Android মজা [পর্ব-১৬]:: Apps শেয়ার করার জন্য নিয়ে নিন চমৎকার ২টি অ্যাপ!

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Bluetooth App Sender এবং Super Beam New এই দুটি অ্যান্ড্রয়েডভিত্তিক অ্যাপ । এই দুটি অ্যাপ ব্যবহার করে আপনি  সহজেই যেকোন ফাইল ওয়াইফাই সংযোগের ছাড়া  সবচেয়ে দ্রুত গতিতে এক ফোন থেকে আরেক ফোনে Apps  ট্রান্সফার করতে পারবেন  ।

এই দুটি আমি নিজেই ব্যাবহার করেছি এবং এখনো করি।

১। Bluetooth App Sender যার কাছে আপনি Apps শেয়ার করবেন তার কাছেও Bluetooth App Sender  থাকতে হবে দুজনের কাছে থাকলে আপনি অতি সহজে এক মোবাইল থেকে আরেক মোবাইলে সহজে Apps শেয়ার করতে পারবেন। ভালো করে নিচের নিয়মগুলো খেয়াল করুন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

২। SuperBeam New এটা Bluetooth App Sender থেকে অনেক দ্রুত ফাইল ট্রান্সফার হয়, ব্যবহার না করে বুঝবেন কিরে, ডাউনলোড করে ব্যবহার করে দেখুন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ছবিঃ ০১

ছবিঃ ০২
ডাউনলোড করতে এখানে ক্লিক  করুন।
বিঃদ্রঃ Apps শেয়ার করতে উভয় ফোনেই এটি ইনস্টল করা থাকতে হবে, না হলে কিন্তু কাজ হবে না।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanka 4 New Super Beam

ভাইয়া এমন কোন player আছে যেটা দিয়ে call করার সময় গান শুনা যাবে এবং শুনানো যাবে… ???

    @রাকিব হাসান: আমার কাছে Android এর হাজারো উপরের কালেশান রাখা Apps আছে এক এক করে কাজ করে টিউন করি, আর আপনার এই রকম কোন Apps পাইলে অবশ্যই আপনাকে দিব @ সাথে থাকুন ধন্যবাদ

ok ভাইয়া আপনাকে ধন্যবাদ। apps টার আশাই থাকলাম

আর ভাইয়া আমার মোবাইল walton primo f2 আমি এই মোবাইলে দিয়ে বাংলাতে টাইপ করতে পারি না। কিভাবে করবো একটু বললে আমি খুব উপোক্রিতো হবো।

খুব ভাল হইছে ভাই।
জাযাকাল্লাহ খই-র।