Android মজা [পর্ব-০৩] :: এনড্রয়োড ফোন ব্যবহারীরদের দারুণ এক Apps !! খুলে ফেলুন ঘরের দরজার মত ফোন লক

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভাল লাগা একটি Apps. এই Apps ঘরের দরজার মত আপনার ফোন লকটি হাতের স্পর্শে খুলে যাবে। দেখতে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভাল লেগেছে আশা করি আপনাদের অনেক ভাল লাগবে।
তাহলে আর দেরি কেন! এখান থেকে অথবা এখান থেকে Apps টি ডাউনলোড করে নিন।

তারপর মোবাইলে ইন্সটল করে চালু করুন,
এবার Open Screen Lock টি On করে নিন নিচের মত করে।

তারপর এনড্রয়োড লক বাটনে একবার টিপ দিন , তাহলে নিচের মত আসবে। আর খুলে ফেলুন হাতের স্পর্শে দরজার মত এনড্রয়োড মোবাইল লক ।

বিঃ দ্রঃ আর আপনার এনড্রয়োড ফোন ব্যাটারির চার্জ কি পরিমাণ থাকবে তা শো করবে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না,
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমার অ্যান্ড্রয়েড ফোনের জন্য কলিং Voice Changer software লাগবে। যেন অন্যকে ফোন করার সময় Voice Change করে কল করতে পারি। অনেক চেষ্টা করেশি বাট পারি নাই। যদি Download Links টা দিতেন তাহলে অনেক ভাল হত। অনেক চায়না মোবাইল এটা অটো দেয়া থাকে। কেউ হেল্প করলে অনেক উপকার হত। অপেক্ষাই রইলাম।

    @mrasad33: ভাল কোন Voice Changer software খুঁজে পেলে শেয়ার করব@ ধন্যবাদ

    Level 0

    @mrasad33: আমার কাছে একটা আছে…দেখেন কাজে লাগে কি না…
    রিভিউ-http://androik.com/download-ultra-voice-changer/
    Download Link- https://docs.google.com/file/d/0B677wlDeFNOTaS1TS3o1Z3BNbk0/edit

    ধন্যবাদ।

    Level 0

    @mrasad33: @mrasad33: আমার কাছে একটা আছে…দেখেন কাজে লাগে কি না…
    রিভিউ-http://androik.com/download-ultra-voice-changer/
    Download Link-https://docs.google.com/file/d/0B677wlDeFNOTaS1TS3o1Z3BNbk0/edit

    ধন্যবাদ।

ধন্নবাদ ভাই। সুন্দর ১ তা জিনিস। ইন্সটল দিসি। খুব মজা লাগ্ল। কিন্তু ভাই আমার ফোন স্লও হয়ে গেছে 🙁

Level 0

Nice app!. vaiya ama k ektu information dile valo hoito j ami kibhabe android apps a data base creat korbo. mane ami data base a kiso data store korbo ja pps dia retrive korajabe. er jonno amer ki ki tools lagbe?? plz ektu janan.

    @alvee: আপাতত জানা নেই @ আর এনড্রয়োড অভিজ্ঞদের পরামর্শ নিতে পারেন। @ ধন্যবাদ

এইটা কি দিলেন ভাই?

এইটা আপ্নার কাছে দারুন মনে হইছে?

এইটা কিছু হইল?

এরকম আশা করি নি আপ্নার কাছে।
আমার কাছে-
:
:
:
:
চরম লাগছে। 😀

কমেন্ট দেখে শুরুতে ঘাবড়ে গেলেন নাকি?
হাহাহা।

আমি টেক টিউন্স এর নিয়মিত ভিজিটর কিন্তু বার বার লগিন এর ভয়ে কমেন্ট করি না আলসেমি করে।:-P

খুব ভালো লাগ্লো।

ধন্যবাদ।

Level 0

মজা পেলাম। বাংলায় বিভিন্ন বিষয় নিয়ে এখানে লেখালেখি করা হয়: haquemultimedia.com/bdtutorials

Level 0

bdsharif@@@ Ami jeta bolsi setu bujte paren nai apni. Ata record kore voice change korte hoi but ami chaisi jokhun mobile onther k call dibo se jeno amar orginal voice na sunte pare see sunbe changer voice. Seta thakle aktu dite paren link ta. Thanks

Level 0

Really excellent vi thanks for the post

Level 0

KHUB SHUNDOR thank u

Level 0

vai, unlock বলতে, আনরুট বুজাচ্ছেন?