আমার ডেভেলপ করা এন্ড্রয়েড অ্যাপ : “Vegetable Power Bangla 1.0.1” (আপডেট)

আস্‌সালামু আলাইকুম !!

এটা আমার প্রথম টিউন। এর আগে আমি সাহায্য চেয়ে কিছু টিউন করেছিলাম। এখানে টিউন করতে ভয় হয়। এতো অভিজ্ঞদের টিউন করা দেখলে মনে হয় আমি পারবো না টিউন করতে। কিন্তু আজ কেন জানি ইচ্ছে করলো একটি টিউন করেই ফেলি। না হয় একটু কম ভালোই হবে। আমি আমার ব্লগে টুকটাক লিখি কিন্তু টিউন হিসাবে আমার সেই লেখাগুলোকে চিন্তা করতে সাহস হয় না।

যা হোক। আমি সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ারিং এর স্ট্যুডেন্ট। সেই সুবাদে টুকটাক প্রোগ্রামিং আর ওয়েব ডেভেলাপিং নিয়ে নাড়াচাড়া পড়েছে। শখ ছিল এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করবো। কিন্তু জানতাম না কি করে করতে হয়। টেকটিউনসের হেল্প আর গুগলকে জ্বালাতনের মাধ্যমে বেসিক ব্যপারটা ধরতে পেরেছি।

আমার ডেভেলপ করা এই বাংলা অ্যাপটির নাম ‘ভ্যাজিটেবল পাওয়ার বাংলা ১.০.১’। অ্যাপটি এন্ড্রয়েড ভার্সন ২.২ এ বা আপডেটেড ভার্সনে চলবে। আমি নিজে টেস্ট করে দেখেছি ২.৩.৬ জিঞ্জারব্রেড ভার্সনটিতে।

অ্যাপটি দিয়ে যে কেউ ইন্টারনেট কানেকশান ছাড়াই শাকসবজির গুনাগুণ এবং কোন সবজিতে কোন রোগ সারে সেই সম্পর্কে বাংলাতে জানতে পারবে। প্রয়োজনে তালিকা থেকে সার্চ করতেও পারবে। অ্যাপটিতে প্রতিটি শাকসবজির জন্য প্রয়োজনীয় ছবি ব্যবহার করা হয়েছে যেন কোনকিছু অজানা থাকলে বা চিনতে না পারলে ছবি দেখে বুঝে নিতে পারে।

আপাতত অল্প কিছু ডাটা যুক্ত করা হয়েছে। পরবর্তীতে আরও ডাটা যুক্ত করার ইচ্ছে রয়েছে। যদিও আমাদের আশেপাশে পাওয়া যায় এবং আমরা নিয়মিত ব্যবহার করে থাকি এমন সকল শাকসবজির তালিকা দেয়া হয়েছে।

বাংলা নিয়ে এন্ড্রয়েড ডেভেলপিং চর্চা করতে গিয়েই এই অ্যাপটি ডেভেলপ করা হয়েছে। তাই ডাটাবেজ দুর্বল। আপাতত মাত্র ৩১ টি আইটেম নিয়ে লেখা হয়েছে। আমার ইচ্ছে ছিল ৫০ টি আইটেম নিয়ে কাজ করার পর পাবলিশ করবো অ্যাপটি।

সংক্ষেপে অ্যাপটির বর্ণনা :

অ্যাপটি দিয়ে যে কেউ বাংলাতে ইন্টারনেট ছাড়াই শাকসবজির গুনাগুণ এবং তাদের রোগ সারানোর ক্ষমতা জানতে পারবে।

ফিচার :

  • বাংলা ইউনিকোড সাপোর্টেড।
  • সার্চিং সুবিধা।
  • ইন্টারনেট কানেকশান এর প্রয়োজন হয় না।
  • দ্রুত, সিম্পল এবং ছোট সাইজের (১.৬৯ মেগাবাইট)।
  • অরিয়েন্টেশন সাপোর্টেড : স্মার্ট-ফোনটিতে ঘোরানে হলে অ্যাপটি তার প্রয়োজনমত নিজেকে পরিবর্তন করে নিতে সক্ষম।
  • বাংলা সোলায়মানলিপি ফন্ট ব্যবহার করা হয়েছে। কোন ফোনে বাংলা ভালো করে ইনস্টল করা না থাকলেও এই অ্যাপটি 'সোলায়মানলিপি' বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করেই চলবে। অ্যাপটির সাথে বাংলা ফন্ট এম্বেড করে দেয়া হয়েছে।

