অনেক সময় আমাদের নানারকম ফাইল হাইড বা লুকানোর প্রয়োজন পড়ে। Android এর জন্য অনেক ফাইল হাইড করার অ্যাপ আছে। কিন্তু ভাল মানের অ্যাপ এর সংখ্যা খুব বেশি নয়। আজ নিয়ে এলাম সবচেয়ে জনপ্রিয় এবং এডভান্সড অ্যাপ Hide It Pro [Audio Manager] !!!
এই অ্যাপটির একটি দারুন বৈশিষ্ট হল কেউ বুঝবেনা যে এটা ফাইল হাইড করার অ্যাপ। মানে অ্যাপ টি নিজেই থাকবে ছদ্মবেশে! অ্যাপ ড্রয়ারে অ্যাপ টির নাম থাকবে Audio Manager! ফলে কেউ দেখলে এমনকি রান করালেও বুঝতে পারবেনা যে এটা Hide It Pro!! যা নিঃসন্দেহে মজার ব্যাপার আর আপনার হাইড করা ফাইল থাকবে সুরক্ষিত!! আর সব সময় সবকিছু ডাউনলোড করুন ডাইরেক্ট লিংক থেকে।
ফিচারঃ
১) অ্যাপটি Audio Manager হিসেবে ছদ্মবেশে থাকবে!!
২) পছন্দমত মিডিয়া ফোল্ডার তৈরি করার সুবিধা
৩) একসাথে অনেকগুলো ফাইল হাইড করার অপশন
৪) অ্যাপটি চালালেও রিসেন্ট অ্যাপ থেকে Hide It Pro চলে যাবে ফলে কেউ বুঝবেনা যে আপনি অ্যাপ টি রান করেছেন!!
৫) পিন / পাসওয়ার্ড দিয়ে ফাইল প্রটেক্ট করার সুবিধা
৬) বিল্ট ইন Encryption tool । যা দিয়ে গুরুত্বপূর্ণ ফাইল প্রটেক্ট করা যাবে।
৭) কল ব্লক / মেসেজ ব্লক কয়ার সুবিধা
৮) ছবি স্লাইড শো করার অপশন
৯) ছবি জুম, ওয়ান ফিঙ্গার হোল্ড, পিঞ্চ টু জুম করা যায়
১০) প্রাইভেট ওয়েব ব্রাউজিং করা যায়
ডেভেলোপারঃ Anuj Tenani
Play Store Rating: 4.8/5.00
Our Rating: 4.9/5.00
আমি munnisahana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx bro