Android মজা [পর্ব-২৬]:: আপনার Android মোবাইলে খেলুন একটি মজার গেম

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

মোবাইলে গেম খেলা তেমন আমার পছন্দ না, আর আমি তেমন গেম খেলি না এবং ভাল লাগে না কিন্তু যখন এই গেমটি পেলাম অনেক ভাল লাগল,  গেমের আওয়াজ, ভিডিও কোয়ালিটি অনেক ভাল লেগেছে।  তাই সকলের মাঝে শেয়ার করলাম, টেকটিউন্সে এই গেম নিয়ে কয়েকটা টিউন হয়েছে কিন্তু Games গুলো আমার তেমন ভাল লাগে নাই, এবং কি খেলার সিস্টেম ও খুঁজে পাই নাই, বিরক্ত হয়ে আর খেলেনি,  পরে আমার এক বন্ধু থেকে এই Apps নিয় এবং আমার মোবাইলে ইন্সটল করি, আশা করি আপনাদের গেমটা ভাল লাগবে।

তাহলে আর দেরি কেন এখান থেকে ডাউনলোড করে নিন, আর সময় পাইলে এই গেমটা একবার খেলে দেখুন।

নিচে আমার খেলার কয়েকটি স্ক্রিন শট দিলাম,

১। প্রথেম গেমস টি চালু করুন,

তারপর কয়েন নিতে COIN বাটনে ক্লিক করুন আর চালু করতে STAR বাটনে ক্লিক করুন তাহলে গেমটি চালুন হবে।

এখন খেলতে হলে A,Y,X,B বাটন গুলো দিয়ে খেলতে হবে B দিয়ে শক্রু কে মারার কাজে ব্যবহার করুন আর x দিয়ে লাফালাফি জন্য ব্যবহার হয় আর সবচেয়ে লাল লম্বা বাটন দিয়ে সামনে পিছন/ দোড়ের কাজে ব্যবহার হয়।

বিঃদ্রঃ অতিরিক্ত গেমস খেলা থেকে বিরত থাকবেন আর মাঝে মাঝে সময় পেলে একটু খেলবেন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

link kaj korcha na vaia. link ta thik koren plz