আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ভাল লাগা একটি Apps. এই Apps ঘরের দরজার মত আপনার ফোন লকটি হাতের স্পর্শে খুলে যাবে। দেখতে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভাল লেগেছে আশা করি আপনাদের অনেক ভাল লাগবে।
তাহলে আর দেরি কেন! এখান থেকে অথবা এখান থেকে Apps টি ডাউনলোড করে নিন।
তারপর মোবাইলে ইন্সটল করে চালু করুন,
এবার Open Screen Lock টি On করে নিন নিচের মত করে।
তারপর এনড্রয়োড লক বাটনে একবার টিপ দিন , তাহলে নিচের মত আসবে। আর খুলে ফেলুন হাতের স্পর্শে দরজার মত এনড্রয়োড মোবাইল লক ।
বিঃ দ্রঃ আর আপনার এনড্রয়োড ফোন ব্যাটারির চার্জ কি পরিমাণ থাকবে তা শো করবে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না,
আজ এই পর্যন্ত,আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাই আমার অ্যান্ড্রয়েড ফোনের জন্য কলিং Voice Changer software লাগবে। যেন অন্যকে ফোন করার সময় Voice Change করে কল করতে পারি। অনেক চেষ্টা করেশি বাট পারি নাই। যদি Download Links টা দিতেন তাহলে অনেক ভাল হত। অনেক চায়না মোবাইল এটা অটো দেয়া থাকে। কেউ হেল্প করলে অনেক উপকার হত। অপেক্ষাই রইলাম।