গেম জোন : অ্যান্ড্রয়েড [পর্ব-১০] :: BackStab +ডাওনলোড লিঙ্ক

হাই কেমন আছেন আশা করি ভাল আছেন অনেক দিন পর লেখা আজকে আমি নতুন চেইন টিউন নিয়ে লিখতে  টিউন নিয়ে লিখতে বসলাম আর তাছাড়া আমি অনেক বিজি দিন কাটাচ্ছি ১৭ই নভেম্বর এর পর আমি আবার আপনাদের সাথে কানেক্টেড হবো তাই আজকের টিউন আর একটি কথা  টেক টিউন হট লাইন নাম্বার থাকলে ভাল হত যেখানে টিউনার তার সমস্যা নিয়ে টেক টিউন মোডারেটর দের সাথে কথা বলতে পারত ।যেমন জিপি কাস্টমার কেয়ার এর মত সেখানে আপনি কার বিষয়ে কমপ্লেইন অথবা আপনার আপনার চেইন টিউন এ অ্যাড না হওয়া টিউন বা টেকটিউন এর কোন বাগ আর অনেকেরই সমস্যা হয় ডেস্ক এ বলতে। কিন্তু ফোনে বা হট লাইন নাম্বারে ফোন করলে টিউনার এর বুঝাতে সুবিধা হয়।

এটা শুধু আমার দৃষ্টি ভঙ্গিতে কার কেমন লেগেছে প্লিস টিউন করে জানাবেন

তো

শুরু করলাম আজকের টিউন হল: BackStab

এই গেমস টি একটি আকশন ধাচের গেমস। Android এর উপর প্রথম বার ।এমন একটি সুন্দর  গেমস তৈরি হয়েছে ।কারন গেম টির পট ভুমি  18th শতাব্দীর । আর এটি রিলিস এর পর অনেক জনপ্রিয়তা কুরিয়েছে আর অ্যান্ড্রইয়েড গেমার মধ্য অনেক সারা জাগিয়ে ছিল তাছাড়া এটি বের হয়েছে যখন তখন এটি ইন্টার ন্যাশনাল ‘হিটস অফ টাইটেল’ এওয়ার্ড পেয়ে ছিল।

গেমস এর বাইও ডাটা

পাবলিশার

Game Loft

ডেভলপার

Game Loft

Genre [জেনার]:

Action

ইঞ্জিনঃ

Havok Engine /Unreal Engien{গেম লফট}

রিলিসঃ

june 23, 2011

Device:

Android , i-Phone

সিস্টেম রিকোমেন্ট

সিপিউঃ

ডুয়েল কোর { এর কম বা বেশি হলে সমস্যা নাই কারন আমি সামসাং সিঙ্গেল কোরে ৭৫০ mhz  খেলেছি কিন্তু আমার মামাতো ভাই তার {লিমানান-চায়না] ডুয়াল কোরে ১ghz এ খেলতে পারে নাই কে যানে মনে হয় সিঙ্গেল কোরেই ডুয়েল কোর লেবেল লাগিয়ে দিয়েছে}

জিপিউঃ

মালি ৪০০,পাওয়ার vgx ৫৪০ এর {কম হলে সমস্যা নাই কিন্তু cpu এর উপর চাপ পড়বে বেশি তাছাড়া রাম একটু বেশি খরচ হবে}

র‍্যামঃ

৭০০ এমবি {৫১২ /৬০০ এম বি হলে প্রবলেম নাই কিন্তু ল্যাগ করতে পারে তাই কিন্তু ভাল মানের যেমন সনি,সামসাং ইত্যাদি মোবাইলে ৪৫০ এম বি তেও ল্যাগ করে না }

Sd space(মেমোরিতে খালি জায়গা):

9০০ এমবি {ডিভাইস বুঝে কম বা বেশি হতে পারে}

ডাওনলোড লিঙ্কঃ

ডাওনলোড লিঙ্ক একটা বড় সমস্যা মাঝে মাঝে তো ভুল করে ডাওনলোড লিঙ্ক দিয়ে আন্ড্রয়েড এর যায় গায় আইফোন এর গেমস এর লিঙ্ক দিয়ে দেই তাই ভেবেছি ডাওনলোড লিঙ্ক দেবই না কিন্তু কি করব বলেন ডাওনলোড লিঙ্ক ছাড়া আবার টিউন ল্যাংটা লাগে । আমি তো আর সবজান্তা সমসের নই তাই আমার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন and

