অ্যান্ড্রয়েড অ্যাপঃ আপনার দৈনন্দিন খরচের হিসাব রাখুন Expense Manager এর সাহায্যে

ব্যাক্তিগত প্রয়োজনীয়তা ও আগ্রহ থেকে এই অ্যাপটি আমি ডেভেলপ করি। এখন আপনাদের সাড়া পেলে এটি Play Store-এ আপলোড করবো। ওকে, বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। অ্যাপটির প্রধান ফিচার Inventory Management. এমন কোন মানুষ নেই যার নিত্যদিনের খরচের হিসাব না রাখতে হয়। সেই কাজটি যদি আপনি খাতা কলমের পরিবর্তে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করতে পারেন, তো কেমন হয়? নিশ্চয় এতক্ষনে বুঝে গেছেন আমি কি বোঝাতে চাইছি? হ্যাঁ, এটি আপনার নিত্যদিনের হিসাবের সঙ্গী হিসেবে কাজ করবে।

এক নজরে ফিচারসমুহঃ
১। প্রতিটি খরচের Item Name, Cost ও Additional Info (যদি থাকে) সময় ও তারিখ অনুযায়ী সেভ করে রাখার ব্যাবস্থা
২। দিনের, মাসের ও বছরের খরচের Summary দেখানো
৩। কোন মাসের সার্বিক হিসাব Notepad file হিসেবে SD Card-এ Export করে রাখার ব্যাবস্থা
৪। মূল ডাটাবেস SD Card-এ Export করে রাখার ব্যাবস্থা (সেট ফরম্যাট দিলে অথবা কোন কারনে অ্যাপ রিমুভ করলে পরবর্তীতে আবার এই ডাটা আপনি Import করে নিতে পারবেন, ডাটা হারানোর ভয় নেই)
৫। লোন গ্রহন অথবা প্রদানের তথ্য Person Name ও Amount সময় ও তারিখ অনুযায়ী সেভ করে রাখার ব্যাবস্থা

দেখে নিন কিছু Screenshot

আপনার হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যে ভার্সনের ই হোক না কেন এবং আপনার সেটের কনফিগারেশন যা ই হোক না কেন এটি আপনার সেটে স্মুথলি রান করবে।  অ্যাপটির সাইজ অনেক কম কিন্তু খুব কাজের। আশা করি সবার কাজে লাগবে। আপনাদের সকলের রিভিউএর আশায় রইলাম। গঠনমূলক সমালোচনা করে আমাকে সাহায্য করবেন আশা করি, ধন্যবাদ সবাইকে।

--------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------

ডাউনলোড লিঙ্ক

--------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------

Level 0

আমি Code Lab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student of Patuakhali Science & Technology University in Computer Science & Engineering.......& New here....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর @ দোয়া করি আপনার জন্য আরো ভাল ভাল Apps তৈরি করতে পারেন @ ধন্যবাদ

ভাই আমি symphony w35 ব্যবহার করি….. root শব্দটি অনেক শুনেছি এবঙ যা বুঞলাম তাতে ভালোই মনে হলো কিন্তু আমি রুট করবো কেমন ভাবে? করলে কি সুবিধা পাব? এটা বললে খুব উকৃত হতাম………………

virus found…

Level 0

vai valo jinis dilen airokom kiso khojsilam.