Android Assistant অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট-যে অ্যাপ না থাকলেই নয়!

 

 

 

 

 

 

 

 

এটি টেকটিউনস এ আমার প্রথম টিউন। আশাকরি আপনাদের ভালো লাগবে।

আজ আপনাদের পরিচয় করিয়ে দিব একটি অনেক কার্যকরী  আন্ড্রইড অ্যাপ এর সাথে। অ্যাপ টির নাম ‘Android Assistant’ (আন্ড্রইড অ্যাসিস্ট্যান্ট)। এটি এখনকার সিম্ফনি আন্ড্রইড মোবাইল গুলো তে সাধারনত প্রি-ইন্সটল করা থাকে। ওয়াল্টন এর ও কিছু কিছু মডেল এ প্রি-ইন্সটল করা থাকে। তাও আমি অ্যাপ টি শেয়ার করছি তাদের জন্য যারা অ্যাপ টি এখনো পাননি। কারন এটি খুবি উপকারি একটি অ্যাপ। নিচে অ্যাপ টির বিশেষ কিছু উপকারিতা দেওয়া হল –

  • এই অ্যাপ এ একটি অপশন আছে যার নাম ‘Quick Boost’ (কুইক বুস্ট) এই অপশন এ ক্লিক করলে আপনার আন্ড্রইড টি নিজে নিজেই তার অনেক পরিমানে র‍্যাম ক্লিয়ার করে ফেলবে। এছাড়াও ‘Tools’ অপশন এ গিয়ে ‘Cache Cleaner’ এ ক্লিক করে ‘ক্যাচ’ ক্লিন করতে পারবেন।
  • এটির সাহায্যে আপনার মোবাইল এ কত পরিমান র‍্যাম ফ্রী আছে, ব্যাটারি ইনফো, কত পরিমান ইন্টারনাল স্টরেজ (Internal Storage) ফ্রী আছে, আপনার এস.ডি কার্ড (SD Card) এ কত এম.বি ইউস হল এবং কত ফ্রী আছে তাও চেক করতে পারবেন।
  • আপনার মোবাইল এর ভলিউম কন্ট্রোল করতে পারবেন যেমন – রিঙ্গার ভলিউম(Ringer Volume), নোটিফিকেশান ভলিউম(Notification Volume), মিডিয়া ভলিউম(Media Volume), অ্যালার্ম ভলিউম(Alarm Volume), ভয়েস কল ভলিউম(System Volume)।
  • বিভিন্ন প্রকার রিঙ্গার মোড সেট করতে পারবেন যেমন- সাইলেন্ট মোড (Silent Mode), ভাইব্রেশন মোড(Vibration Mode), সাউন্ড মোড(Sound Mode) ইত্যাদি।
  • আপনার এস.ডি কার্ড দেখতে পারবেন এবং জিপ ফাইল আন-জিপ করতে পারবেন সহজেই।
  • ব্যাটারি ইউস দেখতে পারবেন অর্থাৎ কোন অ্যাপ আপনার কত ‘%’ ব্যাটারি নষ্ট করল সেটা  দেখতে পারবেন এবং তা কিল করতে পারবেন।
  • ইন্টারনাল স্টোরেজের অ্যাপ এস.ডি কার্ড এ নিয়ে যেতে পারবেন ‘App to SD’  নির্বাচিত করে।
  • আপনার মোবাইল এর প্রয়োজনীয় অ্যাপ ব্যাকআপ করে রাখতে পারবেন এবং তা পরে আবার রিস্টর করতে পারবেন।

উপরে দেয়া পয়েন্ট গুলো আন্ড্রইড অ্যাসিস্ট্যান্ট অ্যাপ টি ইউস করার  উপকারিতা। তো আপনারা বুঝতেই পারছেন যে অ্যাপ টি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

Google Play Store Download Link :-  https://play.google.com/store/apps/details?id=com.advancedprocessmanager

আশাকরি অ্যাপ টি আপনাদেরকে অনেক সাহায্য করবে। ধন্যবাদ। 😀

Level 0

আমি Hasan Boyz (হাসান বয়েজ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valo jinis …. But amar kache ache.

ফেসবুক বা টেকটিউনের মত সাইট তৈরি করতে যোগাযোগ করুন ০১৭৭৯৯৭৬৮৮৯ সল্প মূল্যএ ।