Endomondo::Free GPS Sports Tracker::সাইকেল চালান অথবা হাটুন,সেটা মোবাইলে ট্র্যাক করুন এবং বাসায় যেয়ে ওয়েবসাইটে দেখুন ও শেয়ার করুন বন্ধুদের সাথে।

আস-সালামু-আলাইকুম।

আপনি প্রতিদিন জগিং করেন?সাইকেল চালান? অথবা অন্যান্য খেলাধুলা করেন?আপনি কি চান সেগুলো ট্র্যাক করে রাখতে?প্রযুক্তির অন্যতম সফলতার কারনে আজ অনেক কিছুই সম্ভব।তাই আজ আপনাদের কাছে শেয়ার করবো খুব মজাদার একটা এনড্রয়েড অ্যাপ্লিকেশান।যেটার মাধ্যমে আপনি সাইকেল চালানো অথবা হাটার অবস্থান সনাক্ত করতে পারবেন।সেগুলো ইন্টারনেটে সয়ংক্রিয়ভাবে চলে আসবে।কত ক্যালোরি বার্ন করেছেন সব কিছুই খুব সুন্দর ভাবে দেখা যাবে।এই টিউনে ছবির মাধ্যমে সব কিছু বিস্তারিত ভাবে বলার চেষ্টা করবো।ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই ভুল গুলে তুলে ধরবেন যাতে সেটা ঠিক করে দিতে পারি।

  • নামঃ Endomondo (এনডোমনডো)।
  • ধরনঃ এনড্রয়েড অ্যাপ্লিকেশান।
  • কাজঃ আপনার সকল ওয়ার্কআউট ট্র্যাক করবে।কত ক্যালোরি বার্ন করেছেন সব কিছুই খুব সুন্দর ভাবে দেখা যাবে
  • ওয়েবসাইটঃ http://www.endomondo.com
  • গুগল প্লেঃ https://play.google.com/store/apps/details?id=com.endomondo.android

যা যা লাগবেঃ

  • ১): Android/Windows/Iphone  Mobile with GPS.
  • ২): Internet.

এপস পরিচিতিঃ

g

a

 

  • (১): যখন এনডোমনডো অন করবেন তখন এমন পেইজ আসবে।উপরে প্রথম ছবিটা লক্ষ্য করুন এপস টি জিপিএস সার্চ করছে। এবং দ্বিতীয় ছবিতে দেখুন সবুজ চিহ্ন উঠেছে।এখন আপনি প্লে করতে পারবেন।
  • (২): এখান থেকে আপনি সরাসরি গান প্লে করতে পারবেন।এবং সেটিংস এ ঢুকে বিভিন্ন অপশন যোগ করতে পারেবন।
  • (৩): এখানে সময় ডিসপ্লে করবে।আপনি কতখন ওয়ার্কআউট করছেন সেটা দেখাবে।যখন আপনি রেস্ট নিবেন তখন নিচের Pause বাটনে ক্লিক করে সময় বন্ধ করতে পারবেন।
  • (৪): ৪ নম্বরে লক্ষ্য করুন,সব গুলো অপশনে এমন "এরো" চিহ্ন রয়েছে।এখানে টাচ করে আপনি অন্যান্য অংশ যোগ করতে পারবেন। ২ ও ৩ নম্বর ছবি দেখলেই বুঝবেন।
  • (৫): আপনি কোন ধরনের খেলা খেলবেন সেটা এখান থেকে পছন্দ করে নিতে পারবেন।
  • (৬): জিপিএস সার্চ করছে।যতখন পর্যন্ত "GPS Excellent" লেখা না আসবে তত ক্ষন আপনি যাই করেন না কেনো সেট ট্র্যাক হবেনা।তাই জিপিএস পেলেই শুরু করুন।
  • (৭)/(৮): এখান থেকে Play  অথবা Pause অথবা Stop করুন।

