হোয়াট’স অ্যাপ (What’s App)!কি ? আর কেনইবা একে নিয়ে মাতামাতি ? আসুন একটু দেখি

আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে জনপ্রিয় ও চমৎকার মেসেঞ্জার- হোয়াট’স
অ্যাপ (What’s App)! সম্পর্কে কিছু কথা ।

সময় পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির উন্নতি হচ্ছে,
সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের প্রযুক্তিগত
চাহিদারও। ম্যাসেঞ্জারের
(Messenger) ক্ষেত্রে ইয়াহু (Yahoo) ছিল প্রথম ও
সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বর্তমানে এমনই
আরো অনেক অ্যাপ তৈরী হচ্ছে। সেগুলোর মধ্যে ঠিক
তেমনই একটি জনপ্রিয় ও আধুনিক একটি অ্যাপ হোয়াট’স
অ্যাপ (What’s App) ।

হোয়াট’স অ্যাপ (What’s
App) ব্যবহার করে যা যা করা যাবে:-
১. ফ্রি’তে ছবি (Images) , ভিডিও (Video) ও
ভয়েস (Voice) ম্যাসেজ সেন্ড করা যায়,

২. ফোনে থাকা ফোনবুকের নাম্বারধারীদের বন্ধু
হিসেবে যোগ করার সুবিধা।

৩. ফোনের মেসেজের মতোই হোয়াট’স অ্যাপ (What’s
App) কাজ করে অর্থাৎ সহজেই ফোনবুক
থেকে নাম্বারে মেসেজ পাঠানো যায়।

৪. লগ-ইন (Log-In) ও লগ-অফ (Log-Off) করার কোন
ঝামেলা নেই এতে, পুশ নোটিফিকেশনের (Push
Notification) মাধ্যমে সহজেই অ্যাপটি’র
ব্যবহারকারী’কে জানান দেয়

এছাড়াও রয়েছে অ্যাপটির (App) আরো অনেক ফিচার।
বর্তমানে বাংলাদেশে (Bangladesh) বাংলালিংক (Banglalink) ফোন
অপারেটরের গ্রাহকরা ফ্রি’তে এর ব্যবহার করতে পারছে।

সময় হলে আমার ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন । আমার ব্লগ
ফেইসবুক এ আমি
আমাদের ফেইসবুক ফ্যানপেজ টি লাইক করুন আপডেট থাকুন ।

Download Now

Level 0

আমি রাসেল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতো পুরা Viber এর মত।
এই জিনিসটা কি বুঝতেসিলাম না।ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও ধন্যবাদ বিলাই

ফ্রি নয়। এগুলো কিন্তু ইন্টারনেট ডাটা ব্যবহার করে। আপনি যতক্ষন কোন ইন্টারনেট কানেক্শন এর সাথে যুক্ত হচ্ছেন ততক্ষন এটি কোন কাজই করবে না।

Level New

sotti vai eta chat korar jonno darun 1ta software ami 2year jabot use kortesi

Whats Up সবাই ফ্রি’তে ব্যবহার করতে পারে প্রথম বছর। দ্বিতীয় বছর থেকে ১ ডলার লাগে। অনেকে দ্বিতীয় বছরও ফ্রি পায়। যেমন, আমি।
আর বাংলালিংক ফ্রি দেয় না। হোয়াটস এপ যে ইন্টারনেট ডাটা ব্যবহার করে, তা বাংলালিংক আনলিমিটেড ডাটা দেয় ৬ টাকায়।

Level 0

amar blink a free hoi nai keno?