রিকোয়ারমেন্ট :

  • বাংলা ইউনিকোড সাপোর্টেড এন্ড্রয়েড স্মার্ট-ফোন।
  • এন্ড্রয়েড ভার্সন ২.২ বা আপডেট।

ডাউনলোড লিংক :

Click here

কিছু কিছু ফোনে নাকি বাংলা ফন্টের এমবেড ভার্সনটি চলে না (সাপোর্ট করছে না), তাই নিচের লিংকটি ট্রাই করুন। এটা ফোনের ডিফল্ট ফন্ট যা আছে তাই আসবে।

Vegetablepower_Lite

 

ভাইরাস ফ্রি : ইসেট স্মার্ট সিকিউরিটি দিয়ে ভাইরাস স্ক্যান করে দেখা হয়েছে।

 

ডাটা এন্ট্রি বরাবরই আমার কাছে একটি বোরিং কাজ মনে হয়। যদিও ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানালে খুশি হবো। আর যেহেতু এই টিউনটি আমার প্রথম টিউন সুতরাং অনেক ভুলভ্রান্তি থাকাটাই স্বাভাবিক। যেমন : ছবি আপলোড করতে পারছিলাম না অবশেষে আমি আমার গুগল ড্রাইভ থেকে ছবির হোস্টিং লিংক নিয়ে তা দিয়ে আপলোড করেছি।

এই টিউনটি আমি আমার ব্লগের বিজ্ঞাপন দেবার জন্য করি নাই, একটি আগ্রহ থেকে করেছি। তারপরেও যদি আমার ব্লগের টিউনগুলি দেখা মনে করেন আমি এখানে টিউন করার যোগ্য, তাহলে আশা করি আমাকে জানাবেন।

আমার ব্লগ : http://blog.alinsworld.com/

আপডেট (টিউনটির আপডেট অংশ) :

আমার অ্যাপটির কিছু সমস্যার কথা এখানে বলা হয়েছিল যা আমি পরবর্তিতে সমাধান করতে পেরেছি। কিন্তু টিউনটি পুরোপুরি পরিবর্তিত না করে ভাবলাম শেষে আপডেট তথ্যগুলো যুক্ত করে দেই। জানি না এটা ভালো নিয়ম কি না।

১. বাংলা নিয়ে সমস্যা ছিল। অ্যাপটির সাথে 'সোলায়মানলিপি' বাংলা ফন্ট এম্বেড করে দিয়েছি (মানে অবশেষে পেরেছি :d)।

২. সম্পূর্ন ডাটাবেজে অনেকটা ভুল ছিল যা আমি পুরোটাই পড়ে পড়ে আবার ঠিক করে দিয়েছি। এখন এটাই ফাইনাল ভার্সন। আশা করি আল্লাহর রহমতে ভুলের সংখ্যা অনেকটা কমাতে পেরেছি।

৩. লিংক পরিবর্তন করে দিয়েছি। সরাসরি লিংক শেয়ার করেছি।

ধন্যবাদ। 🙂

Level 2

আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I'm a student of Computing Information System (CIS) and love IT.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডেভোলাপ করছেন এজন্য সাধুবাদ। কিন্তু মোবাইলে AVro দিয়ে বাংলা যেমন লেখা যায় এমন কিছু ডেভোলাপ করেন।

    @মোঃ আরিফ: ধন্যবাদ মন্তব্যের জন্য। আমি আসলে এন্ড্রয়েড ডেভলপিং শিখতে গিয়ে এটা করেছি আর ভাবলাম শেয়ার করি। অন্য কিছু না। অভ্র দিয়ে বাংলা লেখা যায় এমন এ্যাপ বলতে কি আপনি বুঝাতে চাচ্ছেন আমি বুঝি নাই। রিদ্মিক কিবোর্ড দিয়ে তো এন্ড্রয়েডে বাংলা লেখা যায়।

ভাল @ আমারও এন্ড্রয়েড ডেভলপিং নিয়ে শিখার আশা আছে। চালিয়ে যান।

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ হোছাইন ভাই মন্তব্য করার জন্য। আপনি এই টেকটিউনস থেকেই তো এন্ড্রয়েড ডেভেলপিং শিখতে পারবেন। আমি তো বেসিক শিখেছি। টিউটোরিয়াল দেবার চেষ্টা করবো যদি গুছিয়ে লিখতে পারি।

Level 0

valo tune. vai amio android developing shiktesi…..kintu er jonno ki graphics sekha joruri? naki sudhu programming shikley hobe?

