really it works ?
Thx…bro……for shear……………….