ইন্সটলেশনঃ

  • প্রথমে এখান থেকে গুগল প্লে তে যেয়ে এপস টা ইন্সটল করে নিন।অথবা মোবাইলের মাধ্যমে গুগল প্লে থেকে ইন্সটল করে নিতে পারেন।এছাড়া উইন্ডোজ/আইফোনের জন্য তাদের মার্কেট থেকে ডাউনলোড করে নিন।
  • আপনার মোবাইলের ইন্টারনেট অন রেখে জিপিএস অন করুন।জিপিএস অন করতে Settings>Location Service>Access to My Location সহ অন্য সব গুলো অপশনে টিক দিন।পারমিশন চাইলে Agree দিন।
  • এবার তাদের ওয়েবসাইটে প্রবেশ করুন।যদি আপনার ফেসবুক আইডি থাকে তবে সেটা দিয়েই লগিন করুন।এটাই ভালো ব্যবস্থা।

ব্যবহারঃ

  • ইন্টারনেট অন করুন।
  • এবার মোবাইল থেকে Endomondo App টা অন করুন।
  • ফেসবুক দিয়ে লগিন করুন।অথবা জিমেইল দিয়েও লগিন করতে পারবেন।অথবা সরাসরি তাদের ওয়েবসাইট থেকে একাউন্ট তৈরি করে মোবাইল দিয়ে লগিন করতে পারবেন।
  • অবশ্যই বাহিরে লগিন করবেন।তাহলে স্যাটেলাইট আপনাকে খুব সহজেই খুজে পাবে।জিপিএস Excellent না হলে প্লে দিবেন না।
  •  খোলা আকাশের নিচে এপস, জিপিএস এনাবেল করে মোবাইল একটা যায়গায় ১০ সেকেন্ড থেকে ৩মিনিট পর্যন্ত রেখে দিন।কারো জিপিএস ধরতে সময় লাগলে ৫মিনিট পর্যন্ত রেখে দিতে হবে।মোবাইল এর জিপিএস ভালো হলে অল্প সময়েই কাজ করবে। "GPS Excellent" লেখা আসলেই প্লে/স্টার্ট করুন।(ছবিতে লক্ষ্য করুন। ১ম ও ২য় ছবি)
  • জিপিএস লোকেট করলে ইন্টারনেট বন্ধ করে দিন।যখন ওয়ার্ক আউট শেষ করবেন তখন ডাটা আপলোডের জন্য ইন্টারনেটের দরকার হবে।

  • যখন আপনি ওয়ার্কআউট শেষ করবেন তখন সরাসরি স্টপ করুন অথবা পজ করে স্টপ করুন।দেখবেন উপরে ৩য় ছবির মত আসবে।এখানে চাইলে আপনার সাথে কেউ থাকলে তাকে ট্যাগ করতে পারবেন,ছবি আপলোড করতে পারবেন।
  • উপরে টিক মার্ক প্রেস করলে ৪র্থ ছবির মত আসবে।এখানে সব কিছু বিস্তারিত দেখাবে।
  • যখন আপনি ওয়ার্কআউট শেষ করবেন তখন সেটা স্বয়ংক্রিয়ভাবে তাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে।
  • এবার আপনি তাদের ওয়েবসাইটে প্রবেশ করুন।এবং নিচের ছবি লক্ষ্য করুন।

ওয়েবসাইট পরিচিতিঃ

১) শিরোনামঃ

২)আপনি কিছু টিউন করতে চাইলে এখান থেকে করতে পারবেন।

৩) আপনার মাসের পরিসংখ্যান।

৪)আপনি বর্তমানে যে সব চ্যালেঞ্জে অংশ নিয়েছেন তার কিছু তালিকা দেখাবে।

 

বিস্তারিত

  • Training: এখানে আপনি আপনার সব ওয়ার্কআউট একসাথে দেখতে পারবেন। তিনটি অপশন রয়েছে। Workouts, History, Statistics.

