আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী ছেলে, অনেক দিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা টিপস নিয়ে। আমরা বিভিন্ন সময় বড় ফাইল গুলো বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইনা সময়ের অপচয় হয় বলে। এর অন্যতম কারন অব্যশ “অনেক সময় খরচ”, তাই আমরা চাইনা সময় নষ্ট করে ফাইল বিনিময় করতে। আর এখন কার সময় একটা ভাল কোয়ালিটির ভিডিও গানও ৫০-৩০০ এমবির মত। তাই কে চায় বলুন তার সময়ের অপচয়?
কিন্তু আজ আমি আপনাদের জন্য এমন এক অ্যাপস নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডে বিশাল বিশাল ফাইল শেয়ার করতে পারবেন আপনার সময় অপচয় না করেই।
অ্যাপসের বিবরন (ZapYa):
ব্যবহারঃ
১। প্রথমে ডাউনলোড করে ইনিষ্টল করে নিন (আপনার ও আপনার বন্ধুর মোবাইলে)।
২। এবার আপনার মন মত একটা নাম ও ছবি দিয়ে SAVE করুন।
৩। এবার একটা ডিভাইস থেকে “Creat Group” ও অন্যটা থেকে “Connect to Friends” এ প্রেস করুন।
৪। কিছু সময় অপেক্ষা করার পর আপনার কাঙ্খিত ডিভাইসের নাম পেয়ে যাবেন।
৫। পেয়ে গেলে Connect এ ক্লিক করুন আর অন্য মোবাইল থেকে রিকুয়েষ্ট টি Accept করুন।
৬। কানেক্ট হয়ে গেলে ফাইল লিস্ট দেখতে পাবেন শেয়ার করার জন্য, যেকোন ফাইলের ওপর ক্লিক করে সেন্ড করে দিন আর দেখুন মাত্র কয়েক সেকেন্ড বিশাল বিশাল ফাইল ট্রান্সফার হয়ে যাচ্ছে। আপনি চাইলে সম্পূর্ন ফোল্ডার ও সেন্ড করতে পারবেন।
::::ছবি সহ অ্যাপটির ইনিষ্টল প্রক্রিয়া ও ফাইল শেয়ার করার প্রক্রিয়া টি দেখতে যেতে পারেন এখনে। ::::
এখান থেকে অ্যাপস টি ফ্রিতে ডাউনলোড করে নিন।
Android এর সর্বশেষ অ্যাপস ও গেমস পেতে ভিসিট করুন ফ্রি ডাউনলোড জোন। ধন্যবাদ
আমি প্রতিবাদী ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি বলব, আমার সম্পর্কে তেমন কিছুই বলার নাই।
খুব ভালো লিখেছেন, আমি আমার আইফোনে এটি ব্যবহার করি এন্ড্রয়েডের সাথে ব্লুটুথ করার জন্যে …।