Adult সহ যে কোন Website ব্লক করুন অ্যান্ড্রয়েড মোবাইল এ

অনেক সময় বাচ্চাদের হাতে যেনো বাজে কনো সাইট না পরে সে জন্য এ কাজটা আমরা করতে পারি। অনাকাঙ্ক্ষিত কেউ যাতে যত্রতত্র যেকোনো ওয়েবসাইটে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা সহজেই করা যায়। স্মার্টফোনে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট যাতে না খোলে (ব্লক), সে জন্য ওই সাইট ব্লক করে রাখতে হয়।

এখান থেকে হোস্ট এডিটর নামের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন । অ্যাপসটি নামিয়ে ফোনে ইনস্টল করে নিন। ইনস্টল শেষে সেটি চালু করে মেনু থেকে New Entry নির্বাচন করুন। এবার IP Address ঘরে 127.0.0.1 লিখে Host Entries ঘরে যে সাইট ব্লক করতে চান, তার ঠিকানা (যেমন http://www.facebook.com) লিখে Save New Host চেপে সেটি সংরক্ষণ করে দিন। এভাবে যতগুলো সাইট ব্লক করা দরকার, New Entry চেপে তা করে নিন। খেয়াল রাখুন, প্রথম সাইট ব্লকের জন্য IP Address ঘরে 127.0.0.1 লিখলে পরেরটির জন্য 127.0.0.2 লিখতে হবে।

এভাবে সাইট যত ব্লক করবেন, প্রতিবার IP Address ঘরের আইপি ঠিকানার শেষের ব্লক পর্যায়ক্রমে বাড়তে থাকবে। এভাবে কাজটি করলে নির্দিষ্ট সাইট ব্লক হবে এবং কেউ সেটিতে ঢুকতে (ভিজিট) পারবে না। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে নেটওয়ার্কের হোস্ট ফাইলকে সম্পাদন করার মাধ্যমে আপনার স্মার্টফোনে সাইট ব্রাউজিংয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা আনা যায়। মূলত হোস্ট এডিটর প্রতি ওয়েবসাইটের জন্য একটি আইপি অ্যাড্রেস নির্ধারণ করে এবং অনুমতি ছাড়া কাউকে সেই সাইটে প্রবেশ করতে দেয় না। তাই সাইট ব্লক করতে কিছু নিয়ম মেনে চলতে হবে।
আনব্লক করতে চাইলে 127.0.0.2 http://www.facebook.com মুছে দিন (আপনে যেটা ব্লক করেছেন সেই লাইনটা মুছে দিন)

পূর্বে এখানে প্রকাশ
সময় থাকলে আমার সাইট এ ঘুরতে আইসেন আর এরকম অনেক ট্রিক্স পাইবেন

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন জিনিস শিখালেন ভাই।
অনেক ধন্যবাদ। রুট করা লাগবে নাকি?

হে রুট করা লাগবে ।

w35 root korar kono upai ase ki?

Level 0

vai valo laglo tbe kharap laglo apni sorasori xx x .com dia felsen
eta change kre onno kisu lekhen

ha ha ha vai example hishebe fb use korten shorashori xxx.com 🙂