  • Challenges: আপনি যদি কোন চ্যালেঞ্জে অংশগ্রহন করতে চান অথবা নিজে চ্যালেঞ্জ তৈরি করে অন্যদের আমন্ত্রন করতে চান তবে এখান থেকেই করতে হবে।My Challenges থেকে জানতে পারবেন কোন কোন চ্যালেঞ্জে আপনি অংশগ্রহন করেছেন এবং ফলাফল। Create থেকে আপনি চ্যালেঞ্জ তৈরি করতে পারবেন।

  • Route: এখানে আপনি কোন কোন রুটে ট্র্যাকিং করেছেন সব থাকবে।আপনার বন্ধুরটা Friends Route এ থাকবে এবং আপনি চাইলে নিজেই রুট তৈরি করতে পারবেন Create Route থেকে।
  • ১)। আপনি কি ধরনের ওয়ার্কআউট দেখতে চান সেটা সিলেক্ট করুন।
  • ২)। যারা বিভিন্ন ওয়ার্কআউট করেছেন সেটা দেখা যাবে রুট সহ।
  • ৩)। ছবির উপরে ক্লিক করলেই দেখা যাবে বিস্তারিত বিবরন।

  • ১)। আপনি নিজে রুট তৈরি করতে চাইলে এখানে দেখতে পারেন।
  • ২)। আপনার ভ্রমনের টাইটেল যুক্ত করতে পারবেন।
  • ৩)। স্পোর্টের ধরন নির্বাচন করুন।পাব্লিক অথবা প্রাইভেট করতে পারবেন।
  • ৪)। রুট সিলেক্ট করলে এমন দেখাবে।
  • ৫)। রুট সিলেক্ট করা ও ডিলেট করার জন্য অপশন।রুট সিলেক্ট করলে অটো কত কিলো হচ্ছে সেটা দেখা যাবে।

  • Events: এখান থেকে আপনি বিভিন্ন ইভেনটস সম্পর্কে জানতে পারবেন।
  • Friends: ফেসবুকের মত এখানেও আপনি বন্ধু বানাতে পারবেন।তারা কোন ওয়ার্ক আউট করলে সেটা আপনার ফিডে চলে আসবে।
  • New Workout: এখান থেকে আপনি আপনার পছন্দমত ওয়ার্কআউট তৈরি করতে পারবেন।
  • Upgrade/Profile: আপনি যদি ফুল একসেস চান তবে আপগ্রেড করতে পারেন।এছারা আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন ও লগ আউট করতে পারবেন।

  • News Feed: আপনার বন্ধুরা কি করছে সব এই ফিডে শো করবে।আপনার নিজেরটাও।

আজ এই পর্যন্তই।আশা করি আপনাদের ভালো লাগবে।কোন পরামর্শ অথবা অভিযোগের জন্য টিউমেন্ট করুন।

আস-সালামু-আলাইকুম।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সরাসরি প্রিয়তে

great bro,

দারুণ মুকুট ভাই! কাজে লাগার মত! যদিও সাইকেল নাই, তবে হাটার হিসেব টা রাখতে পারবো 😀 ধন্যবাদ চমৎকার এই টিউনের জন্য 🙂

    @কম্পিউটার লাভার:
    শুধুমাত্র এই ২টা না।অন্য অনেক ধরনের খেলাও এটা দিয়ে ট্র্যাক করতে পারবেন।
    সব থেকে মজার ব্যাপার হলো মোবাইলে এই এপস অফ করার সাথে সাথেই ওয়েবসাইটে আপলোড হয়ে যায়।তখন ওয়েবসাইটে খুব ভালো ভাবে দেখা যায়।

অসাধারণ মুকুট ভাই!!! আমাদের দেশে মানুষ GPS সুবিধাটা তুলনামুলক কম ব্যাবহার করলেও আশা করছি অদূর ভবিষ্যতে আমরা সকল সুবিধার পূর্ণ ব্যাবহার করতে পারব।আপনার এই টিউন এই ব্যাপারে সবাইকে উৎসাহিত করবে। ধন্যবাদ।

