আসসালামু আলাইকুম , শুভ নববর্ষ। আমরা জানি দেশী মরিচের চেয়ে ছোট গোল মরিচের ঝাঁজ একটু বেশীই।
তাই আজকে নিয়ে এলাম গোল মরিচের সঙ্কর জাতীয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান (পকেট)।
ছোট্ট এই অ্যাপ্লিকেশানটি কোন অংশে ছোট নয়।
ডেভেলপারদের পছন্দের এই অ্যাপস যেকোনো ওয়েব পেজ,url, youtube video page অফলাইন মুডে ব্যাকআপ করা যাবে এই অ্যাপস দ্বারা।
ব্যাবহার বিধিঃ
যেই ওয়েব পেজ বা url বা youtube video page এ গিয়ে share বাটনে ক্লিক করুন তারপর add to pocket
ক্লিক করুন ব্যাস আপনার কাজ শেষ। এবার (পকেট)অ্যাপ্লিকেশানে গিয়ে দেখুন আপনার ওয়েব পেজ বা url বা youtube video page টি অফলাইন মুডে ব্যাকআপ হয়ে গেছে।
পাগলা খাবি কি ঝাঁজে মরে যাবি। [পর্বঃ ০২] নিয়ে শীঘ্রই ফিরে আসব ইনশাল্লাহ।
পাগলা খাবি কি ঝাঁজে মরে যাবি। [পর্বঃ ০২] তে থাকবে বম্বে মরিচের সঙ্কর জাতীয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান (মিউজিক প্লেয়ার নিয়ে)
টিউন টি পড়ার জন্য অনেক ধন্যবাদ
এক ক্লিক ডাউনলোড লিঙ্ক
টেক মাস্টার
এইচ এস সি , এস এস সি, পি এস সি সাজেশন নিনঃ টেক মাস্টার
আমি নূরে করিম শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামু আলাইকুম। আমি নূর করিম শুভ। আমি একজন ছাত্র। আমার প্রধান শখ ওয়েব ডিজাইন।এছারা অবসর কাটাই বই ও টেক টিউনস পড়ে।