রিভিউঃ বাংলাদেশী অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপার টপটিউনার জাকির ভাইয়ের তৈরী কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস

দেশীয় কিছু রিব্রান্ড মোবাইল কোম্পানীর সুবাদে অনেকের হাতেই এখন অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টফোন। যা বর্তমানের প্রযুক্তিপ্রেমী এবং সবারই প্রায় সকল রকমের চাহিদাতো বটেই বরং হয়ে উঠেছে বিনোদনের এক জনপ্রিয় মাধ্যম। গতমাসেই বহুল প্রতিক্ষিত 3G নেটওয়ার্কের লাইসেন্সও ইতিমধ্যে বাংলাদেশের সকল GSM মোবাইল অপারেটর পেয়ে গেছে। তাই সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের সবার হাতে থাকবে 3G সাপোর্টেট স্মার্টফোন।

স্মার্টফোন বলতে বাংলাদেশে এখন অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম নির্ভর ফোনগুলিই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বর্তমানে যারা নতুন ফোন কিনছেন কিংবা ফোন পরিবর্তন করছেন তাদের চাহিদা এবং পছন্দের শীর্ষে থাকছে এগুলি। আর এরই সুবাদে বাংলাদেশে তৈরী হচ্ছে নতুন নতুন ডেভলপার এবং তাঁরা ডেভলপ করছেন দারুন দারুন সব অ্যাপস।

টেকটিউনস এর টিউনারদের পরিচিত টপটিউনার ?জাকির ভাই আমার প্রিয় মানুষগুলির মধ্যে একজন। সম্প্রতি তিনি মেতেছেন অ্যান্ড্রয়েট অ্যাপস ডেভলপমেন্ট নিয়ে আর ইতিমধ্যে তৈরীও করে ফেলেছেন দরকারী এবং জ্ঞানমূলক কয়েকটি অ্যাপস। অনেকদিন টিউন করা হয়না ভাবলাম প্রিয় মানুষটির অ্যাপসগুলির একটা রিভিউ দিয়ে দেই ^_^

১. Slate for Kids ঃ

জাকির ভাইয়ের এ্যাপ ডেভলপমেন্টের শুরু মূলত এই অ্যাপ দিয়েই। এটা মূলত একটি এক্সপেরিমেন্টাল অ্যাপ। এবং তৈরী করা হয়েছে বাচ্চাদের জন্য। আরেকটা মজার ব্যাপার হল এই Slate এ কিন্তু আমিই প্রথম লিখেছিলাম 😉

২. Android Idea Book ঃ

মাথায় কখন কি আইডিয়া হুট করে চলে আছে তার কি কোন সময় আছে? ভাল আইডিয়া মন্দ আইডিয়া যত্ত প্রকার আইডিয়া আছে সব সাথে সাথেই লিপিবদ্ধ করতে সাহায্য করবে এই অ্যাপটি। এই বাণীটি নিশ্চই মনে আছে? "শুধুমাত্র একটি আইডিয়া, যা বদলে দিতে পারে আপনার জীবন" !

৩. Elance Guide in Bangla ঃ

আমার মতে মার্কেটপ্লেসগুলির মধ্যে সেরাটিই হল Elance ! অন্য কোন মার্কেটে এই মার্কেটের মত সুবিধা আমি অন্তত পাইনি। যাহোক যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন কিংবা উঠতি ফ্রিল্যান্সার তাদের জন্য এই অ্যাপটি দারুন কাজের। ইল্যান্সে কাজ করার এবং মার্কেটপ্লেস সমন্ধে ধারণার জন্য অ্যাপটি আপনার দারুন উপকারে আসবে।

৪. Pixel to em ঃ

এটা অবশ্যি সবার জন্য না এবং সবার কাজে লাগবেও না। এটা মূলত যেকোন সাইজকে Pixel থেকে em এ কনভার্ট করা যায়। যারা ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট এর কাজ করেন তাদের কাজে লাগবে।

৫. Inspirational Speech in Bangla ঃ

বড় বড় দার্শনিক, গুরু, সেলিব্রেটি ইত্যাদির কথা কার না ভাল লাগে? তাঁদের রেখে যাওয়া বাণীগুলি জীবনের বিভিন্ন কাজের অনুপ্রেরণা জাগায় এবং বেঁচে থাকার জন্য বিভিন্নভাবে সাহায্য করে। তাঁদের এসব দারুন দারুন অনুপ্রেরনার বাণী নিয়েই তৈরী হয়েছে করা হয়েছে এই অ্যাপটি।

৬. একাত্তরের চিঠি গুলো ঃ

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মহান মুক্তিযোদ্ধাদের লেখা চিঠির কালেকশন নিয়ে তৈরী হয়েছে এই অ্যাপটি। যুদ্ধ চলাকালিন সময়ে যোদ্ধারা তাদের প্রিয়জনদের যে চিটিগুলি লিখেছেন সেগুলিই পড়তে পারবেন এই অ্যাপটির সাহায্যে।

৭. Basic Accounting ঃ

একাউন্টিং নিয়ে যারা লেখাপড়া করছেন দারুন কাজে আসবে এই অ্যাপটি। প্রয়োজনীয় সকল সূত্র এবং নিয়মকানুন দিয়ে সাজানো হয়েছে অ্যাপটি।

৮. Basics of Microeconomics ঃ

এই অ্যাপটিতে Microeconomics এর ব্যাসিক কিছু জিনিস আলোচনা করা হয়েছে। কাজে লাগলে ইনস্টল করে রাখতে পারেন।

৯.  Basics of Macro Economics ঃ

এই অ্যাপটিতেও Macro Economics এর ব্যাসিক জিনিসগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। যারা এই বিষয়ে পড়ছেন তাদের কাজে লাগবে।

১০. Seo for Web Developer ঃ

SEO সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই অ্যাপটিতে। ওয়েব ডেভলপারদের জন্য অনেক দরকারী একটি অ্যাপস।

১১. Physics Formula and Equations ঃ

ফিজিক্স নিয়ে যারা পড়ছেন তাদের জন্য দারুন একটা রিসোর্স হিসেবে কাজ করবে অ্যাপটি ! প্রয়োজনীয় সব গ্রুরুত্বপূর্ণ ফর্মূলা এবং ইকুয়েশন নিয়ে তৈরী করা হয়েছে অ্যাপটিকে।

১২. Kalima [ পাঁচ কালিমা ] ঃ

একজন মুসলিম হিসেবে পাঁচ কালিমা জানা খুবই জরুরী ! এই পাঁচ কালিমাগুলি জানা না থাকলে অ্যাপটি ইনস্টল করুন এবং একটু একটু করে প্রতিদিন মুখস্থ করুন। আরবী এবং বাংলায় দুইভাবেই দেয়া আছে।

১৩. Math Formula ঃ

এই অ্যাপটি সাজানো হয়েছে গণিতের বিভিন্ন ফর্মূলা দিয়ে। যারা গণিত ভালবাসেন তারা এই অ্যাপটির প্রেমের পড়ে যাবেন!

১৪. Calculus Formula ঃ

ক্যালকুলাস এর যত্ত ফর্মূলা আছে তার প্রায় সবই পাবেন এই অ্যাপটিতে।

১৫. গাণিতিক সূত্রাবলি ঃ

নবম-দশম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের জন্য দরকারী একটি অ্যাপস। গণিতে কাঁচা হলে এই অ্যাপ ইনস্টল দিয়ে বেশি বেশি করে সূত্র মুখস্ত 😛 (i mean বুঝতে) করতে পারবেন। মজার ব্যাপার হল অ্যাপসটি বাংলায়।

এই ছিল জাকির ভাইয়ের এপর্যন্ত বানানো সবকটি অ্যাপস। তিনি আরো নতুন নতুন সব অ্যাপ নিয়ে কাজ করছেন এবং গুগল স্টোরে পাবলিশ করছেন। তাঁর বানানো নতুন নতুন সব অ্যাপস পেতে বুকমার্ক করে রাখতে পারেন নিচের লিংকটিঃ
https://play.google.com/store/apps/developer?id=Jakir+Hossain

তো? কেমন লাগল অ্যাপসগুলি। অবশ্যই মন্তব্য করে আপনার অনুভুতি জানাবেন 🙂 আর ভাল কোন অ্যাপ বানানোর আইডিয়া থাকলে অবশ্যই সেয়ার করবেন।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন । ডাউনলোড করতে দিলাম ।

জাকির ভাইয়ের দেশি পন্য(এপস)।ব্যবহার করে হন ধন্য।

সাইফুল ভাইকে ধন্যবাদ এই এপস গুলো আমাদের কে পরিচয় করানোর জন্য।

Level 0

দেশি পন্য ভাল খারাপ বুঝি না । আমি ব্যাবহার করছি আপনিও করুন 😀 দেশের টাকা দেশে রাখুন 🙂

    @eXtra: হ ভাই ! দেশীয় পণ্য আলকাতরার মতন ব্যবহার করতে হবে 😛

darun kaj.

Level 0

সাইফুল ভাই, এমন কোনো apps বা widget আছে আমি চাচ্ছি বাংলা ব্রেকিং নিউজ যেমন bangla.bdnews24.com বা amardeshonline.com এর যে ব্রেকিং নিউজ গুলা scrolling করতে থাকে ডান থেকে বায়ে ,অই নিউজ গুলা মোবাইল এর homescreen e scrolling হতে থাকবে ? এরকম এপস নেট এ পাইনাই।পাইলে লিঙ্ক দিয়েন please.

    @s302: আমার সংগ্রহে এরকম কোন এ্যাপস নাই। কখনো খোজ পেলে জানাব ইনশাআল্লাহ।

Level 0

অনেকদিন পর পরিচিত রুপে সাইফুল ভাইযের বরাবরের মতো অসাধারণ টিউন…..ভালো লাগলো…………..

Level 0

আমাকে একটু HELP করেন আমার টিউনটি হট টিউন SELECT করছে BUT আমি এখন টিউন করতে পারিছনা আমার PROFILE পুরো ফাকা একটু HELP করেন দয়া করে।

    @DJBs: নীতিমালা ভঙ্গের কারণে আপনার টিউনারশীপ বাতিল হয়ে থাকতে পারে।

ধন্যবাদ শেয়ার জন্য জন্য। এন্ড্রয়েড এ্যাপ ডেভেলপ নিয়ে কোন সাইট/টিউটরোরিয়াল কি আছে? সব যায়গাতেই শুধু বেসিক রয়েছে। স্টেপ বাই স্টেপ আলোচনা করে কোন একটি ভালো এ্যাপ ডেভেলপ করা হয়েছে এমন কোন কিছু কি আছে ?

    @এলিন: বাংলায় স্টেপ বাই স্টেপ পাবেন না। ইংরেজিতে পেতে পারেন। গুগল করেন।

      @সাইফুল ইসলাম: সাইফুল ভাই ধন্যবাদ আপনাকে। আমিও দেখেছি বাংলাতে পাচ্ছি না কিন্তু আমি ইংরেজিতেও তেমন পাচ্ছি না। আমি চাচ্ছিলাম ওয়েবভিত্তিক টিউটোরিয়াল তাও একদম বেসিক না। আমি যা পাই তা বেসিক আর কিছুটা পারি। 🙂

অসাধারণ বলতেই হয়। জাকির ভাইয়ের এপস এবং রেটিং দেখেই বোঝা যায় প্রফেশনাল মানের। তাছাড়া আইডিয়াগুলোও যেমন তেমন নয়। শুভকামনা!