কেমন আছেন সবাই । আশা করি ভালোই আছেন । আর সেই কামনা নিয়ে নতুন কিছু নিয়ে হাজির হলাম । আমারা প্রতিনিয়ত কত লোকের সাথেই ফোনে কথা বলে থাকি । এর মধ্যে হয়তো কিছু কথা সংগ্রহে রাখাটা অতি প্রয়োজন হয়ে দাঁড়ায় । তছাড়া বন্ধুদের অজান্তে তাদের কথা রেকর্ড করে পরে মজা করা যায় । আসলে যে যেভাবে ব্যবহার করে শান্তি পায় । তবে আমি আশা করব কেউ এটার অপব্যবহার করবেন না । এধরনের অ্যাপ গুলো দিয়ে কথা রেকর্ড হবার সময় বিপ বিপ শব্দ করে থাকে কিন্তু আমি যেটা দিচ্ছি এটা কেউ বুঝতেই পারবে না যে কল রেকর্ড হচ্ছে কি না! কল করার সাথে সাথেই রেকর্ড হতে থাকবে ।
তো আর দেরি কেন? নিচের লিংকটি থেকে মাত্র 350Kb সাইজের Apps টি Free তে Download করে নিন ।
1. Once oF Apps Information Preview ........ See The Secound Image For More.....
2. Apps টি Download করে Instal & Open করুন । এবার একটু নিচের ইমেজটি Flow করুন -
Apps টি Run করার জন্য প্রথমে বাম কর্নারের switch Turn On করে নিন । এবার ডান কর্নারে Settings এ ক্লিক করুন এবং পরের ইমেজটি Flow করুন ।
3. এবার নিচের ইমেজটি Flow করুন । এখানে বিভিন্ন Option দেয়া আছে এগুলো আপনারদের মন মত সাজিয়ে নিন ।
কোথাও বুঝতে সমস্যা হলে জানাবেন । আজ এ পর্যন্তই । আগামি পর্বে আবার দেখা হবে । এই কামনায় আল্লাহ্ হাফেজ ।
আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)
কোন অচেনা নম্বর থেকে ফোন এলে যেটা ফোন বুকে সেভ করা নেই, সেই নম্বরের ভয়েজ রেকর্ড করা যাবে কিভাবে?