ডাওনলোড করবেন নিজ দায়িত্বে আর আপনাদের সুবিধা অনুযায়ী যেগুলো ভাল মত কাজ করবে সেগুলোর পাশে *** এই থ্রী স্টার দেব এই ভাবে আপনি বুঝতে পারবেন লিঙ্ক নিরাপদ কিন্তু অনাকাংখিত দুর্ঘটনার জন্য আমি দায়ি নই।কিন্তু আপনি আমাকে এই বিসয়ে বলতে পারেন ।

গেম প্লেঃ

গেম টির পট ভুমি  18th শতাব্দীর ক্যারিবিয়ান দ্বীপে । Android এর উপর প্রথম বার ।এমন একটি সুন্দর  গেমস তৈরি হয়েছে

"প্লেয়ার এর নাম ‘হেনরি ব্লেক’, ইংল্যান্ড এর রয়াল নেভির একজন গর্বিত ও এবং ব্রিলিয়েন্ট  অফিসার ছিল.

কিন্তু এখন সে একজন সর্বস্বান্ত মানুশ .কারন রাজ সভার কিছু লোক তার সাথে  বিশ্বাসঘাতকতা করে ,অন্যায় ভাবে লোকজন দের অপর তাদের ক্ষমতা প্রয়োগ করতে থাকে আর ‘হেনরি ব্লেক’ বাধা দেওয়াতে , তাকে এবং তার স্ত্রী একে নিয়ে যাওয়া হয় ,এবং  তাকে কারারুদ্ধ করা হয় ।

‘হেনরি ব্লেক’

এবং তার স্ত্রীকে খুন করা হয়, এবং তখন সে কোন ভাবে পালিয়ে যায় ।

আর পরে  প্রতিশোধ এর নেশায় হন্য হয়ে যায় আর এভাবেই কাহিনী এগয়

হেনরি ব্লেক, যার জীবনের অদূরে ছিনতাই হয়ে গেছে সব সুখ এবং পরিনিত হয়েছে একটি গভীর ক্ষোভ ও হতাশা গ্রস্থ মানুষে যার এক মাত্র লক্ষ্য  প্রতিশোধের নেওয়া  এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ।

আর আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং প্রতিপক্ষ আঘাত হানার জন্য। আপনি বিভিন্ন সেটিংস মাধ্যমে আপনার কন্ট্রলিং করতে পারবেন ।যেমন আপনার উপায়য়ে তিড়িং করে লাফ এবং ছিঁচকে চোর মত আরোহণ করতে পারবেন।

আপনার  বাচতে হলে আপনার মারাত্মক যুদ্ধ দক্ষতা এবং কম্বো ভিত্তিক যুদ্ধ সিস্টেম ব্যবহার করতে হবে.

আর এই গেমসে একটি বিশাল দ্বীপ জুড়ে অবাধে ভ্রমণ করার  সুযোগ রয়েছে।

এবং

তার মহৎ ও পুরো 3D পরিবেশের উপর দৃষ্টিতে এবং আপনি কাছাকাছি একটি immersive, বাস্তবসম্মত বিশ্বের অনুভূতি পাবেন ।

আমার নিজের অভিজ্ঞতা থেকে  ভয়েস প্রভাব সঙ্গে চিত্তাকর্ষক ও  কথাবার্তা অনেক জীবন্ত যা আপনার খেলার মজা ২গুন নয় চার গুন করে দেবে .

স্মার্টফোন gamers জন্য একটি অভূতপূর্ব এবং মূল ব্লকবাস্টার

সেরা গ্রাফিক্স, একটি অভূতপূর্ব গল্প ও অবিরাম বিষয়বস্তু সঙ্গে একটি ব্লকবাস্টার উত্পাদন আবিষ্কার করার সুযোগ.

