[Android]যেভাবে App RAM এ লক করবেন। Killing Process এর সমাধান আর দেখে নিন Android এর হেডফোন এর Volume কিভাবে বাড়াবেন।

আসসালামুয়ালাইকুম, আশা করছি সবাই ভাল আছেন। এটা আমার প্রথম টিউন।২ বছর ধরে Tune পড়েই গেলাম। চিন্তা করলাম যে একটা টিউন করেই ফেলি। দেখা যাক কি হয়। ভুল হলে অগ্রিম ক্ষমা প্রার্থী। যাই হোক, কাজের কথাই আসি।

Android User দের একটা সমস্যা হল Automatic App Killing. অর্থাৎ যখন আপনি মোবাইল Use করছেন না বা লক করে রাখেন তখন Android নিজে থেকে বেশিরভাগ রানিং অ্যাপ কিল্ করে। যার কারনে   Launcher বার বার Load হওয়াসহ বিরক্ত হবার একশত এক খানা কারন আছে। যদি আপনার RAM ১ জিবি ও হই তারপরও শান্তি নাই। এটা অবশ্য Android এর মৌলিক অধিকার। :mrgreen:  কারন Android যদি অ্যাপ কিল না করত তাহলে Problem আরও বাড়ত। যাই হোক এখন দেখেন কোন গুরুত্বপূর্ণ অ্যাপ সবসময় কিভাবে চালু রাখবেন। এটা করতে হলে অ্যাপ টা RAM এ লক করতে হবে।

যা দরকারঃ

১. অবশ্যই রুট করা থাকতে হবে। না থাকলে সাহস করে করে ফেলুন, নইলে হা-হুতাশ করুন।

২. Android 4.2.2 তবে আমার সেট Xperia Miro 4.0.4 {ICS} এ ও কাজ করছে ভালই।

৩. এর নিচের ভার্সন হলে সম্ভাবনা কম।

যেভাবে App RAM Lock করবেনঃ

১.প্রথমে এই ফোল্ডার  থেকে  সফটওয়ার দুটি ডাউনলোড করুন।

২.  XposedInstaller_2.1.4.apk ইন্সটল করুন।

৩. Xposed Installer রান করুন আর "Install/Update" এ ক্লিক করুন।

৪. বিসমিল্লাহ বলে Reboot করুন।

৫.এবার  XposedAppSettings02_1359680060_4464.apk  ইন্সটল করুন। রান করার দরকার নেই।

৬.Xposed Installer আবার ওপেন করুন।

৭. Modules এ যান।

৮. Xposed app settings এ টিক মার্ক দিন।

xposed installer

আপনার কাজ অনেকটা  শেষ। এখন দেখুন কিভাবে App RAM এ আটকাবেন। এক্সাম্পল হিসেবে আমার পোস্ট এর দ্বিতীয় অংশ অর্থাৎ Headphone Volume Boost দিয়েই দেখাই।

১. এখান থেকে অ্যাপ টা নামান। Price 2 Dollar. Tension নিয়েন না, টাকা লাগবে না। 😀

২. xposed app settings ওপেন করুন।

৩.Volume Boost খুজে বের করে ক্লিক করুন।

৪.On করুন আর Resident এ টিক মার্ক দিন।

৫. সেভ করুন।{অন/অফ সুইচ এর পাশে}

৬. ওয়ার্নিং এ ইয়েস দিন। যদি কাজ হই তাহলে লেখাগুলা লাল দেখাবে।

পরিশেষে ঃ

১. কক্ষন ও গেম লক করবেন না।

২.খুব দরকারি অ্যাপ ই লক কইরেন such as launcher, মেসেজ অ্যাপ। অনেক ফোন এ মেসেজ খুলতে সময় লাগে। বিশেষ করে যারা GO SMS use করেন। তার সমাধান দিবে।

৩.Headphone Volume Booster টা  যাদের Headphone a Volume কম তারা ইউজ করলে বুঝবেন।  খুব কাজের জিনিস। তবে অবশ্যই RAM এর জাল এ আটকাবেন। অডিও যে প্লেয়ার দিয়ে শোনেন সেটাও RAM এ লক কইরেন।নইলে কাজ করবে না, মোবাইল লক করার কয়েক সেকেন্ড পর অফ হয়ে যাবে। আর Widget Use করতে পারেন অন অফ করার জন্য।

উৎসর্গ  ঃ এই টিউন টি আমার প্রিয় টিউনার হাসান জুবায়ের আল ফাতাহ ভাই কে উৎসর্গ করলাম। জানিনা আমার মত টিউনার এর টিউন উনি পড়বেন কিনা।

Level 3

আমি Sazzad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার একটা সমাধান দেন ৫১২ র‌্যাম। এটা গেম খেলার সময় ২৩৫ ফ্রি থাকে। কিন্তু আমি ফ্রি চাই ৪০০ এর মতো সম্ভব?
শুনছি সোয়াপিং করে র‌্যাম বাড়ানো যায়। এব্যাপারে প্লিজ সলুশন দেন। আমার Rooted Canvas 2

আরিফ ভাই Swapping এর ব্যাপারে আমার নলেজ নাই। জানতে পারলে আমার জন্যও ভাল হত।

Level 0

vai lumia 520 te bangladesh e kibhabe Amber update kora jay janen ki? Janle ekta tune kore felen

Na vai, Lumia 520 kibhabe Amber update korte hoi janina.

হা হা
টিউন পড়বো না কেন। আমিও অ্যান্ড্রয়েড ব্যবহার করি। আশা এই দুইটা অ্যাপস কাজে আসবে।
অনেক ধন্যবাদ আমাকে উৎসর্গ করার জন্য। 🙂
টিউন ভাল হয়েছে চালিয়ে যান।

ধন্যবাদ। হাসান ভাই।