দেশীয় কিছু রিব্রান্ড মোবাইল কোম্পানীর সুবাদে অনেকের হাতেই এখন অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টফোন। যা বর্তমানের প্রযুক্তিপ্রেমী এবং সবারই প্রায় সকল রকমের চাহিদাতো বটেই বরং হয়ে উঠেছে বিনোদনের এক জনপ্রিয় মাধ্যম। গতমাসেই বহুল প্রতিক্ষিত 3G নেটওয়ার্কের লাইসেন্সও ইতিমধ্যে বাংলাদেশের সকল GSM মোবাইল অপারেটর পেয়ে গেছে। তাই সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের সবার হাতে থাকবে 3G সাপোর্টেট স্মার্টফোন।
স্মার্টফোন বলতে বাংলাদেশে এখন অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেম নির্ভর ফোনগুলিই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বর্তমানে যারা নতুন ফোন কিনছেন কিংবা ফোন পরিবর্তন করছেন তাদের চাহিদা এবং পছন্দের শীর্ষে থাকছে এগুলি। আর এরই সুবাদে বাংলাদেশে তৈরী হচ্ছে নতুন নতুন ডেভলপার এবং তাঁরা ডেভলপ করছেন দারুন দারুন সব অ্যাপস।
টেকটিউনস এর টিউনারদের পরিচিত টপটিউনার ?জাকির ভাই আমার প্রিয় মানুষগুলির মধ্যে একজন। সম্প্রতি তিনি মেতেছেন অ্যান্ড্রয়েট অ্যাপস ডেভলপমেন্ট নিয়ে আর ইতিমধ্যে তৈরীও করে ফেলেছেন দরকারী এবং জ্ঞানমূলক কয়েকটি অ্যাপস। অনেকদিন টিউন করা হয়না ভাবলাম প্রিয় মানুষটির অ্যাপসগুলির একটা রিভিউ দিয়ে দেই ^_^
জাকির ভাইয়ের এ্যাপ ডেভলপমেন্টের শুরু মূলত এই অ্যাপ দিয়েই। এটা মূলত একটি এক্সপেরিমেন্টাল অ্যাপ। এবং তৈরী করা হয়েছে বাচ্চাদের জন্য। আরেকটা মজার ব্যাপার হল এই Slate এ কিন্তু আমিই প্রথম লিখেছিলাম 😉
মাথায় কখন কি আইডিয়া হুট করে চলে আছে তার কি কোন সময় আছে? ভাল আইডিয়া মন্দ আইডিয়া যত্ত প্রকার আইডিয়া আছে সব সাথে সাথেই লিপিবদ্ধ করতে সাহায্য করবে এই অ্যাপটি। এই বাণীটি নিশ্চই মনে আছে? "শুধুমাত্র একটি আইডিয়া, যা বদলে দিতে পারে আপনার জীবন" !
