একখানা শুটিং গেম নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখেনতো কেমন লাগে!

আস-স্লামুআলাইকুম

কেমন আছেন সবাই নিশ্চই ভাল। অনেক দিন কোন পোস্ট করা হয়না এখানে। তাই আজ ভাবলাম আজ একটা পোস্ট করি। এখনতো সবার হাতে হাতে এ্যান্ড্রোএড ডিভাইস। কারোর আছে এ্যান্ড্রোএড মোবাইল, কারো বা ট্যাবলেট, আবার গেম পাগলারাতো ব্যাবহার করছে এ্যান্ড্রোএড গেম প্লেয়ার। যাই হোক আমি আজাইড়া প্যাচাল বাদ দিয়ে কাজের কথায় আসি। আজ আমি দারুন একটা গেম নিয়ে এলাম আপনাদের জন্য। আর ডাউনলোড লিংকটা ও রিজিউম এ্যাবল। গেমটির সম্পর্কে পরিপূর্ণ বিবরন নিচে আলোচনা করছি।

গেমটার নাম হল- Dark Project। গেমটা সম্পূর্ণ শুটিং থ্রিডি গেম। গেমটার ভিতরে আপনি পাবেন অন্ধকারের জগতে ভরা ১১ টি লেভেল। যা আপনাকে আরো রোমাঞ্চকর করে তুলবে। আর সব লেভেলেই পাবেন দানবাকৃতির সব বস আর তাদের সাথে যুদ্ধ করার জন্য আপনার সাথে থাকবে ৫টি অত্যাধুনিক অস্ত্র।

গেমটির APK ফাইল ইনস্টল করার পর গেমটি চালু না করে আপনার SD Card এর Android ফোল্ডারে obb নামক একটি ফোল্ডার তৈরী করে তার ভেতরে ডাটা গুলো রেখে গেমটি চালু করলেই হবে।

এগুলো গেমের স্ক্রিনশটস:

তো আর দেরী না করে এখনই ডাউনলোড করে নিন এই গেমটি। আর আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে ১/২দিন পর পর নতুন নতুন গেম এনে দেব। আর কারো যদি কোন এ্যান্ড্রোএডের গেম লাগে তাহলে কমেন্ট করুন।

ইনশাল্লাহ আমি আপনাদের গেম গুলো দেয়ার চেষ্টা করব। ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।

তো আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন। আল্লাহ-হাফেজ।

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টাইটেল এ অ্যান্ড্রোইড লেখা উচিত ছিল , আমি ভাব্লাম পিসি গেম

Level 0

Vai Amar Sony Xperia Z ….. Amar Android Folder ta Phone Mamorite ….. Androied>Obb> Folder A Rakhi Tobu O Paly Hoy Na…

Plz Help Me…..
Ami Aro Onek Game Pc Theke Namia Phone Khelte Parci … But Data Game Gulo Parci Na.

    @mayerduya: ভাই এই ফাইলটা শুধু আপনার মেমোরী কার্ড এ রাখতে হবে। তাহলেই গেমটি খেলতে পারবেন।

ফ্রীওয়্যার সিজান @ amaro same situation… download kore dekhi ei obostha 😀 broadband magna mb choluk 😀