আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বাংলা আমাদের মায়ের ভাষা। আর এই ভাষা যদি আমরা মোবাইলে বাংলা লিখতে পারি তাহলে তো কোন কথা নেই, আমি অ্যানড্রয়েড জন্য কয়েকটি বাংলা Apps ব্যবহার করেছি কিন্তু RIDMIK KEYBORD Apps টি আমার কাছে বাংলা লিখতে অনেক ভাল লেগেছে, আশা করি আপনি আপনার অ্যানড্রয়েড মোবাইলে আমার মত ফেসবুকে, টুইটারে, মেসেজে সহ আরো অনেক জায়গায় আপনি বাংলা লিখতে পারবেন, তাহলে আর দেরি কেন এখান থেকে ডাউনলোড করে নিন,
আর আরামচে মোবাইলে বাংলা লিখুন ।
এটা দিয়ে আপনি হুবহু অভ্র মতন লিখতে পারবেন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Androide 2.3.6 e install dile ki bord choto hoye jachhe type asomvob hoye jachhe.