আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমি ফটোশপে যাদুর মধ্যে আমার কয়েকটি টিউন আছে, কিভাবে ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ দূর করতে হয় তার নিয়ম, আজ আর ফটোশপ যাদু নয় আজ আমি নিয়ে আসলাম Android এর সুন্দর একটি Apps যা দিয়ে আপনি আপনার ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ নিমেষে দূর করতে পারবেন নিচের পদ্ধতি গুলো অনুসরণ করে।
প্রথমে এখান থেকে TouchRetouch এপস টি ডাউনলোড করে নিন, তারপর অন্যন্যা Apps এর ন্যায় ইন্সটল করুন। তারপর চালু করুন ।
এবার Open Photos from Gallery বাটনে ক্লিক করে একটি ছবি নিন অথবা Take photo by Camera ক্লিক করে একটি নতুন ছবি তুলুন।
আমি আমার একটি ছবি নিলাম, খেয়াল করুন আমার পিছনে কিন্তু একটি ছবি আমি চাচ্ছি ছবি থাকবে না।
এ জন্য আমাদের প্রথমে নিচের টুলবার থেকে Paint Brush টুল সিলেক্ট করে, ছবি থেকে যে অনাকাঙ্খিত অংশ দূর করতে চান তা সিলেক্ট করে Start বাটনে ক্লিক করুন।
তাহলে ছবি থেকে অনাকাঙ্খিত অংশ দূর হয়ে যাবে। দেখুন আমার পিছনে একটি ছবি ছিল এখন আর নেই।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
দারুন।
ধন্যবাদ হোসাইন ভাই