বর্তমান সময়ে বিভিন্ন ইন্টারনেট বেজড মেসেজিং সিস্টেম এর জন্য আমরা নরমাল মেসেজিং এর কথা ভুলেই গেছি। তবুও অনেকেই অনেক সময় মেসেজিং এর জন্য ডিফল্ট মেসেজ অ্যাপ ব্যবহার করেন। তবে ডিফল্ট মেসেজ অ্যাপের লুক আমাদের অনেকের কাছে বোরিং লাগে। তাই আপনাদের জন্য আজ শেয়ার করছি একটি মেসেজ অ্যাপ যা আপনার নরমাল মেসেজিং এর এক্সপেরিয়েন্স কিছুটা হলেও বদলে দিবে। আর সব সময় সবকিছু ডাউনলোড করুন ডাইরেক্ট লিংক থেকে।
অ্যাপ ফিচারঃ
১) খুব সহজেই আপনি স্ক্রীন এর বামে স্লাইড করে Conversation লিস্ট ব্রাউজ করতে পারবেন।
২) স্ক্রীনের দানে স্লাইড করলেই আপনি নতুন এসএমএস টাইপ করতে পারবেন।
৩) সিঙ্গেল ক্লিকের মাধ্যমেই আপনার মেসেজ গুলো ম্যানেজ করতে পারবেন।
৪) এছাড়া এই অ্যাপে আছে ১০ টি থিম যা আপনি থ্রেডেড ভিউ তে ব্যবহার করতে পারবেন।
৫) ইমোজি সাপোর্ট
৬) গুগল ভয়েস সাপোর্ট
৭) আরো আছে কুইক রিপ্লাই পপআপ
৮) কেউ আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করলে তাকে ব্লক করার জন্য আছে ব্ল্যাকলিস্ট সেটিং
৯) মেসেজ সিকিউরিটি সেটিং
১০) নোটিফিকেশন LED কাস্টোমাইজ করার অপশন
প্লে স্টোর লিংকঃ
ডাউনলোড লিংকঃ
আমি munnisahana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।