আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমাদের প্রায় সময়ই সিম কার্ড নষ্ট বা হারিয়ে যায় ৷ আর এতে করে হারিয়ে যায়
আমাদের অনেক পছন্দ আর প্রিয়জনের দেওয়া দরকারি ও অনেক মেসেজগুলো ৷ শুধু তাই নয় সেই সাথে চলে যায় শত শত দরকারি নম্বর ৷ তখন নিশ্চয়ই মাথার চুল
ছিরে ফেলতে ইচ্ছে করে ৷ কিন্তু আফসোস ছাড়া কিছুই করার থাকে না৷ এ সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের জন্যে নিয়ে আসলাম দারুন ১টি Apps নিয়ে। নাম তার SMS Backup + নামে যেমন কাজে তেমন। তার আর কোন চিন্তা নেই এবার আপনি ফিরে পাবেন আপনার হারিয়ে যাওয়া SMS+ Call Log Gmail একাউন্ট দিয়ে কম্পিউটার এর মাধ্যমে, প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে ইন্সটল করুন।
তারপর নিচে মত কাজ করুন,
এবার Backup বাটনে ক্লিক করুন, তারপর আপনার জিমেইল একাউন্ট লগইন থাকলে সিলেক্ট করুন আর না থাকলে একটি আইডি তৈরি করে লগইন করুন।
তারপর নিচের মত Backup বাটনে ক্লিক করলে আপনার জিমেইল একাউন্টে এ ব্যাকআপ হওয়া শুরু হবে।
আপনার SMS অনুযায়ী একটু সময় নিবে।
Backup শেষ হয়ে গেল আপনাকে একটু সাকসেস মেসেজ দিবে। এবার আপনি আপনার Gmail একাউন্ট এ নিচের মত দুটি লেবেল দেখতে পাবেন । এখানে আপনি আপনার এস.এম.এস/এম.এম.এস, কল লগ দেখতে পারবেন। পরে আপনার কোন সমস্যা হলে রিয়েষ্টার করতে পারবেন।
২। SMS Lock: আর আপনার SMS করে রাখতে হলে এখান থেকে SMS Lock Apps টি ডাউনলোড করে নিন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
thnx for tune
Google Adsense Account Karo Proyojon Hole Contact Korte Paren 2 Hour e Kore Dibo :01737549011