আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা সবাই YouTube এর ভিডিও ডাউনলোড করার বিভিন্ন টিপস পেয়েছি এবং কি এখন YouTube নামাতে সবার কাছে পানির মত সহজ! আজ আমি আপনাদের মাঝে এমন ১টি Apps শেয়ার করব যা দিয়ে আপনি Facebook/ YouTube এর ভিডিও ডাউনোড করতে পারবেন অনেক সহজ ভাবে। তাহলে আর দেরি কেন এখান থেকে অথবা এখান থেকে Apps টি ডাউনলোড করুন।
তারপর অন্যান্য Apps এর ন্যায় ইন্সটল করুন।
এবার আপনি ফেইসবুকে প্রবেশে করুন তারপর যে ভিডি ডাউনলোড করতে চান তার URL কপি করে, নিচের বক্স এ Paste করুন।
এবার Download বাটনে ক্লিক করুন, তাহলে ভিডিও টা ডাউনলোড হবে, আপনার নোটিফিকেশন বারে দেখতে পাবেন, নিচের মত করে।
এভাবে আপনি নিজেই YouTube এর ভিডিও ডাউনলোড করতে পারবেন সহজ ভাবে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
হোছাইন আহম্মদ ভাই,গত ৩১/১২/১৩ তারিখে আপনার একটা টিউন দেখলাম Youtube এর ভিডিও ডাউনলোড করুন Android এর Apps দিয়ে । আমার একটা ছোট অনুরোধ ঐ অ্যাপসটার ডাঊনলোড লিংক নতুন করে দেওয়ার জন্য।ঐ apps টি আমার খুবই দরকার। যদি সম্ভব হয় আমার মেইলে মেইল করার জন্য। আমার ই-মেইল [email protected] ধন্যবাদ ভাল থাকবেন।