Android মজা [পর্ব-২৮] :: কম্পিউটার এর মত ব্যবহার করুন আপনার Android মোবাইল

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি Start মেনু Apps, আমরা সাধারন কোন প্রোগ্রামে ঢুকতে/কাজ করতে হলে প্রথমে Start মেনুতে ক্লিক করে প্রোগ্রামে ক্লিক করতে হয়। ঠিক তেমনি আপনি এবার আপনার Android মোবাইল ফোন এ পিসির মত Start মেনু যোগ করতে পারবেন।

প্রথমে এখান থেকে আপনার Android ফোন এর জন্য এই Apps টি ডাউনলোড করে নিন। তারপর ইন্সটল করুন।

তাহলে আপনি নিচে একটি আইকন দেখতে পাবেন এবার এই আইককে ক্লিক করলে আপনার ইন্সটল করা Apps গুলো দেখতে পাবেন এবার যে Apps এর কাজ করবেন  সে Apps এর উপর ক্লিক করুন।

আমার থেকে অনেক ভাল লেগেছে আশা করি আপনার ও অনেক ভাল লাগবে। আর ইচ্ছা করলে আপনি আপনার Android মোবাইলে windows 7 এর রুপ দিতে পারবেন নিচের স্ক্রিন শট  এর মত করে।

উপরের লিংক থেকে দুটি Apps ডাউনলোড করে নিন আর আপনার Android এর ফোনকে Windows এর ছোঁয়া দিন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আনেক ধন্যবাদ, ভাল লাগল, এটা ত win7 যদি win 8 এর কোন software থাকে তাহলে দয়াকরে download link টা দিয়েন।

    @Roni: ধন্যবাদ আর win 8 ছাড়া ও win xp এর ও Apps আছে আপনার ইমেইল এড্রেস দিন ৪/৫ দিন পরে লিঙ্ক পাঠিয়ে দিব @ ধন্যবাদ

      @হোছাইন আহম্মদ: হোছাইন আহম্মদ ভাই আপনি যদি আমাকেও Win8, XP এর লিংক দিতেন তবে আমার অনেক উপকার হত। Email: [email protected]

      @হোছাইন আহম্মদ: ভাই সেভেন এর লিংক কাজ করে না।

Level 0

hossain bhi apnaka anoke tnx mojar mojar app r soft share korar jonno bhi teletalk dia android phone free net use korar kono tips thakla dan plz