সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।সবাই নিশ্চই ভালো আছেন।আজকে আমি আলোচনা করবো দারুন একটি আন্ড্রয়েড প্রিমিয়াম লান্চার নিয়ে।সম্পুর্ন ৩ডি লান্সারটি।দারুন সব ফিউচার।আমিতো শুরুতে স্ক্রিন শর্ট দেখে ভালো লেগে যায়।এরকম একটি আন্ড্রয়েড আপস কি ফ্রিতে দেয়!!! আমি গুগুল প্লে তে গিয়েতো পুরাপুরি টাস্কিত।দাম $১৫.৯৯ মানে $১৬ ডলারই ধরা যায়।পরে অনেক খুজে পাওয়া গেলো গোপন রহস্য এবং অবশেষে গুগুল মামাকে কাচা কলা দেখিয়ে নিয়ে নিলাম $১৫.৯৯ ডলারের জিনিস ফ্রিতে।যাই হোক কিছু ফিউচার আপনাদের সাথে আলোচনা করবো সাথে থাকবে স্ক্রিন শর্ট আর ডাইরেক্ট ডাউনলোড লিংকতো আছেই।
ফিউচার :
১) সম্পুর্ন 3D হোম স্ক্রিন এবং Transition Effect ।
২) 3D স্ক্রিন প্রিভিউ সাথে dazzling এনিম্যাশ।
৩) বিভিন্ন সিস্টেমের আইক।
৪) ফেন্সি 3D ইফেক্ট ওয়াইডগেট সাথে buttery smooth experience ।
৫) ফাইল সাইজ 10.66 M ।
৬) আন্ড্রয়েড ২.২ এর উপর সব গুলো ডিবাইসে চলবে।
আপনাদের হয়তো মনে আসতে পারে আমি সত্য কথা বলছি কিনা এটার দাম যে ১৫.৯৯ ডলার তার জন্য গুগুল প্লে লিংক দিলাম
ডাউনলোড
এই লেখাটি Androik.com এর ইংরেজী ভার্সন থেকে বাংলায় লেখা হয়েছে।
স্ক্রিন শর্ট:-
আমি টেকাটুকা চাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন জিনিষ ভাই। শেয়ার করার জন্য ধন্যবাদ।