আমার মতে মার্কেটপ্লেসগুলির মধ্যে সেরাটিই হল Elance ! অন্য কোন মার্কেটে এই মার্কেটের মত সুবিধা আমি অন্তত পাইনি। যাহোক যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছেন কিংবা উঠতি ফ্রিল্যান্সার তাদের জন্য এই অ্যাপটি দারুন কাজের। ইল্যান্সে কাজ করার এবং মার্কেটপ্লেস সমন্ধে ধারণার জন্য অ্যাপটি আপনার দারুন উপকারে আসবে।
এটা অবশ্যি সবার জন্য না এবং সবার কাজে লাগবেও না। এটা মূলত যেকোন সাইজকে Pixel থেকে em এ কনভার্ট করা যায়। যারা ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্ট এর কাজ করেন তাদের কাজে লাগবে।
বড় বড় দার্শনিক, গুরু, সেলিব্রেটি ইত্যাদির কথা কার না ভাল লাগে? তাঁদের রেখে যাওয়া বাণীগুলি জীবনের বিভিন্ন কাজের অনুপ্রেরণা জাগায় এবং বেঁচে থাকার জন্য বিভিন্নভাবে সাহায্য করে। তাঁদের এসব দারুন দারুন অনুপ্রেরনার বাণী নিয়েই তৈরী হয়েছে করা হয়েছে এই অ্যাপটি।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মহান মুক্তিযোদ্ধাদের লেখা চিঠির কালেকশন নিয়ে তৈরী হয়েছে এই অ্যাপটি। যুদ্ধ চলাকালিন সময়ে যোদ্ধারা তাদের প্রিয়জনদের যে চিটিগুলি লিখেছেন সেগুলিই পড়তে পারবেন এই অ্যাপটির সাহায্যে।
একাউন্টিং নিয়ে যারা লেখাপড়া করছেন দারুন কাজে আসবে এই অ্যাপটি। প্রয়োজনীয় সকল সূত্র এবং নিয়মকানুন দিয়ে সাজানো হয়েছে অ্যাপটি।
এই অ্যাপটিতে Microeconomics এর ব্যাসিক কিছু জিনিস আলোচনা করা হয়েছে। কাজে লাগলে ইনস্টল করে রাখতে পারেন।
এই অ্যাপটিতেও Macro Economics এর ব্যাসিক জিনিসগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। যারা এই বিষয়ে পড়ছেন তাদের কাজে লাগবে।
SEO সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই অ্যাপটিতে। ওয়েব ডেভলপারদের জন্য অনেক দরকারী একটি অ্যাপস।
ফিজিক্স নিয়ে যারা পড়ছেন তাদের জন্য দারুন একটা রিসোর্স হিসেবে কাজ করবে অ্যাপটি ! প্রয়োজনীয় সব গ্রুরুত্বপূর্ণ ফর্মূলা এবং ইকুয়েশন নিয়ে তৈরী করা হয়েছে অ্যাপটিকে।
একজন মুসলিম হিসেবে পাঁচ কালিমা জানা খুবই জরুরী ! এই পাঁচ কালিমাগুলি জানা না থাকলে অ্যাপটি ইনস্টল করুন এবং একটু একটু করে প্রতিদিন মুখস্থ করুন। আরবী এবং বাংলায় দুইভাবেই দেয়া আছে।
এই অ্যাপটি সাজানো হয়েছে গণিতের বিভিন্ন ফর্মূলা দিয়ে। যারা গণিত ভালবাসেন তারা এই অ্যাপটির প্রেমের পড়ে যাবেন!
ক্যালকুলাস এর যত্ত ফর্মূলা আছে তার প্রায় সবই পাবেন এই অ্যাপটিতে।
নবম-দশম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের জন্য দরকারী একটি অ্যাপস। গণিতে কাঁচা হলে এই অ্যাপ ইনস্টল দিয়ে বেশি বেশি করে সূত্র মুখস্ত 😛 (i mean বুঝতে) করতে পারবেন। মজার ব্যাপার হল অ্যাপসটি বাংলায়।
এই ছিল জাকির ভাইয়ের এপর্যন্ত বানানো সবকটি অ্যাপস। তিনি আরো নতুন নতুন সব অ্যাপ নিয়ে কাজ করছেন এবং গুগল স্টোরে পাবলিশ করছেন। তাঁর বানানো নতুন নতুন সব অ্যাপস পেতে বুকমার্ক করে রাখতে পারেন নিচের লিংকটিঃ
https://play.google.com/store/apps/developer?id=Jakir+Hossain
তো? কেমন লাগল অ্যাপসগুলি। অবশ্যই মন্তব্য করে আপনার অনুভুতি জানাবেন 🙂 আর ভাল কোন অ্যাপ বানানোর আইডিয়া থাকলে অবশ্যই সেয়ার করবেন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
অসাধারন । ডাউনলোড করতে দিলাম ।