এন্ড্রয়েড ডেভেলপার এবং আগ্রহীদের নিয়ে হয়ে গেলো সুন্দর একটি ইভেন্ট।

এন্ড্রয়েড অ্যাপ তৈরি করছে বা সামনে করতে চায় তাদের নিয়ে হয়ে গেলো Get Together with Android Developer ইভেন্টটি।
ইভেন্টে এন্ড্রয়েড অ্যাপ, ডেভেলপমেন্ট টুলস, ডেভেলপ করার প্রক্রিয়া, এন্ড্রয়েড ডেভেলপার মার্কেটপ্লেস, গুগল প্লে স্টোর সহ অনেক গুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।  আলোচনা করা হয়েছে কিভাবে অ্যাপগুলোকে মানিটাইজ করা যায় ইত্যাদি নিয়ে। ধারনা দেওয়া হয়েছে ক্রস প্লাটফরম অ্যাপ এবং নেটিভ অ্যাপ সম্পর্কে। ওয়েব টেকনলজি ব্যবহার করে কিভাবে অ্যাপ তৈরি করা যায় তা সম্পর্কেও আলোচনা করা হয়েছে। নতুনরা কিভাবে শুরু করতে পারে তা নিয়ে দেওয়া হয়েছে গাইডলাইন।

আমাদের ইভেন্টটি মূলত একটা আড্ডার মত হয়েছে। ৪টায় ইভেন্টটি শুরু হয়েছে সবার পরিচয় পর্ব নিয়ে। এর পর এন্ড্রয়েড ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনায় অংশ নিয়েছি আমি এবং রুপক ভাই।  রলিন ভাই এবং চয়ন ভাই শেয়ার করেছে হ্যাকাথনে তাদের সাবমিট করা অ্যাপ সম্পর্কে।  আলোচনার পর সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে।

ইভেন্টের শেষের দিকে শেয়ার করা হয়েছে এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং গেমস ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়াল এবং ডেভেলপ করারজন্য প্রয়জনীয় টুলস গুলো।

ইভেন্টে সবাই বলছিল যেন প্রতি মাসে এমন একটা ইভেন্ট হয়। তাই আমরা ইনশাহআল্লাহ প্রতিমাসে এমন একটি ইভেন্টের আয়োজন করব। আমাদের ইভেন্টটি হয়েছে মুলত এন্ড্রয়েড অ্যাপ এবং গেমস এর উপর। তারপরও আমরা ক্রস প্লাটফরম অ্যাপ নিয়ে আলোচনা করেছি। আমরা এর পর থেকে এন্ড্রয়েড এর পাশা পাশি অন্যান্য প্লাটফরম সম্পর্কেও আলোচনা করব। করব আইওএস এবং উইন্ডোজ ফোন নিয়ে। আমরা একটি গ্রুপ খুলেছি, নাম App Dev Community [অ্যাপ ডেভ কমিউনিটি] এর পরবর্তীতে সকল আপডেট গ্রুপে শেয়ার করা হবে।
এবারের ইভেন্টি হয়েছে আউটডোরে, এর পর আমরা চেষ্টা করব ইনডোর ইভেন্ট করার জন্য। এর থেকে বড়  পরিসরে। এর থেকে আরো সুন্দর ভাবে। দোয়া করবেন সবাই।

ইভেন্ট থেকে কিছু ছবিঃ
ফটোক্রেডিটঃ মেহেদি হাসান




DSC01124 DSC01122 DSC01121 DSC01120 DSC01125 DSC01119 DSC01116 DSC01103 DSC01104 DSC01105 DSC01106 DSC01107 DSC01102 DSC01101 DSC01100 DSC01098 DSC01097 DSC01085 DSC01086 DSC01088 DSC01089 DSC01091 DSC01084 DSC01083 DSC01081 DSC01077 DSC01078

এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপার মীটআপ

DSC01136

DSC01126

DSC01128

DSC01127

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব খারাপ লাগছে ভাই,ঢাকায় থাকিনা তাই……এত সুন্দর একটা ইভেন্টকে আর আপনাদের সবাইকে এক সাথে দেখার সুযোগটা মিস করলাম।আমরা যারা গ্রামে থাকি,তারা কি একদম অকাজের?আমাদের ডিজিটাল জেলা যশোরে তো একটা ইভেন্ট করলে হয়!

    @শ্যামল কুমার (জয়): ভাই আপনি যশোর এর কোন জায়গায় থাকেন? আমি যশোর পুলিশ লাইনে আছি।

অনেক সুন্দর। আমরা যারা ঢাকার ভাইরে আছি ,আমরা কিভাবে গাইড লাইন পেতে পারি ।

Level 0

Nice tune!. vaiya ama k ektu information dile valo hoito j ami kibhabe android apps a data base creat korbo. mane ami data base a kiso data store korbo ja pps dia retrive korajabe. er jonno amer ki ki tools lagbe?? plz ektu janan.(ami eclips die kiso chot project kor c)