এটা আমার প্রথম টিউন। এর আগে আমি সাহায্য চেয়ে কিছু টিউন করেছিলাম। এখানে টিউন করতে ভয় হয়। এতো অভিজ্ঞদের টিউন করা দেখলে মনে হয় আমি পারবো না টিউন করতে। কিন্তু আজ কেন জানি ইচ্ছে করলো একটি টিউন করেই ফেলি। না হয় একটু কম ভালোই হবে। আমি আমার ব্লগে টুকটাক লিখি কিন্তু টিউন হিসাবে আমার সেই লেখাগুলোকে চিন্তা করতে সাহস হয় না।
যা হোক। আমি সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং এর স্ট্যুডেন্ট। সেই সুবাদে টুকটাক প্রোগ্রামিং আর ওয়েব ডেভেলাপিং নিয়ে নাড়াচাড়া পড়েছে। শখ ছিল এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করবো। কিন্তু জানতাম না কি করে করতে হয়। টেকটিউনসের হেল্প আর গুগলকে জ্বালাতনের মাধ্যমে বেসিক ব্যপারটা ধরতে পেরেছি।
আমার ডেভেলপ করা এই বাংলা অ্যাপটির নাম ‘ভ্যাজিটেবল পাওয়ার বাংলা ১.০.১’। অ্যাপটি এন্ড্রয়েড ভার্সন ২.২ এ বা আপডেটেড ভার্সনে চলবে। আমি নিজে টেস্ট করে দেখেছি ২.৩.৬ জিঞ্জারব্রেড ভার্সনটিতে।
অ্যাপটি দিয়ে যে কেউ ইন্টারনেট কানেকশান ছাড়াই শাকসবজির গুনাগুণ এবং কোন সবজিতে কোন রোগ সারে সেই সম্পর্কে বাংলাতে জানতে পারবে। প্রয়োজনে তালিকা থেকে সার্চ করতেও পারবে। অ্যাপটিতে প্রতিটি শাকসবজির জন্য প্রয়োজনীয় ছবি ব্যবহার করা হয়েছে যেন কোনকিছু অজানা থাকলে বা চিনতে না পারলে ছবি দেখে বুঝে নিতে পারে।
আপাতত অল্প কিছু ডাটা যুক্ত করা হয়েছে। পরবর্তীতে আরও ডাটা যুক্ত করার ইচ্ছে রয়েছে। যদিও আমাদের আশেপাশে পাওয়া যায় এবং আমরা নিয়মিত ব্যবহার করে থাকি এমন সকল শাকসবজির তালিকা দেয়া হয়েছে।
বাংলা নিয়ে এন্ড্রয়েড ডেভেলপিং চর্চা করতে গিয়েই এই অ্যাপটি ডেভেলপ করা হয়েছে। তাই ডাটাবেজ দুর্বল। আপাতত মাত্র ৩১ টি আইটেম নিয়ে লেখা হয়েছে। আমার ইচ্ছে ছিল ৫০ টি আইটেম নিয়ে কাজ করার পর পাবলিশ করবো অ্যাপটি।
অ্যাপটি দিয়ে যে কেউ বাংলাতে ইন্টারনেট ছাড়াই শাকসবজির গুনাগুণ এবং তাদের রোগ সারানোর ক্ষমতা জানতে পারবে।
ফিচার :
রিকোয়ারমেন্ট :
ডাউনলোড লিংক :
কিছু কিছু ফোনে নাকি বাংলা ফন্টের এমবেড ভার্সনটি চলে না (সাপোর্ট করছে না), তাই নিচের লিংকটি ট্রাই করুন। এটা ফোনের ডিফল্ট ফন্ট যা আছে তাই আসবে।
ভাইরাস ফ্রি : ইসেট স্মার্ট সিকিউরিটি দিয়ে ভাইরাস স্ক্যান করে দেখা হয়েছে।
ডাটা এন্ট্রি বরাবরই আমার কাছে একটি বোরিং কাজ মনে হয়। যদিও ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানালে খুশি হবো। আর যেহেতু এই টিউনটি আমার প্রথম টিউন সুতরাং অনেক ভুলভ্রান্তি থাকাটাই স্বাভাবিক। যেমন : ছবি আপলোড করতে পারছিলাম না অবশেষে আমি আমার গুগল ড্রাইভ থেকে ছবির হোস্টিং লিংক নিয়ে তা দিয়ে আপলোড করেছি।
এই টিউনটি আমি আমার ব্লগের বিজ্ঞাপন দেবার জন্য করি নাই, একটি আগ্রহ থেকে করেছি। তারপরেও যদি আমার ব্লগের টিউনগুলি দেখা মনে করেন আমি এখানে টিউন করার যোগ্য, তাহলে আশা করি আমাকে জানাবেন।
আমার ব্লগ : http://blog.alinsworld.com/
আমার অ্যাপটির কিছু সমস্যার কথা এখানে বলা হয়েছিল যা আমি পরবর্তিতে সমাধান করতে পেরেছি। কিন্তু টিউনটি পুরোপুরি পরিবর্তিত না করে ভাবলাম শেষে আপডেট তথ্যগুলো যুক্ত করে দেই। জানি না এটা ভালো নিয়ম কি না।
১. বাংলা নিয়ে সমস্যা ছিল। অ্যাপটির সাথে 'সোলায়মানলিপি' বাংলা ফন্ট এম্বেড করে দিয়েছি (মানে অবশেষে পেরেছি :d)।
২. সম্পূর্ন ডাটাবেজে অনেকটা ভুল ছিল যা আমি পুরোটাই পড়ে পড়ে আবার ঠিক করে দিয়েছি। এখন এটাই ফাইনাল ভার্সন। আশা করি আল্লাহর রহমতে ভুলের সংখ্যা অনেকটা কমাতে পেরেছি।
৩. লিংক পরিবর্তন করে দিয়েছি। সরাসরি লিংক শেয়ার করেছি।
ধন্যবাদ। 🙂
আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I'm a student of Computing Information System (CIS) and love IT.
ডেভোলাপ করছেন এজন্য সাধুবাদ। কিন্তু মোবাইলে AVro দিয়ে বাংলা যেমন লেখা যায় এমন কিছু ডেভোলাপ করেন।