গুগল প্লের আদর্শ বিকল্প। যারা শুধু ইনস্টল না, তার সাথে ফাইলটাও সংরক্ষণ করতে চান তাদের জন্য।

আমরা যারা এন্ড্রয়েড সেট চালাই, তাদের নিকট গুগল প্লে টা আর নতুন কিছু নয়। কিন্তু এর একটা প্রধান সমস্যা হলো এটা থেকে ফাইল ইনস্টল করা গেলেও সেভ করতে পারিনা, আবার ই-মেইল আইডি লাগে। যদিও বর্তমানে বিভিন্ন উপায় বের হয়েছে ফাইল সেভ করে রাখার জন্যে, কিন্তু তা অনেকের জন্য ঝামেলার। আবার কেউ কারো সাথে ফাইল শেয়ার করতে চাইলো কিন্তু পারলোনা, এ মুহূর্তে বন্ধুর বা ভুক্তোভোগীর মন খারাপ করা ছাড়া কোনো উপায় নাই। নিজের কাছেও খারাপ লাগার কথা। আর কিছু নিয়মে ফাইল ডাউনলোড করা গেলেও বেশীরভাগ সময় তা শুধু কম্পিউটার এর জন্য।

কিন্তু যারা নিয়মিত সফ্ট্ওয়্যার আর গেমস ইনস্টল আর আনইনস্টল করেন তাদের জন্য একটু ঝামেলার, বিশেষত তখন যখন পুরানো সফ্ট্ওয়্যার বা গেমস তাদের আবার ইনস্টল করতে মন চায়।

আমাদের এ সমস্যার সমাধান দিতে পারে 1 mobile market

আপনি আপনার এন্ড্যয়েড সেট এর জন্য যাবতীয় সকল এপস্ এখান থেকে ডাউনলোড ও সেভ করে নিতে পারবেন। আর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে রেজিসট্রেশন এর দরকার নেই। এছারাও গুগল প্লের মতো সকল ফীচার যেমন রেটিং, আপডেট, রিভিউ, টপ এপস্ ইত্যাদি রয়েছে। তবে আপনি রেজিসট্রেশন করলে নিয়মিত আপডেট ও কিছু বাড়তি সুবিধা পাবেন।

তাহলে সরাসরি এন্ড্রয়েড এপস ডাউনলোড এর জন্যে আর চিন্তা নেই।

মোবাইল ও ট্যাব এর জন্যে - ডাউনলোড

এইটা ছারাও আরও আছে মোবোমার্কেট। এটায় আবার ওয়ালপেপার,রিংটোন, লাইভ ওয়ালপেপার ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। তবে আমার কাছে ওয়ান মোবাইল মার্কেট টা মোবোমার্কেট এর থেকে বেশী ভালোলেগেছে বলে প্রেফার করলাম।

টেকটিউন্সে আমি ৩ বছর পর টিউন করলাম, তবে পাঠক হিসেবে আমি নিয়মিত। সফ্টওয়্যার টা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে মতামত প্রকাশ করবেন।

ধন্যবাদ

Level New

আমি অয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am now student in United international university(UIU). And studying in Electrical and Electronic Engineering(EEE).


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ারের জন্য ধন্যবাদ। আগেই জানতাম। তবে ইনস্টলকৃত ফাইলের ব্যকআপ খুব সহজেই রাখা যায়।

Level 0

ভাই এতো ঝামেলা না করে প্লে স্টোর থেকে ফাইল নামান সেট এ, আর তার ব্যাক-আপ রাখুন আপনার মোবাইলেই..
এটা দেখেন..
https://play.google.com/store/apps/details?id=com.advancedprocessmanager

Level 2

ভাই আআপনি! কি এন্ড্র‍্যেড ব্যাবহার করেন?

    Level New

    @nayeem01: জী ভাই, আমি সিমপ্ফনি ব্যাবহার করতাম। ওটা বিক্রি করে দিসি, এখন আরেকটা সেট কিনবো।

Level 0

Bhaiya,ektu help koren pls.Amar W15 set e ‘Armor for Android ‘ namer akta app install koresilam.But ota ar uninstall kara jaccena.Ki korbo bolben pls?