আশা করছি সবাই ভালো আছেন।
জনপ্রিয় টিউন:- এবার টাকা ছাড়াই নিজের পিসিতে বসে Nokia মাল্টিমিডিয়া মোবাইল ফ্লাস দিন।
দৈনন্দিন জিবনে এন্ডয়েড মোবাইলের ব্যাপক প্রসারতা লক্ষ্য করা যাচ্ছে। দিন দিন এই ডিভাইসটি ব্যবহারকারীগণের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করছে।এন্ডয়েড ডিভাইসে বিভিন্ন সুবিধাদির কারণে অনেকেই মোবাইল ভিত্তিক ইন্টারনেট ব্যবহারের জন্য এন্ডয়েড ডিভাইস কে গুরত্ব দিয়ে থাকেন। এন্ডয়েডের অনেকগুলো ইন্টারনেট ব্রাউজার রয়েছে। এগুলো মূলত কিছু বিষয়ের উপর গুরত্ব দিয়ে তৈরি করা হয়েছে।
সাধারণত এন্ডয়েডের জন্য দুই ধরনের ব্রাউজার ই দৃশ্যমান:
নিম্নে সেরা ৫টি এন্ড্রয়েড ওয়েব ব্রাউজার দেওয়া হল।
Dolphin HD ব্রাউজার মোজিলা এর জনপ্রিয় ডেস্কটপ ভিত্তিক ফায়ারফক্স ওয়েব ব্রাউজার এর অনুকরণীয় একটি ব্রাউজার। এতে এড-অন যুক্ত করার সুবিধা রয়েছে। এতে অনেক সুবিধা রয়েছে। এই ব্রাউজার টি আকর্ষনীয় কালার ভিত্তিক তৈরি করা হয়েছে।
Dolphin Browser এর সেরা ফিচারসমূহ:-
গত কয়েক বছর ধরে Opera মোবাইল ব্যবহার-কারীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে আসছে। অধিকাংশ মোবাইল ব্যবহারকারী অপেরার বিভিন্ন ভার্সন ব্যবহার করে থাকেন। এটির অনেকগুলো ভার্সন রয়েছে যার কারনে ব্যবহারকারী গণ অপেরার সেসব ভার্সন ডিভাইস অনুযায়ী ডাউনলোড করে থাকেন। এটি অনেকটা ডাটা সাশ্রয়ী ব্রাউজার।
Opera এর সেরা ফিচারসমূহ:
Firefox উন্নত কর্মক্ষমতা, দ্রুত ব্রাউজিং গতি এবং অন্যান্য নিরাপত্তা ও গোপনীয়তা বৈশিষ্ট্য নিয়ে এসেছে। আপনি এড-অন এর সাহায্যে সহজেই আপনার ব্রাউজারটি কাস্টমাইজ করতে পারবেন। এটি শুধুমাত্র দ্রুত নয়, এতে ইন্টারফেস ব্যবহার করে উন্নত বৈশিষ্ট্যের স্মার্ট ট্যাবের সাথে একত্রিত করা হয়েছে। ইদানিং Firefox4 এন্ডয়েড ফোনের জন্য সবচেয়ে পছন্দের ব্রাউজারের একটি হয়ে উঠছে। দুর্ভাগ্যবশত, এটা এম্বেড করা ভিডিও সমর্থন করে না।
Firefox এর সেরা ফিচারসমূহ:
Install Firefox for Android (Beta)
ইতিমধ্যেই Google Chrome কম্পিউটারের জনপ্রিয় browser হিসেবে সারা বিশ্বে স্থান করে নিয়েছে। প্রকৃতপক্ষে কিছু দিন বাদেই এটি হবে সারা বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ব্রাউজার। Android 4.0 ডিভাইস সমূহের জন্য Google Chrome এর beta version বেরিয়েছে।
Google Chrome এর সেরা ফিচারসমূহ:
SkyFire ব্রাউজার Android এর আরেকটি অতি কমন ব্রাউজার। এটি TechCrunch এর rank অনুযায়ী তৃতীয় সেরা ব্রাউজার। Facebook, Twitter, LinkedIn এবং YouTube এর মত সৌশাল নেটওয়ার্কিং সাইগুলোকে পিসির মত পরিপূর্ণ সাইজ অনুযায়ী প্রদর্শন করে থাকে। SkyFire ডাউনলোড করার জন্য android 2.0 মোবাইল handset প্রয়োজন হবে।
SkyFire এর সেরা ফিচারসমূহ:
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।
আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vi mideafire e link dea jay na?