খোলা পরিবেশে, গভীর যুদ্ধ, platforming এবং আরো সঙ্গে একটি কর্ম বস্তাবন্দী সাহসিক অভিজ্ঞতা. বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধ একটি অন্ধকার এবং কর্ম বস্তাবন্দী গল্প প্রথম আলো ট্রাস্ট

তাকে বিশ্বাসঘাতকতা যারা নেভিগেশন কিন্তু প্রতিহিংসা জন্য বাস বামে কিছুই সঙ্গে একটি দুর্বৃত্ত হত্যাকারী হয়ে উঠুন.

দ্রুততা, শক্তি এবং আপনার টার্গেটের উপর ড্রপ পেতে ধূর্ত ব্যবহার করুন, তাদের দ্রুত নির্মূল করুন.

মাস্টার্স আপনি এবং আপনার লুঠ মধ্যে বধ কেউ দাঁড়িয়ে আপনি কম্বো ভিত্তিক যুদ্ধ সিস্টেম.

চিত্তাকর্ষক চরিত্র কথাবার্তাও এবং জীবন্ত বলিয়া প্রতীয়মান ভয়েস প্রভাব মাধ্যমে একটি immersive বিশ্বের অভিজ্ঞতা.

জঙ্গলে, সৈকত, একটি আগ্নেয়গিরি এবং আরও মত বহিরাগত 3D পরিবেশের পুরো একটি সুবিশাল দ্বীপ জুড়ে ঘোরাঘুরি সুযোগ.

নতুন ৪ শহর এবং গোপন  তথ্য ক্লু তদন্ত করার সুযোগ.

'

শেষ করতে হল আজকের টিউন

আমার টিউন গুলো একমাত্র টেকটিউন এ শেয়ার করি যদি কেও অন্য যায়গায় দেখেন প্লিস আমাকে ইনফ্রম

আর যদি কেও পারসনাল ব্লগে রাখতে চান তো টেক টিউন এর লিঙ্ক যেমনঃhttps://www.techtunes.io/android-apps/tune-id/236856 দিয়ে আমার নামটি উল্লেখ করবেন ও আমাকে কমেন্ট করে যানাবেন

Level 0

আমি অ্যান্ড্রয়েড গেমওয়ালা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সালাম ভাইয়া। ভাবতে খুব ভালো লাগছে , আমিই আপনার টিউনের প্রথম কমেন্ট করেছি। সত্যিই অসাধারণ টিইন ।

সালাম ভাইয়া। ভাবতে খুব ভালো লাগছে , আমিই আপনার টিউনের প্রথম কমেন্ট করেছি। সত্যিই অসাধারণ টিইন । সরাসরি প্রিয়তেই।

@মোঃরিয়াজ উদ্দিন: @মোঃরিয়াজ উদ্দিন: ভাই কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ আর আপনাদের নিয়েই তো আমি ।দোয়া করবেন যাতে নিয়মিত টিউন করতে পারি…

Level New

Nije likhten aro valo hoto. translate korar karone puro bangla tai palte gese.

    @saif_precio: না ভাই আমি ট্রান্সলেটর ব্যবহার যদি করতাম তাহলে আপনি টিউনের আগা গোরা কিছুই পেতেন না হ্যা মানলাম যে আমি অতটা শুদ্ধ বা সাজিয়ে লিখতে পারি নাই কিন্তু আমি কখনই ট্রান্সলেটর ব্যবহার করি নাই কারন ট্রান্সলেটর ব্যবহার করে দেখি বাংলা আর ইংলিশ মিলে ‘বাংলিশ’ এবং ট্রান্সলেটর শুধু মাত্র কিছু ওয়ার্ড পাল্টায় কিন্তু সেন্টেস পাল্টায় না আর কমেন্ট এর জন্য থ্যাংকস……………

Level 0

@ অ্যান্ড্রয়েড গেমওয়ালা: ভাই প্রথমেই আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এতো কষ্ট করে আমাদেরকে ভাল মানের গেম উপহার দেয়ার জন্য ।

I have a game request and that is any football game. thanks

Level 0

first apnake thanks janai apanar ei sundor tune tir jonno. vaia sd file kothai copy korbo jodi ektu bolten…coz ami (androide/data/sd file ) evabe copy korcelam but luv hoinai…wifi conection chai…plz help me

vai download kora jay na to.