আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা অনেকে Google Play Store অথবা অন্য সাইট থেকে মোবাইলে Apps ইন্সটল করি কিন্তু Apps গুলোর Backup ফাইল দ্বারা দেয় না, সরাসরি মোবাইলে ইন্সটল হয়ে যায়। ইচ্ছা করলে অন্য বন্ধুকে Apps গুলো দিতে পারি না, আজ আমি আপনাদের এমন একটি Apps দিব যা দিয়ে আপনি আপনার সেটের স্পীড এবং ইন্সটল Apps গুলোড অতি সহজে Backup এবং শেয়ার করতে পারবেন নিচের পদ্ধতি গুলো অনুসরন করে।
এর জন্য আপনাকে এখান থেকে AndroidAssistant Apps টি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করুন।
তারপর Tools মেনুতে ক্লিক করে নিচের App Backup এ ক্লিক করুন ।
এবার আপনি যে Apps কে Backup রাখতে চান তা সিলেক্ট করে Backup Selected ক্লিক করুন।
তাহলে আপনার Apps গুলো আপনার মেমোরী/ফোন মেমোরীতে Backup ফাইল হিসাবে চলে যাবে, এবার আপনি আপনার বন্ধুকে Apps দিতে পারবেন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
হোছাইন আহম্মদ: ভাইয়া, ভালো আছেন নিশ্চয়। আপনার টিউন আমার খুব ভালো লাগে। দারুণ!
আমাকে একটু হেল্প করেন। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি লেভেলের বইগুলো পিডিএফ আকারে পেতে চাচ্ছিলাম। ইন্টারনেটে অনেক খুজেও পেলাম না। জানা থাকলে আমাকে লিংক শেয়ার করেন প্লীজ