গত টিউন এর মতো আজকে ও আমি একটা ফ্রী android অ্যাপ নিয়ে এসেছি। এটা মূলত একটি কী বোর্ড যেখানে আপনি কিছু লিখলে আপনার লিখা টির গ্রামার এবং বানান চেক করে দিবে এবং যদি কোন ভুল থাকে তাহলে সেটা ঠিক করে দিবে। এটা আসলেই একটা অসাধারণ Android অ্যাপ। আমরা লিখার মাঝে কোন কিছু ভুল করতেই পারি এবং এই ভুল টা ঠিক করে দেওয়ার জন্যই এই অ্যাপ টি। এটি তৈরি করেছেন gingersoftware.com। এটা আগে শুধু কম্পিউটার এর জন্য ছিল এখন এটা বিভিন্ন ডিভাইস এর জন্য তৈরি করা হচ্ছে এবং এই টা android এর জন্য তৈরি করা হয়ে গেছে। তাহলে চলুন নিয়ে অ্যাপ টার রেটিং সম্পর্কে কিছু তথ্য জেনে নেই ঃ Bangladesh vs Australia live streaming.
মোট ১৮৭২ জন মানুষ অ্যাপ টির জন্য রেটিং দিয়েছে। রেটিং এর তথ্য গুলো গুগল প্লে থেকে পাওয়া এবং এগুলো সর্বশেষ আপডেট হয়েছে ১৯-১২-১৩ তে।
মোট ১২৩৩ জন ভোটার দিয়েছেন ৫ রেটিং
২৮৪ জন দিয়েছেন ৪ রেটিং.
১৭৩ জন দিয়েছেন ৩ রেটিং
৫৩ জন দিয়েছেন ২ রেটিং
এবং বাকি ১২৯ দিয়েছেন ১ রেটিং
মোট রেটিং এর গড় ঃ ৪.৩
যদি অ্যাপ টি ভালো লাগে তাহলে নিচের গুগল প্লে লিঙ্ক থেকে অ্যাপ টি ইন্সটল করে নিন।
নিয়মিত android অ্যাপ, থিম, গেম এবং নিউজ সম্পর্কে আপডেট থাকতে এই পেজ টি লাইক দিতে পারেন। ধন্যবাদ সবাই কে।
আমি shaifur rahaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks!