ক্যামন আছো সবাই? Hope, সবাই ভালোই আছো ।
এন্ড্রোয়েড নিয়ে গুতাগুতি করা আমার একপ্রকার শখই বলা যায় । অনেক গবেষণা করার পর আজকে একটা পোস্ট করবো ! আশা করি সবাই উপকৃত হবেন ।
এন্ড্রোয়েড এর সবকিছুই ভালো কিন্তু একটা জিনিস সব ইউজার দের জন্য কষ্টের কারণ আর সেটা হলো ব্যাটারি ব্যাকআপ ।
কিন্তু আজকে যেই তিনটা এপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই তিনটা এপ ব্যবহারে আই থিংক আপনারা আগের চেয়ে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন !
পোস্ট টি শুরু করার আগে বলে রাখি যে এই তিনটির কোনটিরই জন্য রুট এর কোন ক্যারিক্যাচাল নাই ! 🙂
Then Lets Start...
1) Juice Defender Ultimate
এই এপটার কথা আমি আর কি বলবো ! এটার প্রাইস (6.86$) দেখেই বুঝতে পারবেন যে এটা হেমন তেমন এপ না !
এই এপটার সম্বন্ধে যেই কথা টা আগে বলবো সেইটা হইলো এর Intelligent ব্যাটারি সেভিং !
যেমন ধরুন আপনার অনেক এপ স্লিপ মুডেও কাজ করে যাতে আপনার ব্যাটারি প্রচুর ড্রেইন হয় । এই এপ স্লিপ মুড এ চলে গেলে আপনার সব এপ অকার্যকর হয়ে যায় ! ফলে প্রচুর ব্যাটারি সেইভ হয় ।
Size: 1.5 MB
Version: 3.9.0
Requrements: 2.3 or UP
Screenshot:
Download Link:
http://www.mediafire.com/?o7wgb6okt8nsg60
Installation Process:
~ Download the file, Unzip it !
~ First install Juice Defender.apk
~ Later install Juice Defender Ultimate.apk
2) GreenPower Premium
আমার মতে টপ থ্রি'র মধ্যে ২য় স্থান পাওয়া টা এই এপ টার প্রাপ্য !
এই এপটা যখন প্রথম ইউস করি তখন ভেবেছিলাম যে এইটা মানুষ না অন্য কিছুর দ্বারা তৈরি ! এপটা এতোই কার্যকরি যে শুধু গুগল প্লে স্টোর থেকেই ৪$ এ এপটি ৩৬০০০ বার কেনা হয়েছে !
এই এপ টা অনেকের পরিচিত না হলেও অনেক এন্ড্রোয়েড ব্লগ এ এই এপটির ব্যাপক কদর !
Size: 2.36 MB
Version: 9.10.4 Premium
Requirements: 2.3 or UP
Screenshot:
Download Link:
http://www.mediafire.com/?bp9bdq33q21zcdc
3) Battery Doctor
তৃতীয় স্থানে আমি Battery Doctor রেকোমেন্ড করবো ।
ব্যাটারি ডক্টর এর সবচেয়ে ভালো দিক হলো যে এটা অনেক ভালোভাবে ড্রেইন এপ গুলি কে ফ্রিজ করতে পারে ! সাথে সাথে রুট ইউজার পাচ্ছেন CPU Management; যার মাধ্যমে আপনার প্রসেসর এর Core গুলি স্লিপ মুড এ কাজ করবে না ফলে ব্যাটারি ব্যাকআপ ও অনেক ভালো পাবেন ।
Size: 3.2 MB
Version: 4.6.2
Requirements: 2.3 or UP
Screenshot:
Download Link:
http://www.mediafire.com/?730z5qqfbmr0301
## পুরো পোস্ট টি আমার নিজের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে লিখা ! অন্য যে কোন ইউজার এর এর সাথে একমত নাও হইতে পারেন !
কারো কোন বিষয়ে হেল্প লাগলে নিঃসঙ্কোচে ফেবুতে মেসেজ দিতে পারেন । ফেসবুকে আমি http://www.facebook.com/itzsourabh
আমি Sam Sourabh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এর যেকোনো ১টি অ্যাপ ব্যবহার করলেই তো হবে নাকি তিনটা অ্যাপস ই একসাথে ব্যবহার করতে হবে? আর আপনি প্রেফার করেন কোনটি? ধন্যবাদ পোস্ট এর জন্য।