সকল কে আমার প্রথম টিউন এ স্বাগতম। প্রথম টিউন, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি অতি রঞ্জিত কথা বলতে পছন্দ করি না। তাই আসল কথায় আসি।
আজ আমি লিখব কিভাবে আপনি নিজেই এন্ড্রয়েড এপস তৈরি করবেন । হয়ত অনেকে এ ধরণের পোস্ট এর আগে লিখে থাকতে পারে। তাই যারা এর আগে এ ধরণের পোস্ট পড়েননি তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আমরা বর্তমানে অনেকেই এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি। এন্ড্রয়েড এর জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হল এর এপস। আমরা প্রায়ই Google Play বা অন্যান্য Web Site থেকে এসকল এপস Download করে ব্যবহার করি। কিন্তু আপনি চাইলে নিজেই এ ধরণের এপস তৈরি করতে পারেন। অবশ্য এর জন্য আপনাকে ব্যয় করতে হবে আপনার কিছু সময় ও মেধার । কারণ কষ্ট না করলে কেষ্ট যেমন মিলেনা আবার নতুন কিছু শিক্ষাও যায় না।
যাই হোক আমি সব সময় নতুন কিছু শিক্ষার চেষ্টা করি । এবার আমার ইচ্ছে হল কিভাবে এন্ড্রয়েড এপস তৈরি করতে হয় তা জানতে (আমি কোন প্রোগ্রামার বা ICT Specalist নই)। তাই শুরু করে দিলাম খোঁজা খুজি। আর ইন্টারনেট এমন এক জিনিস যা কখনই আমাদের হতাশ করে না। তাই পেয়ে গেলাম কিছু ভালো Web site যেখান থেকে আমি আমার ইচ্ছে পূরণ করতে সক্ষম হই।
আজ আমি আপনাদের সাথে সেই Web Site টি Share করব। এখান থেকে আপনি কিভাবে এন্ড্রয়েড এপস তৈরি করতে হয় তার আপাদমস্তক জানতে পারবেন। তবে এর জন্য আপনাকে ইংরেজী পড়ার দক্ষতা থাকতে হবে। ইংরেজী পড়তে না পরলে অপেক্ষা করুন। পরবর্তীতে আমি এপস তৈরির ধাপগুলো বাংলায় বর্ণনা করব।
তো যাই হোক এবার ঘুরে আসুন সেই প্রত্যাশিত Web Site "http://developer.android.com" থেকে। আর তৈরি করুন এন্ড্রয়েড এপস।
কেউ যদি আমার এই পোস্টে বিরক্ত হন তবে আমি ক্ষমা প্রার্থী।
আমি Md. Ariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের চলার পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞানগুলোকে নিজের মধ্যে সঞ্চিত্ত করে সকলে উপকারে ছড়িয়ে দিতে চাই। নিজের সম্পর্কে বলতে চাই আমিও আপনার মত সাধারণ একজন, আসুন একসাথে পথ চলি।
যেহেতু আপনের কাজ টি প্রশংসাণীয়, সেহেতু বিরক্ত হওয়ার কোন কারন দেখতেছি না ভাই।