    @আদিল শাহ্‌রিয়ার: আমাদের দেশের মানুষ GPS কম ব্যবহার করলেও প্রত্যেক বিভাগের শহর গুলোতে কিন্তু জিপিএস অনেক ব্যবহার হচ্ছে।আপনি ওদের ওয়েবসাইট ঘাটাঘাটি করলেই বুঝবেন।সিলেট,চিটাগং এবং ঢাকায় জিপিএস অনেক ব্যবহার করছে।ভবিষ্যতে স্ট্রিট ভিউ চালু হলে সেটার ব্যবহার অনেক বেরে যাবে।

    আপনার নেওয়া পদক্ষেপের জন্য ধন্যবাদ।

ভালো টিউন । কাজে লাগবে ।

    @নাসিম বিন জসিম: ধন্যবাদ

T H A N K S

Brief description (Y)

    @mmhasanovee: এটা Brief description?????তাহলে Broad Description কোনটা জানতে চাই

সালাম নিবেন, আমি আজ আমার Android Phone Walton Primo G2 নিয়ে একটা বিপদে পড়ে আপনার সাহায্য কামনা করছি। আমি আমার ফোন টি কেনার পরপরই Root করে ফেলি এবং আমার ইচ্ছেমত কাস্টমাইজ করে ব্যবহার করি । ১ বছর পেরিয়েছে কোন সমস্যা ছাড়ায় । গত কয়েকদিন থেকে বাংলা ফন্ট নিয়ে ঝামেলায় পরি এবং কাস্টম ফন্ট ইন্স্টলার দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করতে গিয়ে বিপদে পড়ি। কাস্টম ফন্ট ইন্স্টলার দিয়ে ফন্ট হিসেবে সলেমানি লিপি সিলেক্ট করি, সব ঠিকঠাক চলছিলো কিন্তু Reboot হতে গিয়ে এইযে Boot Screen আসলো আর যায়না, শুধু Boot Animation চলতেই থাকে………… ১ ঘন্টা…………২ ঘণ্টা ……………৩ ঘণ্টা …… কতক্ষণ আর অপেক্ষা করা যায় বলেন… Force Start করলাম একই ঘটনা শুধু Boot Animation চলতেই থাকে। T T- তে অনেক খুঁজলাম কিছুই পেলাম না… পেলেও হয়ত বুঝতে পারিনি। যাহোক Recovery Mode – এ গিয়ে Factory Reset দিলাম। Reset হল …… Restart দিলাম … কিন্তু একই ঘটনা শুধু Boot Animation চলতেই থাকে। এবার বুঝলাম আপনার সাহায্য করার সময় এসেছে, আর আমার সময় হয়েছে আপনার সাহায্য কামনা করার। কি আর করা লিখতে বসলাম …। এখন আমি কি করতে পারি ? plz ভাই সাহায্য করেন আমায় plz…….একটু বিস্তারিত সাহায্য দরকার আমি Android এর একজন আনাড়ি user…..আমাকে কি stock rom ফ্ল্যাশ করতে হবে ? যদি তাই হয়, তাহলে কিভাবে করবো ? প্লীজ ভাই …আমি জানি আপনার হাতে সময় কম তবুও যদি সাহায্য করতেন ভাল হত… [email protected]
facebook.com/wahiddestiny

ভাই ও ভাই,আমি কিন্তু তেমন কিছুই একটা জানিনা।নিজে যেটা ব্যবহার করে অভিজ্ঞতা অর্জন করি সেটাই এখানে শেয়ার করি।ওয়ালটন প্রিমো এক সময় ব্যবহার করতাম।তাই সেটা নিয়ে টিউন করেছিলাম।কিন্তু সেখানে ঝামেলা হওয়ায় পরে ক্ষমা চেয়েছি।

আপনি অনুগ্রহ করে ওয়ালটনের ব্লগে সাহায্য নিন অথবা কাষ্টমার কেয়ারে দিয়ে আসুন।