Android অপারেটিং সিসটেম বর্তমানে বহুল প্রচলিত ও জনপ্রিয়। আমরা অনেকই চাই Android Apps Devloping শিখতে কিন্তু কোথায় বা কিভাবে শুরু করব তা কিছুতেই বুঝে উঠতে পারি না। তাই আমি চেষ্ঠা করলাম আপনাদের কিছুটা সাহায্য করতে।
আমার মতে প্রথমেই কোন শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে অনলাইনে নিজে নিজে কিছুটা চেষ্ঠা করে নেয়া উচিত। এতে করে নিজের সৃজনশীলতা বুঝা যায়। এতে করে আপনি সহজেই আচ করতে পারবেন আপনার আগ্রহ বা সহ্য বা ধর্য সম্পর্কে। তাই আগে ইউটিউব ও বিভিন্ন ফোরামের ও ফ্রিতে টিচিং দেয়া ওয়েব সাইটের সাহায্য নেন। তারপর ডিসিশন নেন কি করবেন। হুট করে একটা কোচিং বা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেলেই কিন্তু সব শেষ না, তখন দেখা দিতে পারে নতুন সমস্যা। তাই আপনাদের সুবিধার জন্য ফ্রিতে অনলাইনের Android Apps Develop করা যায় এমন ১১ টি ওয়েব সাইটের ঠিকানা নিয়ে আসলাম।
এক একটা সাইটের ইন্টারফেস এক এক রকম তাই বিচলিত না হয়ে আস্তে আস্তে শিখতে চেষ্ঠা করুন। আর একটা জিনিস মনে রাখবেন একদিনে কোন কিছুই সম্ভব না।
"ছোট ছোট বালু কনা,
বিন্দু বিন্দু জল।
গড়ে তুলে মহাদেশ,
সাগর অতল।"
আর আমরাও কিন্তু মায়ের পেটে ১০ মাস ১০ দিন থেকে পৃথিবীর আলো বাতাস দেখেছি। তাই বলব সহজেই হতাশ না হয়ে লেগে থাকুন, সফলতা একদিন আপনার পায়ে হুমরি খেয়ে পড়বে।
যেকোন সফটওয়্যার, গেমস, গেজেট ফ্রিতে ডাউনলোড করতে ভিসিট করুন আমার সাইট "ফ্রি ডাউনলোড জোন ২৪"
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
আমি প্রতিবাদী ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি বলব, আমার সম্পর্কে তেমন কিছুই বলার নাই।
সাইট গুলো অনেক উপকারী যারা প্রগ্রামীং খুব ভাল জানেন না তাদের জন্যে অনেক কাজের
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে