পরম করুণাময় আল্লাহের নামে শুরু করছি ।
কেমন আছেন সবাই । খুব ব্যস্ততার কারনে নতুন কোন কিছু আপানদেরসাথে শেয়ার করতে পারছিলাম না । শুধু দেখেই যাচ্ছিলাম । কিন্তু এবার অনেকটা বাধ্য হয়েই টিউনটি করতে হল । ইদানিং খুব বেশি Wrong Number থেকে কল আসছে । দেখা যায় কেউ কেউ উল্টা পাল্টা কথা বলে ভালো সময়টাকেই খারাপ করে ফেলে । এমনকি এখন টিউন টি করার সময়ও ৮ টা কল আসছে ( আনাকাংখিত )। কল কেটে দিলে উল্টা- পাল্টা Massage পাঠাচ্ছে । বুঝুন এখন কি বিরক্ত লাগছে!!!
চলুন এবার সমাধানে আসি । প্রথমে নিচের লিংকটি থেকে মাত্র 1MB সাইজের ফাইলটি Download করে নিন ।
এর পর নিচের ছবি গুলো অনুসরন করুন ----
1.
প্রথমে Apps টি Instal করুন এবং Open করুন । আপনি যদি নতুন কোন নাম্বার ব্লক করতে চান তাহলে Blacklist এ ক্লিক করুন । Blocked কল গুলো দেখতে Blocked এ ক্লিক করুন । এভাবে পরের ইমেজটি Flow করুন ।
2.
Blacklist এ ক্লিক করার পর এমন দৃশ্য দেখবেন । এখান থেকে নিচে ডান কর্নারে ADD এ ক্লিক করুন । এবার পরের ইমেজটি Flow করুন
3.
এবার আপনার সুবিধা মত চারটি Option থেকে একটি Option বেছে নিন ।
আজ এ পর্যন্তই । কারো কোন প্রশ্ন বা মতামত থাকলে জানাবেন । আগামীতে হাজির হব নতুন কিছু নিয়ে । আল্লাহ্ হাফেজ ।
আমি হিম্মত আলী হিমু। CEO, MSNCLOUD, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Designer And Developer . Computer System Engineer @ SARK Computer & Solution Center (2011-2016). iT engineer - UK Computer & Service Center (2016-2017). Owner Of www.msncloud.net Computer specialist - RAFA Mobile and Computer (2020-2021)
internet কানেক্ট থাকতে হবেনাকি সবসময়