    @sifat19: এন্ড্রয়েড ডেভেলপিং আপনি টেকটিউনস থেকেই শিখে নিতে পারবেন। এর জন্য গ্রাফিক্স জানা জরুরী না। গ্রাফিক্স জানলে এ্যাপটাকে আরও সুন্দর এবং আকর্ষনীয় করতে পারবেন। আপনাকে জানতে হবে
    Eclise, PhoneGap, Java (কিছুটা), HTML, CSS, jQueryMobile ।

সুন্দর হয়েছে ভাই।

    @মোঃ আল-আমিন: ধন্যবাদ আল-আমিন ভাই। 🙂

Level 0

all the best

    @SUNNY1010: ধন্যবাদ সানি ভাই।

সুন্দর হয়েছে

    @মেহেদী আকরাম: ধন্যবাদ মেহেদী ভাই। 🙂

Level 0

@এলিন vai apnar advise er jonno onek thnx….

    @sifat19: আপনাকেও ধন্যবাদ। আমি তো শুধুমাত্র নামগুলো বললাম। ভালো করে পথ দেখাতে পারি নাই। আপনি টেকটিউনস এ সার্চ দিলে অভিজ্ঞদের টিউন পেয়ে যাবেন। 🙂

Level 0

carry on pls

অনেক অনেক শুভকামনা রইল ভাই। আরো অনেক অ্যাপস তৈরি করুন এবং দেশের মুখ উজ্জ্বল করুন। 🙂

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ধন্যবাদ হাসান ভাই। 🙂 আমি চেষ্টা করবো ভালো ভালো এ্যাপ ডেভেলপ করার জন্য। আর আপনারা তো আছেনই। :p

অনেক অনেক ধন্যবাদ

    @মোহাম্মদ খালিদ হোসাইন: আপনাকেও ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ এলিন ভাই । আরো ভালো ভালো এ্যাপস চাই ।

ধন্যবাদ। চালিয়ে যান।

    @Qudrat Ullah: আপনাকেও ধন্যবাদ।

এ্যাপটির (ভ্যাজিটেবল পাওয়ার) ভুল ভ্রান্তি দূর করে নতুন করে ডাইরেক্ট লিংক দেয়া হয়েছে। এতে করে বাংলা ফন্ট আগের থেকে অনেকটা ভালো দেখা যাবে এবং ডাটাবেজ নির্ভুল পাওয়া যাবে। 🙂

Level 0

এলিন ভাই আপনার আগের এপের লিংক টা দিন কারণ আগের টা ইন্সটল দেওয়ার পর ওপেন হতো কিন্তু নতুন টা ওপেন হয়না … কি করব ….হেল্প মি আমার ফোন মডেল.
symphony w30…

    @mohammadp: আপনার ফোনে কি হয় যখন এটা চালাতে যান ? আমি ট্রাই করেছি একদম সব কিছুই ঠিকমতই হয়। এমনকি ৭ ইঞ্চি ট্যাবেও দেখেছি ঠিকমতই আসে। আমি তো নতুন তেমন কিছু পরিবর্তন করেছি যে চলবেনা। একটু কষ্ট করে যদি আমাকে বলেন কি ম্যাসেজ আসে তাহলে ভালো হতো।

Level 0

vai apnar app er home screen asar por 1-3 second por auto bondo hoia jai. w30 model
my phone 01750161819

Level 0

mane app ta open hoi na. apne font change korecen oy jonno mone hoi

    @mohammadp: এমনতো হবার কথা না। কাউকেউ দেখিনি এমন সমস্যায় পড়তে। সিম্ফনীতেও ব্যবহার করেছে অনেকে কিন্তু কিছুই হয় নি। আচ্ছা আমি দেখবো। আমার তো Symphony W30 নাই, এটাই সমস্যা আর একটু ব্যস্ত হয়ে পড়েছি। মনে হয় আমি বাংলা ফন্ট এম্বেড করেছি নতুন ভার্সনটাতে যা আপনার ফোন নিতে পারছে না এমন কিছু হতে পারে। আমি পড়ে বাংলা ফন্ট এম্বেড উঠিয়ে দিয়ে আপনাকে সেন্ড করবো, তবে নতুনটাতেই ব্যবহার করে ভালো লাগে দেখলাম।

Level 0

app ta Amar valolagce tai eto messages lelhce. thanks for your response.
ay mail e send korben agerta.
[email protected]
ok.

    @mohammadp: ধন্যবাদ আপনাকে। ঠিক আছে আমি আপনাকে মেইলে যোগাযোগ করবো। 🙂