আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
কিভাবে Mp3 গজলে/ গানে নিজের পছন্দের ছবি লাগাতে হয়, এই নিয়ে আপনি কিছুদিন আগে ১টি টিউন করেছিলাম, কিন্তু তা হল পিসি ব্যাবহারীর জন্য, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার Android মোবাইলে কিভাবে পছন্দের Song এর মধ্যে নিজের ছবি লাগাতে হয় তার নিয়ম, তাহলে আসুন নিয়মটা শিখে নিয়।
প্রথমে এখান থেকে i tag Editor অ্যাপস টি ডাউনলোড করে চালু করুন নিচের মত করে ।
এবার Song/ Album বাটনে ক্লিক করে, যে গানে আপনার ছবি দিতে চান তা সিলেক্ট করুন এখানে আমি FusionBD .Com থেকে ডাউনলোড করা একটি Mp3 Song ওপেন করলাম, এখান আমরা FusionBD .Com এর ছবিটা রিমুভ/পরিবর্তন করব, তা করতে হলে, Celvor Cover বাটনে ক্লিক করুন।
তাহলে নিচের মত ফাঁকা হয়ে যাবে।
এবার আমরা খালি জায়গায় আমাদের ছবি বসিয়ে দিব, তা করতে হলে Pic picture বাটনে ক্লিক করুন। এবার Gallery থেকে আপনার পছন্দের ছবি সিলেক্ট করুন।
এবার ইচ্ছামত Edit করে সবশেষ Save দিতে ভুলবেন না।
একই নিয়মে করা Mp3 গানে আমার ছবি।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
এখান থেকে কারো এপ্স ডাউনলোড করতে প্রবলেম হলে এই bestwapbd.com/site_android_mp3_tag_editore_apps.xhtml লিংক থেকে খু…বিই সহজেই ডাউনলোড করে নিতে পারেন ।