আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন সদস্য হিসেবে টেকটিউন্স এ যোগ দিয়েছি। উদ্দেশ্য, প্রযুক্তি সম্পর্কে জানা এবং জেনে থাকলে জানানো। এটাই আমার প্রথম টিউন। ভুল করে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন। আপনাদের যেকোনো পরামর্শ সাদরে গৃহীত হবে।
আজ আমি নিয়ে আসব আপনাদের সামনে একটি নতুন এবং অন্য রকম অ্যাপ্লিকেশন। এর নাম Wrod Lens. এর মাধ্যমে আপনি পৃথিবীর ৫ টি ভাষার ইংরেজি অর্থ পাবেন এবং ইংরেজি যে কোন শব্দের ৫ টি ভাষায় অনুবাদ পাবেন। শুধু প্রয়োজন একটি android মোবাইল ফোন এবং একটু ভালো ক্যামেরা। যে ভাষাগুলোতে অনুবাদ পাবেন এবং করতে পারবেন সেগুলো হচ্ছেঃ
English ⇆ Spanish
English ⇆ French
English ⇆ Italian
English ⇆ German
English ⇆ Portuguese
একটি ভিডিও লিঙ্ক নিচে আছে। দেখে নিতে পারেন কিভাবে word translate হচ্চে শুধু মোবাইল পর্দাতেই। কোন ইন্টারনেট কানেকশান লাগবে না এর জন্য। কারন প্রতিটা ভাষার ডিকশনারি সফটওয়্যার ফাইল টাতেই দেয়া আছেঃ
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=h2OfQdYrHRs
সফটওয়্যার টি ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে। ফুল সাইজ ৪৮.৮ মেগাবাইটে ভার্শন ২.১২।
https://www.dropbox.com/s/zq2mj2wwmzxcg1s/Word%20Lens%20Translator%20v2.1.2%20apkgalaxy.com.apk
খেয়াল রাখবেনঃ আপডেট চাইলে এখন ই করবেন না ইন্টারনেট কানেকশান দিয়ে। নাহলে ভার্শন আপডেট হলে ডেমো অ্যাক্টিভ হতে পারে।
কোন সমস্যার সম্মুখীন হলে আমাকে জানাবেন। আমি সাহায্য করার সব চেষ্টা করব।
সময় পেলে আমার ব্লগ টা ঘুরে আসতে পারেন। নতুন ব্লগ। আপনাদের পরামর্শ আমার কাজে লাগবে। ব্লগ এড্রেসস ঃ talknwatch.blogspot.com
ভাই গুগল ট্রান্সলেটর এর মত কোন এন্ড্রয়েড এ্যাপ কি পাওয়া যাবে যা অফলাইনেও ব্যবহার করা যাবে ? এখন যেটা আছে তার জন্য ইনটারনেট এর প্রয়োজন হয়।