Android মজা [পর্ব-১৫]:: কম্পিউটার ছাড়া আপনার ছবি রিসাইজ করুন

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

ক্যামেরা কিংবা মোবাইলে আজকাল ছবি তোলা খুবই সহজ, চোখের পলকেই ছবি তুলে ফেলা যায়। কিন্তু এই সকল ছবি নানান সাইজের এবং নানান আকারের। কাজে বা ব্যবহারের সময় এই সকল ছবির সাইজ পরিবর্তন করতে হয়। অনেকে এই সহজ কাজটা করতে পারেন না। ফলে ব্যবহারের সময় ছবির সাইজ বিড়ম্ভনার কারন হয়। খুব সহজে আপনি আপনার ছবির সাইজ আপনার প্রয়োজনের সাইজে করে ফেলতে পারবেন আপনার মোবাইল ফোনে এই অ্যাপস সুবিধা হলঃ  অনেক বড় বড় সাইজের ছবি নিমিষেই ছোট করে আপলোড করতে পারবেন কিন্ত ছবির মান একটুও নষ্ট হবে না।

প্রথমে এখান থেকে আপনার  Andriod ফোনের জন্য Reduce Photo Size Apps টি ডাউনলোড করে নিন, তারপর ইন্সটল করুন অন্যান্য Apps এর ন্যায়।

তারপর চালু করুন নিচের মত করে।

এবার Select Image বাটনে ক্লিক করে যে ছবিকে রিসাইজ করবেন সে ছবি দেখিয়ে দিন।

এবার Crop বাটনে ক্লিক করে আপনার সাইজমত করে Ok তে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হোছাইন ভাই, আপনার পোষ্টগুলো খুব সুন্দর হয়। পড়ে ভাল লাগে। ভাল থাকবেন।

    @Kamrul Cox: অনেক ধন্যবাদ কামরুল ভাই @ আপনার থেকে অনেক কিছু শিখেছি ।

ami ekta player chaisilam android er jonno jar maddhome ami jokon mobile a kotha bolbo tokon oi player ta on korle ami nije song sunte and amar shate j kotha bolse seu oi song sunte parbe.karor jana thakle amak ektu kindly janaben

    @রাকিব হাসান: এই রকম Apps পাইলে অবশ্যই জানাব @ সাথে থাকুন। ধন্যবাদ

Level New

ছোট কিন্তু কাজের জিনিস। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 2

Onek kajer akta soft. Thanks

Vai app ta chai vai. Baut link disable pls enable anyway vai