নানা কারণে আমাদের কলার কোথা থেকে ফোন করেছেন তা জানার প্রয়োজন হয়। অনাকাঙ্ক্ষিত কল বা মেসেজ ব্লক করাও লাগে। আর এইসব এর জন্য নানা এপ ইউজ করতে হয়। কেমন হবে যদি একই এপে সব কিছুই পাওয়া যায় । Current Caller ID হচ্ছে এমনই একটি এপ!!
এই এপটি আমারা কাছে খুবই ভাল লেগেছে। এক এপের মাঝেই অনেকগুলা সুবিধা। কল ব্লক, কল ম্যানেজ, কলারের প্লেস জানা সহ আরো অনেক কিছু। তাছাড়া প্রতি মাসে কয়টি কল করেছেন বা টেক্সট পাঠিয়েছেন তার গ্রাফও পাওয়া যায় নিমিষেই।আসুন দেখি কিছু ফিচার. . . .
আমি androerjhon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
৫) কলারের অবস্থান জানানোর পাশাপাশি ঐ স্থানের আবহাওয়া ও জানা যাবে (এই কাজটা কিভাবে হবে? জানাবেন)