Current Caller ID রিভিউ & ডাউনলোড

নানা কারণে আমাদের কলার কোথা থেকে ফোন করেছেন তা জানার প্রয়োজন হয়। অনাকাঙ্ক্ষিত কল বা মেসেজ ব্লক করাও লাগে। আর এইসব এর জন্য নানা এপ ইউজ করতে হয়। কেমন হবে যদি একই এপে সব কিছুই পাওয়া যায় । Current Caller ID হচ্ছে এমনই একটি এপ!!

এই এপটি আমারা কাছে খুবই ভাল লেগেছে। এক এপের মাঝেই অনেকগুলা সুবিধা। কল ব্লক, কল ম্যানেজ, কলারের প্লেস জানা সহ আরো অনেক কিছু। তাছাড়া প্রতি মাসে কয়টি কল করেছেন বা টেক্সট পাঠিয়েছেন তার গ্রাফও পাওয়া যায় নিমিষেই।আসুন দেখি কিছু ফিচার. . . .

ফিচারঃ

  • ১) সকল কল আর টেক্সট এর সকল তথ্য জানিয়ে দিবে এই অ্যাপ
  • ২) এক অ্যাপ দিয়েই সব কন্টাক্ট, মেসেজ ম্যনেজ করার সুবিধা
  • ৩) কল আর মেসেজ ব্লক করার অপশন
  • ৪) কলার সম্পর্কে নানা তথ্য জানিয়ে দিবে। যেমনঃ কলার কোথায় থেকে কল বা টেক্সট করেছে তাও জেনে নিতে পারেন মুহূর্তেই
  • ৫) কলারের অবস্থান জানানোর পাশাপাশি ঐ স্থানের আবহাওয়া ও জানা যাবে
  • ৬) কলারের ফেসবুক, টুইটার , লিংকড ইন  আইডিও লিংক করা যাবে।
  • ৭)  বন্ধুদের কল ও টেক্সটের গ্রাফ ও দেখে নিতে পারেন এক পলকেই
  • ৮) কাকে দিনের কখন ফোন বা টেক্সট করেছেন তাও চার্ট আকারে দেখা যাবে

ডাউনলোড লিংকঃ

Current Caller ID Mediafire

প্রথম প্রকাশ এখানে

Level 0

আমি androerjhon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

৫) কলারের অবস্থান জানানোর পাশাপাশি ঐ স্থানের আবহাওয়া ও জানা যাবে (এই কাজটা কিভাবে হবে? জানাবেন)

    @royalnoman: নেট দ্বারা

ভাই আমার জানামতে লোকেশন সার্ভিস আমাদের দেশে কাজ করে না

ভাই, পিসিতে ইউস করার মত এমন কোন সফটওয়্যার নাই?

মোটেও কাজের না। এটার জন্য এ্যাপস এর প্রয়োজন হয় না। এনড্রয়েড এমনিতেই হয়। কল ব্লক = *৩৫*০০০০# এসএমএস ব্লক *৩৫*০০০০*১৬#

Level 0

ভালো হয়নি!!!

Level New

via amar symphony explorer w35 a koyekta number blacklisted hoice but ami built in kono blacklist menu pasci na. Please help me. Android 4.1.1 shombolito ai mobile a kothai call block setting pabo, please help me…. 🙁

কলার এর অবস্থান জানতে পারছি না…