বর্তমানে মোবাইল ফোন বা ট্যাবলেটের জন্য এন্ড্রয়েড একটি অসাধারন অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম এত জনপ্রিয় হবার কারন হল এটি ওপেনসোর্স এবং ইউজার ফ্রেন্ডলি। এন্ড্রয়েড দুনিয়ায় অনেক অসাধারন অসাধারন গেম, এপ্লিকেশন, লাইভ ওয়ালপেরার, থিম ইত্যাদি অনেক সহজ লভ্য। আজ থেকে আমি আপনাদের মাঝে এই এন্ড্রয়েডের সব অসাধারন সব গেমস, এপ্লিকেশন্স, লাইভ ওয়ালপেপার ইত্যাদি শেয়ার করব নিয়মিত। তাহলে আজ থেকেই শুরু করা যাক।
১ম পর্বে আমি আপনাদের মাঝে শেয়ার করব এন্ড্রয়েড একটি অসাধারন এইসডি গেমস।
এককথায় বলতেগেলে অসাধারন গেমস। গেমটি আসলে অ্যাকশান গেম। যারা অ্যাকশান গেম ভালবাসেন যেমনঃ call of duty বা Butterfield তাদের জন্য এটি অসাধারন গেম হয়ে উঠতে পারে। গেমটিতে আছে মাল্টিপ্লেয়ার গেমিং এর শুবিধা। আরো পর্বের উত্তেজনাকর ১০ টি লেভেল। গেমারদের জন্য সবগুলো লেভেল পার হওয়া অনেক কঠিন হয়। করন গেমের লেভেল গুলো বেশ কঠিন। আর গ্রাফিক্স এর কথা নাই বা বললাম। খেলেই দেখে নিবে। 🙂
গেমটি ডেভলপ করেছে গেমলফট। আর গেম লফট এর গেমের কোয়ালিটি আপনারা মুটামুটি সবাই জানেন। আমি নিচে গেমটির কিছু স্ক্রিন শট দিলাম।
গেমের সাইজ অনেক বড়। প্রায় ১.৯ গিগাবাইট। 🙁
ভয়ের কিছু নাই। ডেভলপার রা গেমটিকে মোট ১২ টি পার্ট করে আপলোড করেছে। যাতে ডাউনলোডের জন্য খুব বেশি ঝামেলা পোহাতে না হয়।
1. Install APK
2. Copy ‘com.gameloft.android.ANMP.GloftN3HM’ folder to ‘/sdcard/Android/obb’
3. Copy patch.1070.obb file to ‘sdcard/Android/obb/com.gameloft.android.ANMP.GloftN3HM’ folder
4. Launch the Game (Run online@ 1st run)
ভাল লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ
আমি ড়িত কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
THANKS …